নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি গুগল ।
জানি আজ সমস্ত নিউজফিড ভরে যাবে মুজিব বন্দনায়।তেলবাজি চলবে সমানে ইহা কিন্তু সত্যি ! আফসোস ঐ তেলে ডিম, পরোটা ভাজা যাবেনা ! সে যাই হোক।
আসলে বাংলাদেশ আর এর রাজনীতি আজব একটা শেকলে বাঁধা বা বলব আজব সিস্টেম মেইনটেইন করে।
এক সময় টিভিতে দেখতাম এই দিন শেখ হাসিনা কাঁদছে আর খালেদার জন্মদিন! তিনি হাসছেন! অথচ এই খালেদাকে ঘরে তুলে নিতে চাননি রাইফেল জিয়া।শেখ মুজিব সেই সংসার টিকিয়ে দেন রাইফেল জিয়াকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করেন।
৭৫ এ যা ঘটেছে তা সবাই কম বেশী জানি। রাইফেল জিয়া এতে সরাসরি জড়িয়ে পড়েন নি কিন্তু ব্যাপারটা জানতেন।তিনি মেজর ডালিম কে গাড়িতে করে ড্রপ করে দেন। বাসায় গোপন বৈঠক করেন।
পরবর্তীতে সকল খুনি কে মাফ করে রাষ্ট্রদূত করে দেন। সাবাস!এই কি একজন মুক্তিযোদ্ধার পরিচয়?
কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও গোলাম আযম কে দেশে ফেরত এনে সেই কুখ্যাত বাণী টি বলেন
" আমি রাজনীতি কে রাজনীতিবিদ দের জন্য কঠিন করে দিয়ে গেলাম! "
পরবর্তীতে যে আর্মির জোরে এত কিছু হলো সে আর্মির বুলেটের চুম্বনে শেষ হয়। এ পর্যন্ত মোটামুটি সবাই জানি।
১৯৭৬ এ ভৈরভ এর কিছু মুজিব প্রেমী দোয়া মাহফিল সহ প্রতিবাদ করেছিলেন যার দরুন সে সময় এরা সকলে জেল খেটেছেন।অনেক মাইর খেয়েছেন। এরা কিন্তু আজও স্বীকৃতি পাননি। অথচ বহু বড় বড় আওয়ামীলীগের নেতা তখন ভেগেছেন।
এই হয় ক্ষমতা বদল হলে যা হয় আর কি।যে নেতারা পালিয়েছিলেন তারা কি আবার আওয়ামীলীগে ভীড় জমাননি?
অবশ্যই এসেছেন। আসলে এদের ধান্ধা ছিল সোজা কথায় মাল কামানো। আল্লাহ না করুক এখন যদি শেখ হাসিনা মারা যান দেখবেন দেশে কি শুরু হয়ে যায় কারণ কি জানেন দেশের সবাই এখন আওয়ামীলীগ ! কে মিত্র আর কে শত্রু বুজা মুশকিল।
এদিকে আওয়ামী লীগের বিশেষ নজর দেয়া উচিত আর হাইব্রিড এর সংখ্যা কমিয়ে ফেলা উচিত নইলে আম ছালা সব যাবে নিশ্চিত।
আমি শুধু সামান্য কিছু জিনিস বয়ান করে যাচ্ছি আর কি। এই যে এইচ টি ঈমাম এই ঈমাম সাহেব ৭৫ এর পর বেঈমান খন্দকার মোশতাক এর মন্ত্রী পরিষদের শপথ বাক্য পড়িয়েছেন। এখন বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা !
ছবি নেট ।
তারপর ইনু মিয়ার ভুমিকা বা জাসদ আর আওয়ামীলীগের ভুমিকা সে সময় বহু তিক্ত ছিল।এখন ইনু মন্ত্রী! তাজউদ্দিন সাহেব তো তেলবাজদের কারণে বংগবন্ধুর কাছেই ঘেঁষতে পারেন নি।
মানিক মিয়ার ইত্তেফাক বড় করে সে শপথ বাক্যের কথা প্রচার করেছেন অথচ এমন একটি হত্যাকাণ্ডের ব্যাপারে বলতে গেলে নীরব ভুমিকা পালন করেছেন। আসলে বন্দুকের নলের কাছে সব হালায় যন্ত্র ছাড়া পুরুষ !
