নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রতিকার চাহিয়া কি লজ্জা পাইলাম? ছিঃ !

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫

চমকে উঠার মতো ই খবর। সকালে ঘুম ভাংগার পর ফেবুতে ঢু মারতে যেয়েই হুশ হারানোর অবস্থা। দৈনিক প্রথম আলোর খবর " ফেনি তে বছরে ৬৪ ধর্ষণ ও যৌন নিপীড়ন " আচ্ছা, ধর্ষণের হার এত বাড়ছে কেন? দায়ী কে? সরকার? প্রশাসন? পপর্ণগ্রাফি? মেয়েটির পোষাক? আমরাই মানুষ হতে পারছি না? এত গুলি প্রশ্ন গোত্তা দিল এক মিনিটের চেয়ে ও কম সময়ে মনের ঘরে। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী কি এসব খবর দেখেন? না, এড়িয়ে যান আল্লাহ জানেন আর উনি জানেন। এত এত হুজুর রা মাইকে ওয়াজ করে চিল্লাচিল্লি করে সমাজ ঠিক হচ্ছে না কেন? তাহলে ধর্মের ডাক দেয়া সঠিক হচ্ছে না? আইন কানুন এর অবস্থা এতই করুণ! আসলে এর সঠিক প্রতিকার কি? একবার হারকিউলিসের আবির্ভাব হলো। এখন তাও বন্ধ। অবশ্য বিচার বহির্ভূত হত্যা অনেকে পছন্দ করে না। একটা সত্যিকারের পশু মারলে ক্ষতি কি? এই যে, ইউরোপের বা উন্নত বিশ্বের সমুদ্র সৈকতে মেয়েরা যেমন বিকিনি পড়ে থাকে। এগুলা দেখলে তো আমাদের দেশের মানুষের তেঁতুল হুজুরের কথা মতে লালা ঝরবে বা আরো কিছু পড়ে যেতে পারে! কই এখানে তো কেউ শিস ও দেয় না। যে যার মতো চলছে। আর এদিকের মেয়েদের শরীর খোদাই করা জিম করা ফিগার তবুও এদের ধর্ষিত হওয়ার ভয় নাই। আর আমাদের ওখানে বোরখা পড়েও শান্তি নাই। অবশ্য বোরখার ও এই জেনারেশন পরিবর্তন করছে তাদের নাকি ফিটিং বোরখা লাগে বা ভালো লাগে! তাইলে কি ধরে নিতে পারি এদিকে ফ্রি সেক্স বলে ধর্ষণ খুব কম? না, এদিকে আপনি, আমি যত বড় কুতুব ই হই না কেন আইন ছেড়ে দেবে না। কাজের তাগিদে এখানেই শেষ করতে হলো। আসলে এর একটা বিহিত করা দরকার। সিঠিক পন্থা কি হতে পারে? পোষাক ঠিক করা? মন মানসিকতার পরিবর্তন? আইনের সঠিক প্রয়োগ? ধর্মীয় চর্চার অভাব? না,মেনে নিতে হবে দুনিয়া শেষের দিকে কিচ্ছু করার নাই! ভালো থাকবেন সকলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯

স্প্যানকড বলেছেন: তাড়াহুড়ো করে লিখতে যেয়ে বানানে ভুল হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯

স্প্যানকড বলেছেন: তাড়াহুড়ো করে লিখতে যেয়ে বানানে ভুল হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.