নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
হারুন,
বোতলের ছিপি খুলে পানি ঢালুন
প্যান্ট শার্ট খুলে লুংগী পড়ুন
কাল অফিস নেই
একটু দেরি করে ঘুম থেকে উঠুন।
হারুন,
পর্ন দেখা ছাড়ুন
রত্না গেছে আরো রত্না পাবেন
পয়সা পাত্তির কথা ভাবুন।
হারুন,
নিজের প্রতি যত্নবান হোন
পড়শী ভাবী কে এড়িয়ে চলুন
যখন তখন ঘরে ঢুকে
কড়া কথায় বারণ করুন।
হারুন,
ভেতরকার ক্ষত গুলি
ভুলতে শিখুন
গোসল সেরে
এক থালা ভাত আলু ঝোলের সাথে
অমৃত ভাবতে শিখুন।
হারুন,
ঐ ব্যাটা হারুন !
আমার ঘুমের রফাদফা
নাক ডাকা বন্ধ করুন।
হারুন,
ঐ মান্দার পো হারুন !
ঘুমায় পড়ছত
ঘুমা
জাইগা থাকলে
হইয়া যাবি খুন !
১০ মে ২১ ।
১০ ই মে, ২০২১ সকাল ১১:০৭
স্প্যানকড বলেছেন: জটিলবাদ ঃ) ভালো থাকবেন।
২| ১০ ই মে, ২০২১ সকাল ১০:৫২
নুরহোসেন নুর বলেছেন: শেষ লাইন লোমহর্ষক!!
১০ ই মে, ২০২১ সকাল ১১:০৮
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভয়ের কারণ নাই হারুন ভালো লোক। ভালো থাকবেন।
৩| ১০ ই মে, ২০২১ সকাল ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঐ ব্যাটা হারুন
নখরামি ছাড়ুন
ঘুমের ভাব লইয়া
মটকা মাইরা থাকু্ন !!
শোন মিয়া হারুন
জিনিস খানা দারুন
ভান না কইরা একবার দেখুন
ম্যা্রম্যারা জীবনটা চাঙ্গা করুন !!
১০ ই মে, ২০২১ বিকাল ৪:৩০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ বড় ভাই। হারুন কে বলে দিব ইন শা আল্লাহ জীবন চাংগা করার কথা। সাবধানে থাকবেন।
৪| ১০ ই মে, ২০২১ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: হারুন
ছাড়ুন
কবিতা হওয়াছে দারুন!
১০ ই মে, ২০২১ বিকাল ৪:৩১
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৫| ১০ ই মে, ২০২১ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: আপনি কি পুরান ঢাকার লোক?
১০ ই মে, ২০২১ বিকাল ৪:৩২
স্প্যানকড বলেছেন: না, তবে কাছাকাছি। বাংলাদেশের লোক ! ভালো থাকবেন। ধন্যবাদ।
৬| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শেষ কথা হারুন
ভণ্ডামি ছাড়ুন
ধান্দাবাজি ছেড়ে দিয়ে
কাজ কাম করুন।
১০ ই মে, ২০২১ রাত ৯:০৪
স্প্যানকড বলেছেন: হারুন শোনে না কথা
হারুনের মগজে অন্য কারো
মন্ত্র গাঁথা
গাধা একটা গাধা !
ভালো থাকবেন বড় ভাই।
৭| ১০ ই মে, ২০২১ রাত ৯:১৩
অনল চৌধুরী বলেছেন: মান্দা মানে কি ?
১০ ই মে, ২০২১ রাত ৯:২৪
স্প্যানকড বলেছেন: মান্দার মানে একটা গাছ ! মান্দা তো জানি না। মান্দার লিখেছি। ভালো থাকবেন।
৮| ১১ ই মে, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: হারুন কি আপনি নিজেই?
১১ ই মে, ২০২১ বিকাল ৪:২২
স্প্যানকড বলেছেন: আপনার কি তাই মনে হয় ? আমি হারন এর কাছ থাইকা জীবন দেখি শিখি। এমন বহু হারুন চারপাশে আছে। দেখার চেষ্টা করুন।
৯| ১১ ই মে, ২০২১ রাত ৩:২৮
অনল চৌধুরী বলেছেন: মান্দার পো মানে কি গাছের পুত্র !!!!!
১১ ই মে, ২০২১ বিকাল ৪:২৩
স্প্যানকড বলেছেন: তাই তো দেখছি। যে গাছের কোন কদর সমাদর কোনটা নাই !
১০| ১১ ই মে, ২০২১ সকাল ৭:২২
অনেক কথা বলতে চাই বলেছেন: Ajkal onek bhabi-e omon, tai na?! ;-)
১১ ই মে, ২০২১ বিকাল ৪:২৪
স্প্যানকড বলেছেন: দুপুর ঠাকুর পো !
১১| ১১ ই মে, ২০২১ সকাল ১১:০৯
নির্জন অঙ্কন বলেছেন: টাকার পিছে সবাই ঘুরছে ইদানীং টাকার পিছে সবাই ঘুরছে ইদানীং
১১ ই মে, ২০২১ বিকাল ৪:২৫
স্প্যানকড বলেছেন: অর্থ অনেক কিছুর মূল !
১২| ১৩ ই মে, ২০২১ রাত ১২:৫২
অনেক কথা বলতে চাই বলেছেন: Dupur thakur po? Ota ke/ki?
১৩ ই মে, ২০২১ রাত ১:১৬
স্প্যানকড বলেছেন: কলকাতার একটা ওয়েব সিরিজ !
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২১ সকাল ৯:২১
জটিল ভাই বলেছেন: লিখার মাঝে জটিলকথনের আভাস জটিল লাগলো