![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিলো যখন ৮ ইন্চি ফ্লপি ব্যবহৃত হতো।
সে সময়টা অবশ্য আমি পাইনি, বুয়েটের সিভিল বিল্ডিংয়ের ছ’তলার কম্পিউটার সেন্টারে দেখেছি। ৮৮ সালে একটা 286 মেশিনে হাতে খড়ি। তখন DOS 3.3’র যুগ। সিঙ্গেল ডেনসিটি ৩.৫ ইন্চি আর ৫.২৫ ইন্চি ফ্লপিতে কাজ করতে হতো। অল্প কিছু PC’তে হার্ডডিস্ক ছিলো।
গাদা গাদা ফ্লপিতে ব্যাকআপ রাখতে হতো। এরপর এলো CD’র যুগ। মাঝে কিছুদিন অবশ্য MO zip drive ব্যবহৃত হতো। তবে সিডি আসার পর সেটা অচল হয়ে গেলো।
এরপর DVD, এরপর Blu-ray, এলো পেনড্রাইভ, পোর্টেবল। একটা ১ টেরা দিয়ে কাজ করতাম আর আরেকটা ১ টেরায় ব্যাকআপ রাখতাম। সাথে দুটো পোর্টেবল আছে। বেশ নিশ্চিন্ত ছিলাম। ব্যস্, যা হবার তাই হলো। কিছুটা হঠাৎ করেই মূল হার্ডডিস্কটা চোখ বন্ধ করলো। কাউকে দিয়ে রিকভার করাতে হবে। দু’এক জায়গায় কথা বলেছি। ব্লগারদের কাছ থেকেও কোন হেল্প পেলে বাধিত থাকবো।
তখন একটু ব্যাকআপ সার্ভিস নিয়ে নেটে ঘাটাঘাটি করলাম। একটু চিন্তায়ই পড়ে গেলাম। হার্ডডিস্ক একদিন না একদিন ফেইল করবেই। SSD গুলোরও আয়ু চিরদিনের নয়। Optical media’র ব্যাপারেও একই কথা প্রযোজ্য। অনেক ওয়েব সাইটেই খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাকআপের জন্য সিডির কথা বলা হয়েছে। যেহেতু সেটা লো ডেনসিটি তাই তার লন্জিভিটি সবচে’ বেশি। যত বেশি লেয়ার আর ক্যাপাসিটি থাকবে তত তার ডিগ্রেডেশান বেশি। সেক্ষেত্রে ১২৫ গিগা blu-ray ২ বৎসর পরই এরর্ দিতে পারে।
অনেকেই ক্লাউডের পরামর্শ দিয়েছেন। বাড়ীতে, অফিসে দু’জায়গায়ই ২ Mb কানেকশান থাকায় সেটাই এখন প্রধান ভরসা। কিন্তু সেটা ব্যবহার করতে হলে তো সব জায়গায়ই হাইস্পিড কানেকশান লাগবে। আপাতত ঠিক করেছি অনেকগুলো blu-ray’তে ব্যাকআপ রাখবো। ব্লগারদের কোন পরামর্শ আছে?
আমার ই-মেইল: [email protected]
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
পোস্টটি অন্তত পড়ার জন্য ধন্যবাদ।
২| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
সেয়ানা বলেছেন: নিরাপদ ও কম খরচে ব্যাকআপ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার এবং বাংলাদেশে এখনো পাবার আশা করি না। এক একটা হার্ড ডিস্ক ক্রাশ করে এক বার করে কপাল চাপড়ানো লাগে। আপনার পোস্টটা পর্যবেক্ষণে রাখলাম।
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"এক একটা হার্ড ডিস্ক ক্রাশ করে এক বার করে কপাল চাপড়ানো লাগে"
এ অবস্থায় পড়লে কি করবো, ভাবতেও ভয় করছে।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
কলাবাগান১ বলেছেন: 750 gb পোর্টেবল হার্ড ডিস্ক হাত পড়ে ঘুমায়ে ই গেল কিন্তু আমার জীবন ভোমরা তার মাঝে.... এক বছর আগে ব্যাক আপ করেছিলাম.......অতঃপর $২,০০০ (নিজের ডলার না) গচ্ছা দিয়ে রিকোভার করেছিলাম।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দু'হাজার ডলার! বাপ্ রে!
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
কলাবাগান১ বলেছেন: বুঝতেই পারছেন কতটা দরকারী হলে এত টাকা গচ্ছা দিয়েছিলাম। Used grant's money
২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"Grant's money" - sorry to hear that. আপনি কি স্কলারশিপ নিয়েই গিয়েছিলেন না ওখানে ভাল রেজাল্টের জন্য পেয়েছিলেন? Just plain simple curiosity!
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
কলাবাগান১ বলেছেন: I teach biology at a University
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১
সালাহউদ্দীন আহমদ বলেছেন: Congratulations! আপনি কি কলাবাগান ফার্স্ট লেনের বাসিন্দা? টিউশনী জীবনে এক ছাত্রীর বাড়ী ছিলো সেখানে। তা প্রায় বছর বিশেক আগের কথা। এরপর আর কখনও যাওয়া হয়নি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯
ঢাকাবাসী বলেছেন: সব মাথার উপ্রে দিয়া গেল!