নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জলের নাম জীবন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৩

" আমার যমুনার জল
দেখতে কালো,
স্নান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেল জলে "

নদী, জল নিয়া কত গান, কবিতা আছে। বিশুদ্ধ জলের নাম জীবন। যাক মেলা প্যাচাইলাম এহন সিধা জায়গায় হান্দি, লন আপনারা ও আমার লগে হান্দেন!

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদেশে বর্তমানে নদীর যে হাল চলছে তা খুবই নাজুক। নদীর পাশে বড় বড় কলকারখানা! তা এই বড় বড় কলকারখানার সাহেবরা করে কি কলকারখানার যত ক্ষতিকর বর্জ্য, মাল ময়লা আছে এই নদীতে ঢেলে দেয়! এতে করে নদীর পানি হয়ে যাচ্ছে বিষ! মানুষ ও জল ব্যবহার করতে পারছে না। মাছ মরে শেষ অথবা নিজেদের অস্তিত্ব বাঁচাতে অন্য নদীতে দেয় দৌড় ঝাপ।

সরকার খালি কয় তেমন উদ্যোগ দেহি না। কয়দিন জরিমানা করে বা হুশিয়ারি দেয়। পরে যেই লাউ সেই কদু! ইটটু কাতুকুতু দেয় আর কি! আচ্ছা, এই যে, বড় সাহেব রা ফ্যাক্টরী, মিল, কারখানা নদীর পাশে করার সময় সরকার কি তহন ঘুমায়? জানে না এর বিষাক্ত মাল কই যাইব? অনুমতি পায় কেমনে? আসল কাহানী এই বড় সাহেবরা এম, পি, মন্ত্রী কে দেয় সেলামি। পার্টি চলে এদের টাকায়। তাই সব জায়েজ হয়ে যায়। এই জায়েজ কামে যে; নদী, নাজায়েজ হচ্ছে সে খেয়াল নাই। পরিবেশ অধিদপ্তর কার বাল ফালায়! নিজেরটা নিশ্চয়ই না! 

এহন ও মনে হয় ছোটকালে নানা বাড়ি, দাদা বাড়ি যাওয়ার সময় নদীর টলমল পানিতে মুখ ধুইতাম, পান করতাম। এহন মাইনষে মুইতা নুনুও এই পানি দিয়া ধৌত করে না। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এমন আরও বহু নদী শেষ। খাইয়া ফালা সব হালার পুতেরা! দেশ কারবালা হইলে বুঝবি পানি কি জিনিস!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



ঢাকার মানুষের পায়খানার বজ্য কোথায় যায়?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০

স্প্যানকড বলেছেন: নিউইয়র্ক এর টা কই যায়? ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলার সকল মানুষ 'জমি'দার - খাল-বিল সব ভরাট করে, বন-জঙ্গল সাফ করে জমির উপরে প্রাসাদ বানাতে ব্যস্ত। এখন কালো নদীর পানি পাচ্ছেন - অদূর ভবিষ্যতে মরুর বালু ছাড়া কিছু পাবেন বলে মনে হয় না। কেউ নূন্যতম এই টুকুও ভাবে না যে পরিবেশকে এই পরিমান গো মেরে পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছে তারা। রাজনীতিবিদরা তো আরো এক কাঠি বাড়া পরিবেশ নিয়ে আন্দোলন হলে তাদের পিছনে লাঠিয়াল লেলিয়ে দিয়ে পাছার চামড়া তুলে ফেলে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২

স্প্যানকড বলেছেন: হুম, ছাল বহু আগেই গেছে গা, এহন কিছুই নাই। সামনে আরও কিছু যাইব আস্তে-ধীরে সব । এরা যেই জমিদার তারা দুনিয়ার সবচেয়ে দামি বালিশে ঘুমায় ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১

মপোতোস বলেছেন: বিষয়টা আসলেই খুব হতাশাজনক। এখনকার ধ্বংসপ্রাপ্ত নদীগুলোর আগের রূপ দেখলে বুক হু হু করে ওঠে। আর যে কজন সৎ অফিসার আছেন, তারাও মনের মতো কাজ করতে পারেন না রাজনৈতিক পান্ডাদের দৌরাত্ম্যে, সেসব তো দেখলামই। পরিবেশ নিয়ে সময় থাকতে সচেতন হচ্ছি না আমরা, এর মাশুল শীঘ্রই দেয়া শুরু করতে হবে। শুরু যে হয়নি কিছুই, তাও না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৫

স্প্যানকড বলেছেন: আমরা কখনো যে জিনিস তাজা আছে সেইটার কদর করি না। আসলে ঐ শিক্ষা টা মগজে নাই। এই রাজনীতি আর রাজনীতিবিদ দুইটাই বিষ ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: আজ থেকে ৫০ বছর আগেও মানুষ নদীতে ধোয়া মোছার সব কাজই করতো। নদী ছিলো গতিময় তাই তাহা বিশুধ্য ছিলো। আজ নদি তার গতি হারিয়ে ফেলেছে তাই নদী তার যৌবন হারিয়ে ফেলেছে। নদীকে কিছু বলবেন না সে আমাদের যথেষ্ট পরিমানে সার্ফ করেছে আমরাই তাকে অপবিত্র করেছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

স্প্যানকড বলেছেন: অপবিত্র পবিত্র হবে কোনদিন ? এক সময় নদীতে ডুবাইতাম! এহন নাক ধইরা নদীর সামনে দিয়ে যাই। ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের লইনটা একেবারে যথার্থ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫

স্প্যানকড বলেছেন: হুম, যদি হালার পুতেরা মগজে নিত ব্যাপার টা । ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: নদী যে একটা দেশের কত বড় সম্পদ!!! তা যদি মানুষ বুঝতো।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৬

স্প্যানকড বলেছেন: তারমানে সব অমানুষ ! যেহেতু কেউ বুঝে না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.