নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ব্লগ পাড়া নাকি ঝিমিয়ে পড়ছে? আসলে কি ঝিমুচ্ছে? মনে হয় এনার্জি রক্ষা করা হচ্ছে। ব্লগে নানা কিছু হয় নানা কিছু ঘটে। সমস্যা তখন হয় যখন কেউ ফালতু কারণ ছাড়া ঝামেলা পাকাতে আসে।
অনেকে আবার সেরকম পন্ডিত বনে আছেন।কিন্তু পন্ডিতি সবখানে করাটা বুদ্ধিমান এর কাজ নয়। মাঝসাঝে অনেক কিছু সইতে হয়।
এদিক সেদিক হবে সবাই তো মানুষ ! না, কেউ কেউ এমন আচরণ করবে যেন উনি শেখ পরিবার বা জিয়া পরিবার এর লোক !
তার কথাই ঠিক।বাকীরা চুষে আংগুল অথবা কাঠি লজেন্স!যে এমন করে সেও ভুল করে কিন্তু ঠ্যাটামি করে এই হলো সমস্যা।
কেউ আছে দুই নৌকায় দাঁড়িয়ে ব্যালেন্স এর চিন্তা করছে।এইটা কি ঠিক? তিনি এসে আবার আপনার উঠোনে নানান বুলি আউরাবে।কেন মশাই?
আপনাদের কথা মনে হলে, ভারতের নেতা মদন মিত্রের কথা মনে হয় " আমি সোনা গাছি যাই আবার জোড়া সাকোর ঠাঁকুরবাড়ি যাই "। আপনি কি অমন লোক ?
০৭ ই মে, ২০২১ রাত ১২:৪৫
স্প্যানকড বলেছেন: সাবাস! ঐ টা ধইরা রাখেন । ভালো থাকবেন।
২| ০৭ ই মে, ২০২১ সকাল ৭:৪৮
জটিল ভাই বলেছেন: বাস্তবতার সুন্দর প্রকাশে মনটা জরিয়ে গেলো। আমি যতোটা জানি আমি ঐ লোকদের বিপরীত মেরুতে অবস্থানের চেষ্টা করি। জনিনা কতোটা পারছি.........
৩| ০৭ ই মে, ২০২১ সকাল ৮:৩৯
স্প্যানকড বলেছেন: হুম, তাইতো দেখছি । ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ০৭ ই মে, ২০২১ সকাল ৮:৫২
কালো যাদুকর বলেছেন: ব্লগে সব রকম লোকই আছেন । ভাল টপিক হলে লিখেন মন্তব্য করেন ৷
৫| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:০৯
স্প্যানকড বলেছেন: হুম, তাই তো দেখছি তবুও একটা কিন্তু বিন্দু হয়ে ঘুরে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: ব্লগে আমি নিরপেক্ষ লোক।