নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের একান্ত মুহুর্তগুলোও আজ তোমার...!!

চাই শুধু ভালবাসতে।

এস এম কায়েস

সাধারন একজন মানুষ হওয়ার চেষ্টা করি। হাসি খুশি থাকার চেষ্টা করি। জোছনা রাতে মুগ্ধ হয়ে জোছনা দেখি। "পাগলা ছাড়া দুনিয়া জমে না..." এই নীতিতে বিশ্বাস করি। বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...

এস এম কায়েস › বিস্তারিত পোস্টঃ

আয়াতুল কুরসির ফযীলত

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

> হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসূল (স) বলেছেন, প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান থাকে। পবিত্র কোরআনের শীর্ষস্থান হলো সূরা বাক্বারা। আর এ সূরায় এমন একটি আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মধ্যে শীর্ষস্থানীয়। তা হল আয়াতুল কুরসি।

> আয়াতুল কুরসি একাধারে তিনশত তেরবার পাঠ করলে শত্রুর সাথে বিবাদে আবতীর্ণ হলে অবশ্যই জয়লাভ করবে।

> আয়াতুল কুরসি একাধারে তিনশত তেরবার পাঠ করলে সর্বাধিক সাফল্য লাভ হয়।

> হাদীস শরীফে বর্ণিত আছে, যে লোক সকালে ও শয়নের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ স্বয়ং তার তত্ত্বাবধানকারী। কাজেই সারাদিনের মধ্যে শয়তান তার নিকট ঘেঁষতে পারে না। কেননা আয়াতুল কুরসি পাঠকারীর নিকট শয়তান আগমন করবে না বলে ওয়াদাবদ্ধ রয়েছে।

> প্রত্যেক নামাযের পর চৌদ্দবার আয়াতুল কুরসি পাঠ করলে যাবতীয় বালা-মুসীবত ও বিপদাপদ থেকে মুক্তি লাভ হ্য়। এবং অধিকবার পাঠ করলে তার কবর আযাব মাফ হয়ে যাবে।

> আয়াতুল কুরসি কাগজে লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সে দোকানে বিক্রি বেশি হবে ও কারও মুখাপেক্ষী হবে না।





আরবী:

اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاو ;َاتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ





English:

Bismillaah ar-Rahman ar-Raheem

Allahu la illaha illa hu

Wal Hayyul Qayyum

La te huzuhu sinetun wala nawmun

Lahu ma fissemawati wa ma fil'ardi

Men thallathiy yeshfe'u indehu illa biznih

Ya'lemu ma beyne eydiyhim

wa ma halfehum

wa la yuhiytune

bishey'in min ilmihi

illa bima sha-a wasia kursiyyuhu semavati wal'ard

Wa la yeuduhu hifzuhuma wa hu wal aliy ul aziym



অর্থ:

আল্লাহর নাম, ক্ষমাপরায়ণ, পরম দয়ালু.

আল্লাহ! কোন উপাস্য কিন্তু তিনি,

বাস, নিজ subsisting, শাশ্বত.

কোন slumber তাঁর বাজেয়াপ্ত করা, কিংবা ঘুমাতে পারে.

স্বর্গ ও পৃথিবীর সবকিছুর তাঁর আছে.

তাঁর অনুমতি ছাড়া তাঁর উপস্থিতিতে মধ্যস্থতা করতে পারে?

তিনি সামনে ও তাঁর প্রাণীকে পিছনে প্রদর্শিত হবে কি না.

তাছাড়াও তারা কি তিনি ইচ্ছা ছাড়া তাঁর কোনো জ্ঞান পরিবেষ্টন করতে পারেন.

তাঁর সিংহাসন, আসমান ও ওভার প্রসারিত

এবং তিনি, তাদের পাহারা এবং সংরক্ষণের কোন ক্লান্তি মতানুযায়ী

তিনি ও সর্বাধিক সমুচ্চ জন্য.

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

অস্পিসাস প্রেইস বলেছেন:

আমার মুখস্ত। নামাজ সবসময় পড়া হয়না। কিন্তু আয়াতুল কুরসি আওড়ানোর অভ্যাস আছে।

এছাড়া মনে মনে একসাথে পড়তে ভালো লাগে :) ..............

আলহামদুলিল্লাহ --- মাশাল্লাহ --- সুবহানআল্লাহ --- আল্লাহু আকবার

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

এস এম কায়েস বলেছেন: আলহামদুলিল্লাহ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ কায়েস​।
স্বাগতম ও শুভকামনা ॥

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

এস এম কায়েস বলেছেন: আপনাকেও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.