নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তালগাছ কাহার ?

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:২৬

ছবি নেট ।

এক লোকের বাসায় পুলিশ অভিযান চালিয়ে নকল টাকা বানানোর যন্ত্র পেলেন। লোকটিকে জাল টাকা বানাতে পারে এই সন্দেহে এরেস্ট করা হলো।

যখন লোকটি পুলিশের সাথে যাচ্ছে তখন লোকটি বলল, আচ্ছা আপনারা কোন জাল টাকা পেয়েছেন?

পুলিশ ঃ না। তবে যন্ত্র তো পেয়েছি। এ কম কিসে !

শুনে লোকটা বলল " আমি রেপ করতে পারি "!
পুলিশ শুনে বলল, বলেন কি !

লোকটির উত্তর  " যন্ত্র তো আমার আছে! " হা হা হা ।

অনেক হাসাহাসি হলো এবার ইটটু সিরিয়াস কথা জিগাই।

এই যে পরিমনি এখন মিডিয়ার মধ্যমনি। তা উনি চারদিন পরে এসে হাউকাউ করল পরে  মামলা করলেন আর পুলিশ খাড়ার উপরে আসামিদের ধরে ফেলল।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত দ্রুত আসামী ধরা হলো। এর আগে হয়েছে কি না অন্তত আমার জানা নাই। আপনাদের জানা আছে? পুলিশ ভাই দের ধন্যবাদ!

আচ্ছা, দেশে এত কোটি মানুষের মাঝে আমার মনে হয় পরিমনি সেই রকম কেউ! যার হ্যাডম আছে!

অপর দিকে দেখুন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এর পরিবার বিচার এর আশায় ঘুরে ঘুরে হয়রান ! স্বামীর খোঁজ না পেয়ে স্ত্রীর কি হাল হতে পারে আশা করি সবাই আঁচ করতে পারছেন।শুধু আঁচ করতে পারছে না দেশের মিডিয়া !

এর জন্য দায়ী আমরা!একজন সেলিব্রেটি কে আমরা যেরকম তালগাছ বালগাছ বানিয়ে ফেলি। সেরকম কিন্ত আমাদের নিয়ে সেলিব্রেটি সম্প্রদায় ভাবে না।

এসব তালগাছ বালগাছ থাকে শুধু ঝোঁপ বুঝে কোপ মারার তালে। আসলে দেশে কিছু সম্প্রদায়ের লোক ব্যতীত বাকী সবাই নলখাগড়া !

একটা দেশ ভালোভাবে চলতে পারে যদি দেশের আইন সুসংগঠিত হয় বা সুশাসন যদি কায়েম থাকে।

বাংলাদেশে মিডিয়ায় দেখবেন একটা প্রশ্ন কমন করা হয় " আচ্ছা! পুলিশ কি মামলা সহজে নিয়েছিল? " ছিঃ! কি বিশ্রী বাক্য!

এইটা বলতে আমাদের মুখে বাঁধে না শুনতে খারাপ লাগে না। প্রতিদিন কার ডাল, ভাতের মতন মানে নরমাল!

নরমাল নিয়া থাকা উচিত এবনরমাল হওয়া কি উচিত ?

সুশাসন কায়েমে সরকার যেমন সাহায্য করবে জনগণকে। জনতা ও করবে। কিন্তু আমাদের এখানে কেউ কাউরে সহায়তা করতে চায় না। উল্টো বাঁশ দেয়ার জন্য বসে থাকি।
এর কারন মনে হয় দীর্ঘ সময় একটা তৈলাক্ত বাঁশ বেয়ে বানর উঠা নামার ফল!

আমাদের দেশের আরেক টা মহল আছে যাদের বলা হয় সচেতন মহল! এরা কিসে যে চেতন ফিরে পায় আজও জানতে পারলাম না।

রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর সাথে এক হয়ে বলতে হয় " এরা মল মুত্র ছাড়া আর কোন ত্যাগে তেমন উতসাহী নন "!

আচ্ছা, " পরিমনি এত রাতে ওখানে মনে হয় তাহাজ্জুদ পড়তে গিয়েছিলেন? " কি কন? আপনি পানশালায় মধ্য রাইতে যাইবেন আবার আশা করবেন ভালো ব্যবহার! তাও তৃতীয় বিশ্বে! কবে জানি শুনতে হয় " প্রভা বলে বসে রাজিব আমারে ধর্ষণ করছে ! "

সকল আসামির বিচার চাই দ্রুত।




মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৮

শাহ আজিজ বলেছেন: ;)






ধুম ধাড়াক্কা , দে দো ধাক্কা

১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৬

স্প্যানকড বলেছেন: জোরে? না, আস্তে? কইবেন না ? হা হা হা....

২| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

কামাল১৮ বলেছেন: সুশাসন একটা দীর্ঘ প্রক্রিয়ার ফল।গনত্ন্ত্র ঠিকঠাক মতো চললে তার পর আশাকরা যায়,তার আগে না।শত কাঁদলেও হবে না।মিলিয়ে নেবেন বিশ বছর পর।৫০ বছর তো দেখলেন, কবে সুশাসন ছিলো।তবে শাসন ছিল,যেমন সামরিক শাসন।

৩| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮

স্প্যানকড বলেছেন: হুম, তাই তো বলি কিছু সম্প্রদায়ের লোক ছাড়া আমরা সব নল খাগড়া !

৪| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড ,




তালগাছ আমাদের সবার..... :(

১৫ ই জুন, ২০২১ রাত ১১:২৩

স্প্যানকড বলেছেন: কেমনে? আঁটি ও তো পাই না। গাছ তো দূরে থাক ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৫| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

" আচ্ছা! পুলিশ কি মামলা সহজে নিয়েছিল? "
ছিঃ! কি বিশ্রী বাক্য! :-P

১৫ ই জুন, ২০২১ রাত ১১:২৪

স্প্যানকড বলেছেন: ভাই, এইতো শুনি। ভুল বলেছি ? ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৬| ১৫ ই জুন, ২০২১ রাত ৮:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঘটনা পুরো মাথা বাহিরে দিয়ে যাচ্ছে। অনলাইনে বিনোদন দিতেই করোনা কালিন এমন আয়োজন।

১৫ ই জুন, ২০২১ রাত ১১:২৬

স্প্যানকড বলেছেন: এমন বিনোদনে দিশেহারা জনতা ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.