নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উনি শিল্পপতি, মানুষ নন !

২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২০

ছবি নেট ।

মানুষ চেনা বড় কষ্ট
কে যে ভালো
কে যে নষ্ট
কেমনে বলি ভাই।

এই যে শিল্পপতি
নাম ডাক হাই
বিবাহিত বাচ্চার বাপ
রোজ কচি মেয়ে
বিছানায় তার  চাই।

মানুষ চেনার নাই যন্ত্র
আছে কি কোন মন্ত্রতন্ত্র?
মানুষ সৃষ্টির সেরা
কই সকলে
মানুষ ই অমানুষ
কাজে কর্মে বলে।

নাম শুনি
বসুন্ধরা
বিজ্ঞাপনে ভাসি
দস্যু ডাকাত বেঁচে যায়
হয় না ফাঁসি।

মানুষ করে পূণ্য
মানুষ করে পাপ
মানুষ গালি দেয়,
টাকা দে
খানকি তোর মা, বাপ !


২৮ এপ্রিল ২১।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী সিপাহী বলেছেন: কুশিক্ষা আমাদের দেশটাকে গিলে খাচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫০

স্প্যানকড বলেছেন: গিলে খেয়ে বমি করছে ! সাবধানে থাকবেন। ধন্যবাদ।

২| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫০

বোবাকান্না বলেছেন: আহা! শিল্পপতি

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৭

স্প্যানকড বলেছেন: হুম, সেইরম মাল!

৩| ০৫ ই মে, ২০২১ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটার এরকম হওয়ার কথা ছিলো না। সহজ সরল সুন্দর ছিলো আমাদের দেশটা। জেনারেল জিয়া শেখ মুজিবকে হত্যা করে- এরশাদ, বেগম জিয়া আর হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। এখন দেশ এবং দেশের সম্পদ সব চলে গেছে দুষ্টলোকদের হাতে। অযোগ্য লোকদের হাতে। দেশে চাকুরী সৃষ্টির যেই পরিমাণ ক্যাপিটেল ছিলো, সেগুলো বেক্সিমকো, শিকদার ব্রাদার্স, খুলনা পাওয়ার, বসুন্ধরা, দুই লাখ ঋণ-খেলাপী, রাজনীতিবিদ এবং তাদের ছত্রছায়ায় থাকা কিছু লোকজন ও প্রশাসনের লোকেরা দখল করে নিয়ে গেছে। এখন বেকারত্ব ও নীচু বেতনই জাতিকে দরিদ্র করে রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.