নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঢিচক্যাঁও !

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৫

দাদু,
আপনি আজকাল বলেন,
ডাকাত দস্যু চোরে!
দেশ গেছে ভরে।

পাশ থেকে
চলে আসে বুলি,
ওস্তাদ!

দাদু,
দেখছেন !
এইটা তো!
( হা হা হা )
হ, ঐ ডাই!
আমগো ভাষায়
ঢিচক্যাঁও!

শুনি যদি উলটা সিধা বুলি
পুরা ম্যাগজিন করমু খালি
পইড়া থাকবেন ঐ মোড়ে
আইব না কিন্তু কেউ।

মনে থাকব,
নাম কি?
ঢিচক্যাঁও !
( বিড়বিড়িয়ে বলে দাদু ) ।
ঢিচক্যাঁও !

২৫ জানুয়ারী ২১।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:১৫

রানার ব্লগ বলেছেন: ঢিচক্যাওওওও!!!!

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২

স্প্যানকড বলেছেন: ঢিচক্যাঁও! ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: মারাত্মক!

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

স্প্যানকড বলেছেন: তাই নাকি! ঢিচক্যাঁও! (হা হা হা)। ভালো থাকবেন। ধন্যবাদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




একজন অসাধারণ মারাত্বক ভয়াবহ কবির আগমনে ব্লগ গরম হবে বলে আশা ব্যক্ত করছি। সামহোয়্যারইন ব্লগের ফ্রন্ট পেজে স্বাগতম। ব্লগের নিয়মনীতি মেনে ব্লগিং করুন। আপনাকে ব্লগে প্রয়োজন আছে। আর আমাকেও পাশে পাবেন। নতুনদের পাশে আমি সব সময় থাকি। আপনার পাশেও পাবেন।

শুভ কামনা রইলো। বাই দ্য ওয়ে গুড জব। +++


২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য। চেষ্টা করব বেআইনী কাম কাইজ থেকে দূরে থাকার ইন শা আল্লাহ । ঢিচক্যাঁও! ( হা হা হা ) ভালো থাকবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম পাতায় স্বাগতম।

আপনার মারাত্মক কমেন্ট করার ধরণ দেখে বুঝা যায় যা বলার সোজা সাপ্টা বলতে পছন্দ করেন।

দেখলাম...........................।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! প্যাঁচাইয়া লাভ কি সোজা কথা সোজা কওয়াই উত্তম। ভালো থাকবেন। ঢিচক্যাঁও! ( হা হা হা)

৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! ঢিচক্যাঁও! ভালো থাকবেন। ঢিচক্যাঁও ! ( হা হা হা )

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



পদ্যে বললে কি মানুষ সহজে বুঝে?

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

স্প্যানকড বলেছেন: বুঝব না ক্যা! বুঝাইয়া ছাড়মু। ( ঢিচক্যাঁও!) হা হা হা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

পুলক ঢালী বলেছেন: পদ্য পড়ে মজা পেলাম কিন্তু কেন জানি আমার ইন্সটিংক্ট আপনাকে পুরনো পাপী বলে মনে করছে, কারন জানিনা। ;) :D =p~

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

স্প্যানকড বলেছেন: তাই নাকি! পাপী সকলে কম আর বেশী। ধন্যবাদ! (ঢিচক্যাঁও!) হা হা হা, ভালো থাকবেন।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ঢিচক্যাও কোন এলাকার ভাষা

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন: ছোট কাল থাইকা বাংলা মুভিতে গুলির আওয়াজ শুনতাম ঢিচক্যাঁও! ঐ টাই মাথায় গাইথা রইছে। এদেশেও আছে লোকাল ভাবে পশ্চিমবঙ্গে ও চলে। ধন্যবাদ! ঢিচক্যাঁও! ভালো থাকবেন।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: পড়তে গিয়ে মনে হয়েছে পশ্চিমবঙ্গের রকে বসে আছি B-)

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন। ( ঢিচক্যাঁও! ) সিধা দেশের বাইরে! হা হা হা।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: মনের এই ভাব দীরঘস্থায়ী না হলেই ভালো।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৩

স্প্যানকড বলেছেন: আমিও তাই চাই। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন। ( ঢিচক্যাঁও! ) হা হা হা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.