নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের একান্ত মুহুর্তগুলোও আজ তোমার...!!

চাই শুধু ভালবাসতে।

এস এম কায়েস

সাধারন একজন মানুষ হওয়ার চেষ্টা করি। হাসি খুশি থাকার চেষ্টা করি। জোছনা রাতে মুগ্ধ হয়ে জোছনা দেখি। "পাগলা ছাড়া দুনিয়া জমে না..." এই নীতিতে বিশ্বাস করি। বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...

এস এম কায়েস › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতা

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

কিছু কথা থাকে যা কখন ভোলা যায় না।

ইচ্ছা হয় পুরোনো স্মৃতিগুলোকে নতুন করে দেখি।

কিছু কথা থাকে যা কখন কাউকে বলা যায় না।

ইচ্ছা হয় কাউকে বলে মনটা হালকা করে ফেলি।

কিছু কষ্ট থাকে যা মনে নাড়া দেয় প্রতি নিয়ত।

কষ্টগুলোকে ভুলে পথে এগোতে মন চায়।

ভালবাসার রঙিন মুহুর্তগুলো মনের জানালায় উঁকি দেয় বারবার।

ভয় হয় কখন না জানি ঝড়ো বাতাস এলোমেলো করে দেয় সবকিছু।

নীল আকাশে মনের ঘুড়ি উড়ে বেড়ায় যাচ্ছেতাই ভাবে।

কখন জানি কেটে যায় জরাজীর্ন সুতা।

মনের বারান্দায় কখনও বা এসে দাড়ায় চিরচেনা চড়ু্ইটি।

সেও বুঝে আজ আমি বড় আসহায়।

তিলেতিলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আমার দিনগুলো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.