নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রথম চুমু !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৮


প্রথম চুমু আমার
যেন মাথার ভেতর
ব্লাক প্যান্থার চপার
প্রখর রোদে গলতে থাকা
ইংলিশ বাটার।

নিউরন থেকে প্রতিটি কোষ
ছুঁয়ে যায় ঘুরে বেড়ায়
মাছ উড়ুক্কু !

সে মেলাদিন হলো
মনে হলে আজও
ভেতর বাহির
বরফ গলা গলে
প্রচন্ড শীতে শরীর ঘামে।

স্বাক্ষী ও ছিল মেলা
আচার বয়াম,
শুকনো লংকা,
শ্যাওলা জমা ছাদ,
সোনালি রোদ,
খা খা দুপুর,
মেঘ বিদ্যুৎ,
মাথার উপরে আসমান।

আমার প্রথম চুমু
খুউব অল্প সময়
ত্রিশ চল্লিশ সেকেন্ড?
না,
আরও দীর্ঘ
গোটা একটা জীবন।

হে ইশ্বর!
মাথা উঁচু করে
সিনা টানে স্বীকৃতি দিচ্ছি
আমি,
প্রেমে মরা ইনসান!


     ০৫ ফেব্রুয়ারী ২১।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৩

এম ডি মুসা বলেছেন: আপনার লেখায় ্্ একধরনের ভিন্ন চরিত্রে লুকিয়ে আছে। দেখি কেউ পারে আবিষ্কার করতে।
লেখক হতে হলে ভালো মন মানসিকতা তৈরি করতে হয় শুনেছি। অগ্রীম ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

স্প্যানকড বলেছেন: চরিত্র লইয়া ই কারবার । মন ও ভালো মানসিকতা ও। ভেজাল তো দেহি অন্যখানে। আমার চারিত্রিক সনদ আছে দিছে আমার এলাকার পীর ফকির টাইপের কমিশনার তাও সরকারি সীল সহ। সো, আই ডোন্ট কেয়ার! ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ বলেছিলেন, গোপনে একটু চুম্বন দাও।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬

স্প্যানকড বলেছেন: রবীন্দ্রনাথের যুগ শেষ এহন আমগো যুগ তাই প্রকাশ্যে কই। দিন বদলাইছে। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আহা চুমু!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭

স্প্যানকড বলেছেন: উহ! চুমু ....! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.