নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সার্কাস !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

আবার আসিবে ফিরে হাওয়া
এই নিয়ে গান গাওয়া
ধানসিঁড়ির দেশ
পলিটিক্স এ শেষ !

চলছে সার্কাস
চলতে থাক
জাজিরা পাজিরা
খুশিতে নাচতে থাক।

( সার্কাস)

৪ ফেব্রুয়ারী ২১।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: একসময় সার্কাস মানে ছিলো ঘোড়ার বাহাদূরি দেখা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৯

স্প্যানকড বলেছেন: বহুত কিছুই ছিল। এহন মাইনষে দেহায়। ঘোড়া, কুকুর এর জায়গা নিয়া নিছে। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সার্কাস কোথায় পেলেন? বাংলাদেশে একসময় ছিল বর্তমানে বিলুপ্ত। এখন জাজিরা পাজিরা নতুন সার্কাসের দল করার চেষ্টা করছে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪১

স্প্যানকড বলেছেন: ঠ্যাং ভেংগে হাতে ধরায় দেন। তাদের হেডমাস্টার রে দুইটা ডলা দেন যদি কাম হয় নইলে সার্কাস পার্টি আরও কিছু দেখাবে। তখন কিছুই করার থাকবে না। উইশ ইউ অল দ্যা বেস্ট! ভালো থাকবেন। ধন্যবাদ।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৩

ঢাকার লোক বলেছেন: সারকাস ইজ অলওয়েজ ফান!
দেখতে চান আর না ই চান!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

স্প্যানকড বলেছেন: হুম, আর যদি থাকে নানান মসলা মাল ! ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.