নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
আমি ঃ সালাম স্যার, কেমন আছেন?
স্যার ঃ আছি, বেশ্যার চেয়ে খারাপ !
আমি ঃ মানে !
স্যার ঃ আরে!বেশ্যা ও দিল খুইলা দুই চারটা গাইল দিতে পারে।খানকির পোলা, চুতমারানি কইতে পারে। আমি পারি না। বাক স্বাধীনতা জিনিসটা গায়েব !
আমি ঃ স্যার, ঐ গুলা ইতর প্রাণীর ভাষা। আপনে ভদ্রলোক।
স্যার ঃ এই জায়গায় ই তো ভেজাল!ভদ্র হইয়া জ্বালায় আছি।
আমি ঃ আচ্ছা!স্যার, আপনে উনসত্তুর, একাত্তর, নব্বই থেকে শুরু করে হালের শাহবাগ আন্দোলন দেখলেন।ফারাক কি দেখলেন? এখনকার আন্দোলন অত হয় না বা জুইত হচ্ছে না কেন?
স্যার ঃ বর্তমানের আন্দোলন ব্যবসা হয়ে গেছে তাই আর আশা নাই।যারা ক্ষমতায় আছে তারা পিছন থাইকা চালাইলে চলে নইলে ফুস। পাবলিক ও আগের মতো নাই।
আমি ঃ স্যার, ইদানীং সময় কেমনে কাটে মানে অবসর ?
স্যার ঃ কলম দিয়ে কাগজ চষে ! তবে একজনের প্রেমে পড়ছি ( ফিসফিস করে স্যার বলে )
আমি ঃ কার প্রেমে স্যার ?
স্যার ঃ শোন তাইলে, গত রাতে লিখছি,
" যখন দেখি তোমায়
ভিজা কিংবা খোলা চুলে
বারান্দায় অথবা ছাদে
ফুল লতা প্রিন্টের ব্লাউজ
বাসন্তী শাড়ী গায়ে
আমার ভেতর তখন
অন্য আমি জাগে
সে ঘুম ছেড়ে দেয়
খাওয়া ছেড়ে দেয়
আরাম ছেড়ে দেয়
তোমারে ছাড়ে না।
যখন দেখি,
তোমার ফর্সা গালে
রোদের চমক
লাল গাল
আরও লাল
যেন রক্ত কমল !
তোমার চোখ দেখে বুঝে ফেলি
সারারাত জেগে ছিলে
চোখ ফুলা
ঠোঁট ফুলা
কিসের এত কষ্ট তোমার?
আমি তো আছি
খালি ইশারা করে দেখ না!
আমি ভাসিয়ে দিব তোমায়
আদরে চুমুতে
এনে দিব রোদ্দুর
জোনাক জ্বলা সন্ধ্যা
পাকা কথাই বকি
একবার সিনায় সিনা ঠেকিয়ে
ঠিকঠাক মতো বাঁচ না। "
আমি ঃ চমৎকার! স্যার, বইমেলায় কি আসছে আপনার কবিতা ।
স্যার ঃ দূর! আমি আর কবিতা। একজন রে দেইখা এগুলান লিখছি। তবে মেয়েটা যথেষ্ট সুন্দরী।তোমাগো ভাষায় খাসা মাল! আচ্ছা, আজকা যাও।আরেকদিন আইস কথা কমুনে। এখন আসি।
আমি ঃ ওকে, স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন।
২০ মার্চ ২১।
২| ২০ শে মার্চ, ২০২১ রাত ১১:০৪
স্প্যানকড বলেছেন: মুরুব্বি কথা ঠিক আছে। নিউইয়র্কে থাইকা কইলে অইব ? ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২১ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
যাদের "বাক"এর মান আছে, ওজন আছে, তাদের বাক স্বাধীনতা সব সময় আছে; রিজভী সাহেব, মির্জা সাহবে, আব্বাস, ড: হাছানরা যা বলে, উহা বাক নয়; উহা গাধার আওয়াজ