নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কয়েক লাইনের টান !

০২ রা মে, ২০২১ সকাল ৮:০৩

ছবি নেট৷।



মুদীখানায় সব পাই হাওয়ার বেলায় নাই !



জীবন ঘষে ঘষে শেষ হওয়া চক!



ঝুলে থাকে তরুণী ঝুলে যায় যোনী, স্তন !



হায় আল্লাহ! একি দশা শসাতেও মশা !



কিসে ভয়? মামুনুল সেক্সি বয় সেক্স টয় !



দ্বন্দ্ব টা ভালোর সাথে মন্দের, সোনা গাছিতে কমে গেছে খদ্দের !



এগিয়ে যা! বুকে দে থু থু! দুধের কাম বহু আগে শেষ দাদু !



হাসো হাসো, হাসিতে কাঁপুক দেহ হাসতে ভুলে গেছে কেহ !



রোজ তোর একই সংগীত! সুন্দরী বলতে উঁচু বুক ফ্রক টাইট ফিট !

১০

কি তোর পেশা? কচি গালে নাক ঘষা !

২ রা মে ২১ ।







মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২১ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



এক বাক্যাের মাঝে হীরককন্ড লুকিয়ে রাখা যায়?

২| ০২ রা মে, ২০২১ সকাল ১০:৩৭

স্প্যানকড বলেছেন: এক শব্দ দিয়া কত কি হয় বাক্য তো কত বড় বিষয়। যেমন, বায়ান্ন, উনসত্তর, একাত্তর। একাত্তর আপনার বয়স কিন্তু মুরুব্বি! কত স্মৃতি ইতিহাসের স্বাক্ষী আপনি! ভালো থাকবেন।

৩| ০২ রা মে, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কয়েকটা বাদে ভালো লাগলো

০২ রা মে, ২০২১ দুপুর ২:৫৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, সব কি আর মন মতন হয় বলেন! সাবধানে থাকবেন। ভালো থাকবেন।

৪| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: পড়লাম। এবং যথেষ্ঠ বিরক্ত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.