|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি স্প্যানকড ।
 ছবি স্প্যানকড । 
আমি খুঁজে পাই না কোন শব্দ
তুমি যদি পাশে না থাকো 
নিজেকে স্বচ্ছ বোতলে বন্দী কয়েদি ভাবি 
সব দেখছি 
শুনছি 
কিচ্ছু করবার  
এমনকি 
ধরে ফেলার ক্ষমতা নাই ! 
অথবা 
জল শূন্য কুয়োতে পা পিছলে পড়ে যাওয়া 
গরুর মতন ছটফট করছি 
উপরে আসার কোন রাস্তা নাই
এ চোখে কোন স্বপন নাই
চারপাশ জুড়ে ঘন আঁধার 
আলো নাই। 
আমিতো অন্ধ হয়ে রই
আমিতো নত হয়ে রই 
বোবার মতন দশা 
আমিতো খুঁজে পাই না জীবনের মানে
বিরহ চিন্তায় 
মাতাল বুঁদ। 
না, 
আমি সন্যাস জীবন চাইতে আসেনি 
বিরহে মাথা ঠুকতে ঠুকতে 
নিজের শোকগাথা গাইতে 
যীশুর মতন উধাও হতেও আসিনি 
আমি এসেছি, 
তোমার কোলে ঘুমুব বলে 
তোমার সনে বহুদূর যাব বলে
এক্কাদোক্কা জীবনের 
শেষ ট্রাজেডি দেখব বলে 
আমি এসেছি, 
তোমার রক্ত, ধমনী, শিরা, উপশিরা, হাড্ডি, মাংস,  
কোষ, মগজ, যোনীতে মিশে যেতে 
না,
আমার মরণ নাই
যতদিন না তোমার দেখা পাই !   
১৪ আগস্ট  ২১ ( শনিবার ) 
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই আগস্ট, ২০২১  রাত ৯:০২
১৪ ই আগস্ট, ২০২১  রাত ৯:০২
স্প্যানকড বলেছেন: নানার বাড়ি গেরামে ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন আপু।
২|  ১৪ ই আগস্ট, ২০২১  রাত ৯:২১
১৪ ই আগস্ট, ২০২১  রাত ৯:২১
শায়মা বলেছেন: তুমিও গেরামে যাও তার পিছে পিছে ভাইয়ু!  
৩|  ১৪ ই আগস্ট, ২০২১  রাত ১১:২৪
১৪ ই আগস্ট, ২০২১  রাত ১১:২৪
স্প্যানকড বলেছেন: কথা খারাপ কন নাই ! যামু যামু করতাছি।   ধন্যবাদ।
 ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২১  রাত ৮:০১
১৪ ই আগস্ট, ২০২১  রাত ৮:০১
শায়মা বলেছেন: হায় হায় কই গেছে সে!!!