নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
আমি দেখি নানা পথ
শুনি নানা মত
আমি তো ঈশ্বরে বিশ্বাসী
ঈশ্বর একমাত্র সব।
আমি ভড়কাই না সহজে
বলুক মন্দ লোকে
আমি চটি না সহজে
বলুক হাবিজাবি লোকে
আমি তো ঈশ্বরে বিশ্বাসী
ঈশ্বর একমাত্র সরল পথ।
কত এলো ঝড়
এলো বজ্রপাত
চমকাই না আমি
জানি,
দোয়া মুনাজাত।
আমি তো ঈশ্বরে বিশ্বাসী
ঈশ্বর মুক্তির পথ।
দেখি আমি,
জ্বলজ্বল নীহারিকা
চাঁদ সুরুজ অদল বদল
দখিনের হাওয়া উত্তরে
মেঘ মালার দৌড়
গগন নীল
সমুদ্দুরে নোনা জল।
আমি তো ইশ্বরে বিশ্বাসী
হে ইশ্বর!
তোমার কুটির
চৌকাঠে
আমার নত মস্তক।
১১ মার্চ ২১।
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৪০
স্প্যানকড বলেছেন: যতদুর পারি করার চেষ্টা করি। ঢোল বাজাইয়া বলতে পছন্দ করি না। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: অসহায় আর দুর্বল মানুষের শেষ ভরসা ঈশ্বর।
৩| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৭
স্প্যানকড বলেছেন: সবল রা ঈশ্বরে আস্থা রাখে না বলছেন! আপনি বেশ সবল! তাই রাখেন না। তা সবল মাইনষেরে ডাব বিক্রেতা, মুরগী বিক্রেতা আরও যারা আছে ঠকায় কেমনে ? এত জ্ঞ্যান যার! এত অহংকার! ডাব ওয়ালা বলদ বানাইয়া দেয়। আপনি আসলে বাংলাদেশে অচল মাল ! মাইন্ড খাইয়েন না প্লিজ। আপনার কথার সুত্র ধরেই বললাম। ভালো থাকবেন।
৪| ১২ ই মার্চ, ২০২১ ভোর ৬:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি যে ঈশ্বরে বিশ্বাসী সেটা আপনার পিস্তল দুইটা দেখলেই বোঝা যায়।তলোয়ারের উন্নত সংস্করণ।তলোয়ারে ইসলাম প্রতিষ্টা হয়েছে,পিস্তলে রক্ষা করছে।
১২ ই মার্চ, ২০২১ সকাল ১১:১২
স্প্যানকড বলেছেন: আপনার জ্ঞ্যান সেই লেবেল এর! তলোয়ার কি ইসলাম এমনি এমনি বের করছে। করাতে বাধ্য করানো হয়েছে। যাই হোক আপনার টা দেইখা কি বুঝা যায় আপনি দেশে খুব জ্ঞ্যান বাটতাছেন! পাল্লা বাটখারা লইয়া বাটতে থাকেন মাপে কম হইলে সমস্যা অইব এই জাতির।
৫| ১২ ই মার্চ, ২০২১ সকাল ৮:২৯
ইকবাল সরদার বলেছেন: যারা শুধুমাত্র স্রষ্টায় বিশ্বাসী তারা ঈমানদার নন, এবং যারা শুধুমাত্র স্রষ্টা ও পরকালে বিশ্বাসী তারাও ঈমান্দার নন।
মনোযোগ সহকারে ২ঃ৮ দেখুন
৬| ১২ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৩
স্প্যানকড বলেছেন: আপনে ঈমানদার তো! তাইলেই অইব !
৭| ১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তো ঈশ্বরে বিশ্বাসী
ঈশ্বর একমাত্র সরল পথ।
........................................................
শুধু আস্হা রাখলে হবে না,
মানবতার সেবা করে তার প্রমানও দিতে হবে ।