নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জনতা শস্যক্ষেত যেমনে খুশী অমনে বিচরণ করুন কোন বাঁধা নাই !

২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:২৩

ছবি নেট ।

একজন প্রয়াত নেতার ছেলে আমেরিকায় স্টুডেন্ট। তাঁর একাউন্টে ৫৭২ কোটি টাকা ! আমি সম্মান দিয়ে উনাদের জিজ্ঞেস করছি, এত টাকার উৎস কি বা কোথা থেকে পেলেন দয়া করে বলবেন ? জানি আমরা এর উত্তর । তাই আপনাকে জিজ্ঞেস করে আপনার মূল্যবান সময় খরচ করার জন্য দুঃখিত!

আসলে এদেশের অলিখিত একটা নিয়ম নেতা হলেই জনতার হক লুটেপুটে খাও ! কেন ভাই ? এ অধিকার কই থাইকা নিয়া আসেন ? কে দেয় আপনাদের ? এই যে মহামারী চলছে আপনে, আমি আই সি ইউ তে জায়গা পাব? হাসপাতালের বেড নসিবে হবে? শেষমেশ ফ্লোর যদি কোনমতে মিলে ! তাও যদি হয় শোকর আলহামদুলিল্লাহ ! 

এগুলা মিলবে নেতাদের বা তাদের পালিত প্রাণী দের। কপাল ভালো হলে হাতে গোনা গুটি কয়েক জনতার !  এই যে কথা গুলি লিখছি। কি লাভ হচ্ছে ? বদলে যাবে চিত্র ! নেতারা সব তওবা করে ভালো হয়ে যাবে ! একটুও কিন্তু না।

অনেকে ব্লগে স্ক্রল করে চলে যাবেন বা চোখ বুলিয়ে যাবেন! খামাখা এই ছাই পড়ে কি লাভ ? যেখানে ধর্মীয় কিতাব পড়া হয় নামকাওয়াস্তে। সেখানে এ ব্লগিং!

এর চেয়ে ভালো লুতুপুতু কথা লিখ অথবা কোন সহ ব্লগার কে নিয়ে টানাটানি চুল ছেঁড়া শুরু কর তাইলে তুমি বস ! একটা বিশেষ জাতের মাল !

যাক ওসব কথা, আসলে এই যে আঠারো কোটি বা কম বেশী জনতা দেশে আমরা আছি না। আমরা হইলাম,  নেতাদের কাছে শস্যক্ষেত যেভাবে খুশী যেকোন স্টাইলে উনারা বিচরণ করতে পারে। এতে কোন বাঁধা নেই ! আমরা এতে ধন্য হয়ে যাই ! তা কতদিন চলবে এই পাশা খেলা ? বাঁশ দেয়া? পাল দেয়া ?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনার পেশা কি?

২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৫০

স্প্যানকড বলেছেন: আমার কোন পেশা নাই ! সেইটা দিয়ে কি হবে ? করোনা থেমে যাবে ? ভালো থাকবেন।

২| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি কী করেন?

২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৪

স্প্যানকড বলেছেন: সাধারণ জনতা !

৩| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রয়াত নেতারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংকিং, আইনশৃঙ্খলা, কৃষি সহ অন্যান্য সেক্টরের কি অবস্থা করে গেছেন তা বললে আরো ভালো হতো।

২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৬

স্প্যানকড বলেছেন: এগুলো বলে লাভ নাই ! আমরা শস্যক্ষেত উনারা বিচরণ করুক। ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৩

অক্পটে বলেছেন: এই মাল যে ফ্যাক্টরীতে তৈরী হয় এরা খুবই চেতনাধারী হয়। এদের চেতনার ডান্ডা সমস্ত রকমের অবৈধ কাজেরই সারথী হয়। ৫৭২ কোটি উনি অবশ্যই চেতনাধারী চোরদেরই বংশধর। হাজার কোটিরও বেশি যাদের চেতানার গুডউইল তারা সবাই মাদার অব মাফিয়ার খুবই আপন এবং পেয়ারের লোক।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

স্প্যানকড বলেছেন: তেরে মেরে ডান্ডা সবার হাতে চেতনার ঝান্ডা ! একাল ওকাল সব কাল ই খারাপ ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ হলো বিনা পুজির ব্যাবসার দেশ। আপনি যদি সেই ম্যাকানিজম টা জেনে যান যে কি করে বিনা পুজিতে আপনার ব্যাবসা শুরু করবেন কথা দিচ্ছি আপনি লালে লাল হয়ে যাবেন।

আকপটে @ আপনি অকপটে অনেক কথাই বলতে পারেন এটা আপনার স্বধিনতা কিন্তু যখন বলবেন তখন পেছনের পাতা উল্টিয়ে তারপর কিছু বলবেন। আমাদের দেশের মানুষ অধিকাংশই আমির খানের গজনী দোষে দুস্ট।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০১

স্প্যানকড বলেছেন: হুম, খালি মাথা নত করে মগজ বেঁচে খাওয়া ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৯

নেওয়াজ আলি বলেছেন: ফেনীর যে ছেলেটা পুলিশের সাথে ধস্তাধস্তি করে ভাইরাল হয়েছে সে সরকারী দলের লোক ছেড়ে দিয়েছে পুলিশ বলে সে পাগল আর তিন পুলিশকে জবাবদিহি করতে হবে তাকে ধরায় । সব হলো ক্ষমতা ।

৭| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০২

স্প্যানকড বলেছেন: জোর যার মুল্লুক তার৷! ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: এই দেশে এক শ্রেনীর মানুষের কাছে সীমাহীন টাকা।
বহু রাজনীতিবিদিদের ছত্রছায়ায় থাকা লোকদের অভাব নেই।
দেশে নব্য ধনীর সংখ্যা বেড়েছে। অথচ দুদক কিছুই করছে না। শেখ হাসিনাও চুপচাপ।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৯

স্প্যানকড বলেছেন: বোবার শত্রু কম থাকে উনি হয়তো এই বাক্য মেনে চলছেন । ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: জোর যার মুল্লুক তার!

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪০

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য স্বাক্ষী অতি দুর্বল ! ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবাই বৈধ পথেই টাকা আয় করেছেন।কিন্তু বৈধ পথটাই অবৈধ।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৩

স্প্যানকড বলেছেন: উনাদের কাছে টাকা মানে সংখ্যা আর সংখ্যা যাতে বাড়ে সেই চিন্তায় তারা চলে। জায়েজ, না জায়েজ বিচার করার সময় নেই তাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.