নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতা

আমজনতার ব্লগ

সৌমেন্দ্র

এখনও তেমন কিছু করতে পারিনি, তাই লেখার কিছুই নাই।

সৌমেন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক কনফেসন আর আমার কনফিউশন

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইদানিং ফেসবুকে কনফেসন পেজের অনেক আধিক্য দেখা যাচ্ছে। পেজ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই, মাথা ব্যাথা হচ্ছে পেজের পোস্টগুলো নিয়ে। কনফেসন অর্থ স্বীকারোক্তি বা নিজের গোপন কথা অন্যজনের কাছে প্রকাশ করা। কিন্তু সেই গোপন কথা কি শুধুই প্রেম নিয়ে? পোস্ট গুলো দেখলে অবশ্য সবার ধারনা তাই হওয়ার কথা। কিন্তু কনফেসন তো অন্য বিষয়েও হতে পারে যেমনঃ হয়তো কোন মজার ঘটনা, বা কোন সিনিয়রের সাথে মজার কোন স্মৃতি যা হয়তো সিনিয়র ভাইয়ের ভয়ে কাউকে বলা হয়নি বা নিজের জীবনের কোন স্মরণীয় বিষয়। কিন্তু বর্তমানে ফেসবুকিও কনফেসন পেজগুলি কনফেসনের সংজ্ঞা আমূল পরিবর্তন করে দিয়েছে। এমন ভাব কনফেসন মানে কোন ছেলে বা মেয়ের প্রতি নিজের নাম গোপন রেখে প্রেম প্রকাশের মাধ্যম। :|| :||

যে প্রেম নিজে প্রকাশ করতে পারেন না বা নিজের নাম দিয়ে প্রকাশ করার সৎ সাহস টুকু নেই তাহলে তা জানিয়ে কি লাভ?? কনফেসন পেজে প্রেম প্রকাশকারী তাদের মত লোকজনই নিজের মোবাইল নাম্বার টাকার উপর লিখে টাকার আয়ূ কমায়, পার্কার বেঞ্চে বা বিভিন্ন দেয়ালে নিজের নামের সাথে যোগ দিয়ে অন্যজনের নাম লিখে বেঞ্চ বা দেয়ালের পরিবেশ নষ্ট করে। X( X(



[কথা গুলো আমার ব্যক্তিগত। তাই কেউ যদি অপমানবোধ করেন তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম...

অলরেডি ৩-৪ টা পেজে দিছি কনফেশন।

২| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৯

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: কনফেশন পেইজগুলার এ্যাডমিনগুলা সব ফাত্রা পোলাপান

১৪ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

সৌমেন্দ্র বলেছেন: হুম কথা সত্য

৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
চরম সত্য কথা এইসব ফেসবুকের কনফেসন পেজ নয় যেন অপরের বিরুদ্ধে কুতস্যা রটানো

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সৌমেন্দ্র বলেছেন: অনেক সময় অনেক মেয়েকে নিয়ে লেখা হয়। তারপর যদি তা তার পরিবারের কেউ দেখে তাহলে মেয়েটির কি অবস্থা হবে একটু ভাবুন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.