![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
" ইয়ে জিসম পেয়ার করনা নেহি জানতা। জানতা হে সিরফ ভুখ। জিসম কি ভুখ ! " খুব সম্ভবত এমন হবে ডায়ালগ। বিপাশা বসুর জিসম ছবির।
এই যে আমাদের শিল্পপুতিরা আছে না, উনারা এই ডায়ালগ হুবহু ফলো করে। এদের স্ত্রী গন জানে এরা বিদেশি ডেলিকেট আসছে বলে রাতের পর রাত সুন্দরী মডেল, নায়িকা নিয়া হোটেলে রাত্রি যাপন করে। স্ত্রী গনের দরকার অর্থ আর কি চাই! আবার অনেকে স্বামীর এ হাল দেখে পরকীয়ার সাথে জড়ায়।
আর এগুলা ব্যাপার না বহু রাজা বাদশাহরা এমন করছে বা করে গেছে। এটা আভিজাত্য প্রকাশ করে। ও কিছু না কথায় কি ভেজাল আছে ? নইলে কিসের শিল্পপতি ব্যাটা মানুষ !
আমি ১৯৯৭/৯৮ এর দিকের কথা বলছি, তখন দেখতাম স্কুল, কলেজ এর ছেলে মেয়েরা । নদীতে নৌকা করে ডেটিং করছে। মাঝিগন একটা নিরাপদ জায়গায় নৌকা রেখে কাপড় দিয়ে দুই পাশ ঢেকে লাপাত্তা ঘন্টা খানেক এর জন্য। অথবা লিটনের ফ্লাট! যার এউপর মোস্তফা সারোয়ার ফারুকী " ব্যাচেলর " মুভি বানায়। সুতরাং এ সমাজে এগুলো পুরানো চিত্র ! আমার এলাকায় এই দুই চার জনের সাথে প্রেম নিয়া মার্ডার পর্যন্ত হয়েছে।
সেখানে সায়েম সোবহান এত বড় শিল্পপতি! উনার যদি সুন্দরী বন্ধবী না থাকে। তাহলে ইজ্জতের ফালুদা প্লাস্টিক!
উনারা আবার " কালের কন্ঠ " পেপার এর মালিক। সম্পাদক জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন ! পেপার তাকে সাধু সুপুরুষ আখ্যা দিবে চিন্তা লইয়েন না।
খবরে শোনলাম,
সায়েম সোবহান আগাম জামিন চেয়েছেন। কোর্ট দিয়ে দিবে দেইখেন। ময়নাতদন্তের রিপোর্টে আসছে আত্মহত্যা!
শেষমেশ কি হবে জানেন বেকসুর খালাস!কারণ মুনিয়া তার ডায়েরি তে মন খারাপ এর কথা লিখেছে। লিখেনি আমার মৃত্যুর কারণ সায়েম সোবহান!
এমনিতে করোনার থাবা চলছে এর মধ্যে মুনিয়ার পরিবার করছে মামলা। তো কয়দিন এ মামলা টানতে পারবে? দেখার বিষয়।
এক সময় ওরাই বলবে বোন মারা গেছে। ওরে ফেরত তো পামু না। এরচেয়ে কিছু পয়সা হাতাইয়া নেই। শুনতে খারাপ। দোয়া করি এমন না হোক। তবু হতে পারে এমন।
কোর্টে সায়েম সোবহান এর উকিল গন প্রমাণ করে ছাড়বে মুনিয়া সায়েম সোবহান কে ইউজ করছে জাতে উঠার জন্য। বহু টাকা নিয়েছে ব্লাক মেইল করে। এখন আমার মক্কেল টকার জন্য চাপ দেয়াতে আত্মহত্যার পথ সে বেছে নিছে। কোর্ট চায় স্বাক্ষী প্রমাণ। প্রমাণ এর অভাবে কেইস ডিসমিস।
হয়তো শুনতে হবে, " সায়েম ভাই এর চরিত্র ফুলের মতন পবিত্র ! " এটা বাংলাদেশ! সব সম্ভব ! মিডিয়ার আচরণে তা আরও স্পষ্ট ! এভাবে বলা যায় পঁচা শামুকে পা কেটেছে রক্ত একটু যাবে। ও কিছু না।
গান শুনছি
" আইলা রে নয়া দামান্দ
আসমানের ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান্দ বও দামান্দ বও "
২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩
স্প্যানকড বলেছেন: হুম, আইন হইলো দুর্বলদের জন্য। সবল রা আইন পকেটে রাখে। ভালো থাকবেন।
২| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাজার অপরাধী মুক্তি পাক তবে
একজন নিরাপরাধীও যেন সাজা না পায়।
২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪
স্প্যানকড বলেছেন: দেশে নিরপরাধ প্রমাণ করতেই এক জনম যায়। জজ মিয়ার কাহানী মনে নাই। ভালো থাকবেন।
৩| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৯
অক্পটে বলেছেন: "এ সমাজে এগুলো পুরানো চিত্র !" কিন্তু মামুনূল হেফাজতী খাইল ধরা।
সায়েম সোবহানেরটা হল রামলীলা, মানমুল করছে তো ক্যারেক্টার ঢিলা। হা হা হা।
২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭
স্প্যানকড বলেছেন: এইটাই সত্য ! আইন বাঁকা পথে চলে প্রমাণিত !
৪| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪০
রানার ব্লগ বলেছেন: শিল্পপতিদের এই সমস্যা নতুন ও না পুরাতন ও না। অধিকাংশই এই সমস্যায় পতিত। এটা বিশ্বব্যাপি এমন না যে শুধু বাংলাদেশে।
৫| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯
স্প্যানকড বলেছেন: এদের৷ এত টাকা। টাকার ধাক্কা সইতে পারে না। তাই নারীদের উপরে যাইয়া পড়ে। ভালো থাকবেন।
৬| ০৫ ই মে, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: বিচার শব্দটাই এখন একটা তামাশা। আইন, আদালত, গনমাধ্যম সব হাতের মুঠোয় অপরাধীদের। তারা যেভাবে বলে, সেভাবেই পরিচালিত হয় সব কিছু। তৈল মর্দন করে যে শ্রেনী বড় হয় তাদের কাছ থেকে আর যাই হোক ন্যায় অন্যায়ের বোধ পাবেন না।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭
আমি সাজিদ বলেছেন: এরফান জোসেফ তো মুক্তি পেয়ে গেল।