নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ষোলয়ানা মানুষ নই!

মানুষ হতে চাই।

মাহমুদ হাসানাত

মানুষ হবো!!

মাহমুদ হাসানাত › বিস্তারিত পোস্টঃ

আগামী ১৭ই ডিসেম্বর গড়বো বাংলাদেশ নামে একটি নতুন সংগঠনের ডাকা হরতাল, কে সমর্থন করেন?

১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৭

গতকাল হঠাৎ দেখলাম গড়বো বাংলাদেশ নামে একটি নতুন সংগঠন ১৭ ই ডিসেম্বর দুই বুড়ি নেত্রীর অবসরের দাবীতে হরতাল ডেকেছে। কে কে এই দাবীর পক্ষে সমর্থন দিবেন হাত উঠান।



কারা এই দাবীতে একমত ও সমর্থন দিবেন মন্তব্য করুন।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৭

মো: আবু জাফর বলেছেন: আছি

২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০০

কাজের কথা বলেছেন: দুই নারীর জাতাকল থেকে বাঁচার জন্য আরেকজন নারীর জাতাকলে পড়তে চাই না।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০১

সীমানা ছাড়িয়ে বলেছেন: দুই বুড়ি অবসরে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। বাংলাদেশের মানুষ কয়েক বছর পরেই সেটা টের পাবে।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৪

এন ইউ এমিল বলেছেন: দুইডায় দেশটারে জগের মুল্লকের মত পাইয়া বসছে

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

মিলন হোসেন১৫৮ বলেছেন: ami achi

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

এস এম তৌহিদ বলেছেন: হাসিনা-খালেদা অবসরে যাবার সময় হইসে|

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৭

এস এম তৌহিদ বলেছেন: হাসিনা-খালেদা অবসরে যাবার সময় হইসে|

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৯

ড. কবিরাজ বলেছেন: এরপর আইবো জয় আর তারেক... ওই দুইটাতো আরো খারাপের খারাপ... মনে কয় পালায় যাইগা...

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫১

ফলাফল বলেছেন: সীমানা ছাড়িয়ে বলেছেন: দুই বুড়ি অবসরে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। বাংলাদেশের মানুষ কয়েক বছর পরেই সেটা টের পাবে।
সহমত

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৩

আলতামাশ বলেছেন: Puran pagole vat pay na ntun pagoler amdhani. Tara zodhi dhesher valo chaito, tahole abar hortal dhilo ken?

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৪

র্বষারানী বলেছেন: m/

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সমর্থন দিলাম তবে এই দলের নেত্রী ও তো বুড়ী !

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: ১৭ তারিখ পরিক্ষা আছে X(( X(( হরতাল শেসন জট লগাতে সহায়তা করবে X( X( হরতাল কি হাছাই ডাকছে ? কে ডাকছে ? এইসব আবার ছাবাল কৈ থিকা আসে হরতাল ডাকতে ? X(

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আলতামাশ বলেছেন: Puran pagole vat pay na ntun pagoler amdhani. Tara zodhi dhesher valo chaito, tahole abar hortal dhilo ken

সহমত

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৯

কাছের মানুষ বলেছেন: Click This Link


১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪২

নন্দ কানন বলেছেন: বুজলাম। কিন্তু হরতাল দেয়ার কি দরকার আছিলো। আমার তো ওইদিন পরীক্ষা আছে। সবাই দেখি যেমন খুশি হরতাল ডাকে। মজা নাকি !! X(( X(( /:)

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

নাযীর আহমদ বলেছেন: দু’নেত্রীর অবসর দাবিতে ১৭ ডিসেম্বর হরতাল।

সাধারনত আমি হরতাল সমর্থন করি না।
কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে যখন হরতাল ছাড়া প্রতিবাদ করার কোন সুযোগ থাকে না, তখন হরতালের ব্যাপারে চুপ থাকি।

শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেওয়ার দাবিতে সোমবার ঢাকায় আধাবেলা হরতাল ডেকেছে ‘গড়বো বাংলাদেশ’।

এই একটা হরতাল আমি খুব জোরালো ভাবে সমর্থন করি।
আমরা এই দুজন থেকে মুক্তি চাই, বন্ধুরা আসুন অন্তত এই হরতালটা সফল করি। দেশের শান্তি শৃংক্ষলা উন্নয়নে একটু সহায়তা করি।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১২

হাবিব০৪২০০২ বলেছেন: একটা সময় বাংলা ভাইকে পুলিশসহ প্রশাসন নীরব সমর্থন করত সর্বহারা দমনে,সবার সামনে দিনে দুপুরে সর্বহারাদের জবেহ করত। এর ফলে এক সময় বাংলা ভাই নিজেকে অপ্রতিরোধ্য ভেবে শেষ অবধি অসূর হয়েছে।

হরতালের মত নেগেটিভ কিছুর মাধ্যমে কখনও ভাল কিছু পাওয়া যাবে না। কারন দিনমজুর লোকের সংখ্যাই বেশি তারা হরতালকে কখনও সমর্থন দিবে না। তারা দিন আনে দিন খায়।
নতুন কোন দলকে ভাল কিছু করার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে তাহলেই তারা ক্ষমতায় আসতে পারবে।


১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২

মো: আবু জাফর বলেছেন: কোন মেয়েরে সমর্থন করি না । আমার সমর্থন ফেরত নিলাম

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

সাঈদ কারিম বলেছেন: বিষয়বস্তু সমর্থন করি,

কিন্তু আরেক নেত্রীর বাশ খাইতে চাইনা।
দুইজন যা করছে, তাতে শিক্ষা না হলে আমরা মানুষ না।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

তিক্তভাষী বলেছেন: অবসরের দাবীতে সহমত। হরতালে সহমত নই।

২২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০১

হেডস্যার বলেছেন:
হরতাল দিয়া দেশ গড়বো ?
কুত্তার বাচ্চাগুলা রাস্তায় নামলে গুলি করে দেয়া উচিত।
দুইটার যন্ত্রনায় অস্থির....আইছে নতুন আরেকটা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.