নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৮

গনতন্ত্রের গেছে সতীত্ব খোয়া 
পুরা ন্যাংটা উদলা 
গতরে একখান সুতা ও নাই।
কে ধরিল?
কে মারিল ?
জবাব একটাই,
" হোগা মারা খাইলে
বাপ, মা'রে ও কইতে নাই ! "


০৩/০২/২১

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



সাহিত্য হলো মানব সমাজের প্রতিফলন, মানব জীবনের চিত্র।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০০

স্প্যানকড বলেছেন: শুধু মানব জীবন না, সব জীবনের চিত্র। ভালো মন্দ লইয়া। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।
ভাষার ব্যবহার অতি নিম্ম মানের।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০

স্প্যানকড বলেছেন: কার ভালো লাগল আর কার লাগল না এই চিন্তা করলে আমার সময় নষ্ট হয়। দেশ ই তো নিম্নমানের মাইনষের হাতে সেখানে ভাষা উন্নত হয় কেমনে? এত মধুর কথা বলা সহজ বাস্তবতা ভিন্ন। আপনাদের জন্য ঐ হারিস ফারিস পীর আউলিয়া ই ভালা। মধুর কথা কয়। তাদের মুরিদ হইয়া যাইয়েন সময় থাকলে। ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.