নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে হলে কঠোর হোন !

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩১

ছবি নেট ।

সরকার মুভমেন্ট পাস দিলেন। তা কতজন পেলেন?শপিংমল খুলে দিচ্ছেন লকডাউন ! মানে আদম তুমি সব খাইও ঐ গন্দম গাছের ধারে কাছে যাইও না। ব্যাপারটা এমন হলো কি ?

একবার হাসপাতাল করলেন খরচ করলেন ৩১ কোটি টাকা। রোগী নাই তাই ভাংলেন। গচ্চা গেল কতগুলি টাকা! টাকা কি গাছে ধরে? ভদ্র ভাষায় কইলাম।

এখন বর্ডার থেকে আলু, পেঁয়াজ আসছে। ভ্যাক্সিন আসছে কবে ? করোনা অদৃশ্য শত্রু। জামাত, বি এন পি, হেফাজত না। ধরলেন খোয়াড়ে ভরলেন!

এখনো সময় আছে শক্ত হোন। নইলে সব ছারখার হয়ে যাবে। এমনিতে তলাবিহীন ঝুড়ি থেকে উঠে আসছি। মেট্রোতে চড়ার স্বপ্ন বুনি। সব লাটে উঠার আগে কোমড় টাইট করেন।

জানি, এ দেশের হাজারো লাখ সমস্যা। বুড়া মাইনষের দশা। হাঁচি কাশি দিলে হাগা মোতা এসে পড়ে। তবুও তো আছে একটা স্ট্রাকচার। জান গেলে আসে না ফেরত। যার যায় সে জানে কতটা বিষাদে কাটে হালত !

যতদুর জানলাম লিকুইড অক্সিজেন দেশে অত মজুদ নেই। তবুও স্বাস্থ্য মন্ত্রী আশ্বাস দিয়েছেন মজুদ আছে।তারপর ও বলা আগে ভাগে বাইরের দেশের সাথে কথা বলে রাখেন। যে সব ফ্যাক্টরী লিকুইড অক্সিজেন ব্যবহার করে এদের কে সাবধানী হতে বলেন। বড় বিপদে যেন পাশে থাকে।

মানুষ কে আরও সতর্ক করেন। গরীব অসহায় দের দিকে নজর দিবেন।এমন ও বিত্তশালী লোকজন আছে যাদের কয়জনের টাকায় দেশের বাজেট হয়ে যায়। তাদের এগিয়ে আসার সাহায্য করার জন্য অনুরোধ করুন।

আর একটা বিষয় জরুরি, কোন সিন্ডিকেট করে কৃত্রিম সংকট লাগিয়ে যেন মানুষ মারার চিন্তা কেউ না করে সেদিকে সুনজর দিবেন।

প্রতি মহল্লার গরীব অসহায়দের মাঝে পর্যাপ্ত খাবার পানি দিয়া লকডাউন দিবেন। যাতে এরা বাইরে না আসে। আসলেও মুখে যেন মাস্ক থাকে। দূরত্ব বজায় রেখে চলে।

কঠোর হোন।সবাই কে বুঝাতে সক্ষম হোন।হেলা করার সুযোগ নেই যেহেতু পাশের রাষ্ট্রের অবস্থা নাজুক। সেই উহান এক শহর থেকে যার জন্ম। সে এখন বিশ্বের কোথায় নেই একটু ভাবেন?

খালি যদি করোনা আক্রান্ত কেউ বর্ডার এলাকায় আইসা খুক কইরা একটা কাশি বা হাঁচি দেয় তাইলে গেছে ! কারণ করোনায় আক্রান্ত রোগী একটা জ্যান্ত জীবাণু বোম ! একটু ভুলে সব হারাবেন মনে রাইখেন ।

আল্লাহ উত্তম হেফাজতকারী ও পালনকর্তা। সে আশায় চোখ বুজি আর খুলি ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩১

বিবেকহীন জ্ঞানি বলেছেন: করোনা লকডাউন নিয়ে আপনার পোস্ট টাই সব থেকে ভালো লেগেছে।শিক্ষীত ভাষায় থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেয়া।নিজ কর্মের প্রতিফলন মনে করিয়ে দেয়া।দায়িত্বের ভার এগিয়ে নেয়ার কড়া অনুরোধ।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:১০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ০৫ ই মে, ২০২১ রাত ২:০০

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.