নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতা

আমজনতার ব্লগ

সৌমেন্দ্র

এখনও তেমন কিছু করতে পারিনি, তাই লেখার কিছুই নাই।

সৌমেন্দ্র › বিস্তারিত পোস্টঃ

রক্তদান অভিজ্ঞতা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

জীবনের প্রথম রক্ত দিলাম আজ। রক্ত দেওয়ার পর আসলেই অনেক ভাল লাগছে, সাথে সাথে রক্তদান সম্পর্কিত ভয়ও অনেকাংশে দূর হয়ে গেছে।

আজ সকালে ঘুম ভেঙ্গে দেখি বিজয়ের মিসডকল। যথারীতি ফোন দিলাম। ও বলল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রক্ত লাগবে। আমি ফ্রেশ হয়ে গেলাম রক্ত দিতে। প্রথমে একটু ভয় করছিলো কিন্তু শেষমেশ রক্ত দেওয়ার সময় আর ভয়টি কাজ করেনি। অবশেষে রক্ত দিয়ে বাসায় এলাম। এখন আমি মোটামুটি সুস্থই আছি।

ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর দিপু আমাকে রক্ত দেওয়ার জন্য নানা ভাবে অনুপ্রেরনা দিত কিন্তু আমি দিতাম না। অবশেষে আমি আজ রক্ত দিলাম, সেই সাথে বিসর্জন দিলাম আমার ভয়, শঙ্কা।

রক্তই একটা জিনিস যা নেওয়ার বা দেওয়ার সময় দেখা হয়না লোকটির ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ শুধু দেখা হয় সে একজন মানুষ।

প্রতি তিনমাস অন্তর অন্তর আমাদের ব্লাড সেলস গুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। তাই আমাদের সবার উচিত নিয়মিত রক্ত দেওয়া। আর রক্ত দেওয়া নিয়ে যাদের ভীতি আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, রক্ত দেওয়াতে ভয়ের কিছু নেই বরং প্রতিবার রক্ত দেয়ার সময় আপনার রক্তের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয় এবং আপনার শরীরে নতুন ব্লাড সেলস গঠন করার সুযোগ হয়।। আর সবচেয়ে বড় কথা আপনার এই সামান্য অবদান হয়তো আরেকজনের জীবন বাঁচাতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.