![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমার প্রেমিক হওয়া ছাড়া
অন্যকিছু হতে চাচ্ছিনা আর
তোমার প্রেমিক
এই আমার একমাত্র পেশা
একমাত্র নেশা
অন্যকিছুতে তেমন আগ্রহ নাই।
তুমি যেমন করে টানতে থাকো
অন্য কিছু তেমন টানতে পারে না
ধরে রাখতে পারে না
আসলে ধরে রাখার কায়দাটা
অনেকে জানে না।
জীবনের বাকী অংশটুকু তোমার সাথে কাটাতে চাই
শোন,
মধ্য গগনে আজ চাঁদ
এত গভীর রাতে
আমি ছাড়া কে তোমায় ভাবে
কবিতা লিখে
শব্দ খুঁজে বেড়ায়
পায়চারী করে
নিশি পাখি হয় রোজ
একজনও নাই।
১৬ আগস্ট ২১ ( সোমবার )
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:০০
স্প্যানকড বলেছেন: যা ভাবেন কবিতা ভাবলে কবিতা চটি ভাবলে চটি ! আমি কবিতাই লিখছি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:১০
হাবিব বলেছেন: ভাল লাগেনি
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১:৪২
স্প্যানকড বলেছেন: না লাগতে পারে এই স্বাভাবিক । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা কি কবিতা লিখলেন না চটি??!!!