নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
একে তো লকডাউন করোনার *দন! তার উপর সামু অফ কিমুন লাগে? সামু ২৪ ঘন্টা অফ থাকাতে পুরাতন বহু স্মৃতি মনে পড়ে গেল।এজন্য সামুকে ধন্যবাদ।তেমন একটা গল্প বলছি।আমার নিজের গল্প।
এক সময়কার জনপ্রিয় নাটক ছিল কোথাও কেউ নেই। তো একদিন কি হলো নাটক শুরু হয়েছে টিভির স্ক্রিনে নাম উঠছে।পরিবার এর সবাই চুপ একটা টেনশন মাথার মধ্যে " বাকের ভাই " এর কি হয়? ফাঁসি না, মুক্তি ! ঠিক অমন সময় হইল কি বিদ্যুৎ হালার পুতে গন! মানে অফ! মানে কি কমু জিদ্দে না পারতাছি গাইল দিতে পরিবার এর সবাই বসা আবার না পারতাছি সইতে। তখন তো আর ইউটিউব ছিল না বা পুনঃপ্রচার।
কি যে এক অবস্থা যেন শোক নেমে আসছে পরিবার এর সবার মাঝে। আমি রাগে আমার রুমে চলে আসলাম। ছোট ভাইকে ডেকে আনলাম।
ওরে বললাম, আচ্ছা!আমি দুইটা আংগুল বের করব তুই ধরবি।একটা বিদ্যুৎ আসবে আরেক টা আসবে না।ছোট ভাই করল কি যে আংগুলে বিদ্যুৎ আসবে না ঐ টা ধরে বসল।
আর যায় কই সমস্ত রাগ ওর গালে ঠাস ঠাস আওয়াজ। জোরে কইলাম, " যা আমার চইক্ষের সামনে থাইকা "
ঠিক সেই স্মৃতি বারবার মনে পড়ছিল যখন বারবার লগইন করতে যাই কিন্তু " সামু " র কোন হদীস নাই। মেজাজ ও খারাপ হইছে। যাক বাঁচা গেল। এহন শান্তি! আহ! গলাডা এক্কেবারে শুকায় গেছিল!
১৩ ই মে, ২০২১ রাত ১:০০
স্প্যানকড বলেছেন: আপু, তখন কত আর সবেমাত্র কলেজ এ হাঁটাহাঁটি করি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কলেজের দেয়ালে বড় ভাইরা লিখেছিল " বাকের ভাই এর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে "।
২| ১৩ ই মে, ২০২১ রাত ২:৩৫
রাজীব নুর বলেছেন: সামু অফ হয়ে যাওয়া মানে, আমার দম বন্ধ হয়ে যাওয়া।
১৩ ই মে, ২০২১ ভোর ৪:৪৫
স্প্যানকড বলেছেন: হুম, এটা অন্তর এর ভালো লাগা ভালোবাসার জায়গা তাই এমন হয়। ভালো থাকবেন।
৩| ১৩ ই মে, ২০২১ রাত ২:৫৫
নেওয়াজ আলি বলেছেন: এখন শান্তি আর শান্তি
১৩ ই মে, ২০২১ ভোর ৪:৪৫
স্প্যানকড বলেছেন: হুম, আহ! কি সুখ। কি শান্তি ! ভালো থাকবেন।
৪| ১৩ ই মে, ২০২১ রাত ৩:০৮
জটিল ভাই বলেছেন: শান্তি.....শান্তি.....শান্তি.......
১৩ ই মে, ২০২১ ভোর ৪:৪৬
স্প্যানকড বলেছেন: শান্তি............. শান্তি...........শান্তি...... ভালো থাকবেন।
৫| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪০
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
১৪ ই মে, ২০২১ রাত ১২:৪৪
স্প্যানকড বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ! সাবধানে থাকুন। সুস্থ থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২১ রাত ১২:১৪
শায়মা বলেছেন: সেই সময় তোমার বয়স কত ছিলো ভাইয়ু?