এগুলো বলে লাভ নেই কারণ রাজনীতি এখন পেট চালানো আর মাল কামানের জায়গা। দেশপ্রেম? হাসাইলেন মশাই !
যাক শেষমেশ একটা তথ্য দিয়ে শেষ করছি আমাদের ওবায়দুল কাদের সাহেব একদিনে ফেসবুকে ১২,০০০ ছবি আপলোড করে বিশ্বে এক নজির স্থাপন করেছেন! আহ! কত সুখ!
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২৫
স্প্যানকড বলেছেন: মুরুব্বি আপনে কি যে কন ! দুইটা আলাদা আপনে কইলে এক কইরা দিমুনে। তবে বর্তমানে রাজনীতিবিদ গন কামসুত্রে মনোনিবেশ করার চেষ্টা করছে। আপনা গো সাবেক সে তো কোন পর্ন স্টার নিয়া কি কেস ফেস খাইল আবার এর ও আগে ক্লিনটন মনিকা। উনারা রাজনীতির লগে কামসুত্র ফলো করেছেন। আপনি কোনটা ফলো করেন? ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন।
২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৩২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিবিদরা অনেক কেলেন্কারীর সাথে যুক্ত থাকে; তবে, শেখের ব্যাপারে আপনি যা বলতে যাচ্ছেন, উহা ঠিক এই রকমভাবে বলার মতো কিছু নয়।
১৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৭
স্প্যানকড বলেছেন: শেখ মুজিব মানুষ হিসেবে সেরা নেতা হিসেবেও কিন্তু মাঝখানে কিছু মানুষের বেশে বিশ্বাসঘাতক জানোয়ারদের কারণে সব উলট পালট হইছে। এ দেশ এর রাজনীতি ঠিক হবার নয় নষ্ট হয়ে গেছে বহু আগে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বড্ড কঠিন কঠিন কথা বলেছেন জনাব স্প্যানকড।
তাজউদ্দিন আহমদ তো তেলবাজদের কারণে বঙ্গবন্ধুর কাছেই ঘেঁষতে পারেননি। তাঁর মতো ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কুলাঙ্গার মোশতাকরা তা মানতে পারেনি, মানতে পারেনি বঙ্গবন্ধুর স্বজন শেখ মনিও। এদের কারণেই বঙ্গবন্ধুর সাথে দুরত্ব তৈরি হয়েছিল তাজউদ্দিন আহমদএর মতো একজন নির্ভীক দেশপ্রেমিকের। বঙ্গবন্ধু যদি তেলবাজদের কথায় না ভোলে তাজউদ্দিন আহমদকে পাশে রাখতেন, তাঁর মেধাকে দেশ গড়ার কাজে লাগানোর সুযোগ করে দিতেন, ইতিহাসটা হয়তো আজ অন্যরকম লেখা হতো। এমন ভয়াল পরণতি জাতিকে দেখতে হতো না।
শেখ হাসিনা কি তেমনি তেলবাজদের দৌরাত্বের বাইরে আছেন?
১৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৯
স্প্যানকড বলেছেন: যথার্থ বলেছেন উনার আশপাশে ও আছে তবে এদের টাইট না দিলে যে কোন কিছু ঘটে যেতে পারে। এই আশংকা করি। এ দেশে সব সম্ভব। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৪| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৬
শেরজা তপন বলেছেন: কথা খারাপ নয়- অনেক বিশ্লেষনের সাথেই সহমত!
১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৫| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৮
আজব লিংকন বলেছেন: বাবার ইচ্ছা বাকশাল তার মেয়ের হাতে সুসম্পর্ণ
ক্ষমতা গেলে তাদের কর্মফল তারা হারে হারে পাবে
নিমিশেই সব বন্ধু আবার ৭৫রের রূপে হাজির হবে ইনশল্লাহ।
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৫
স্প্যানকড বলেছেন: তাই নাকি !
৬| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: আরো পড়াশোনা করুন।
৭| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৮
স্প্যানকড বলেছেন: আপনিও করুন পড়াশোনার বিকল্প নাই !
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
কামসুত্র পদাবলি ও রাজনীতি কি একই সাবজেক্ট হলে গেলো?