নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আমাদের পূর্বপুরুষগন বন জংগলের ঝোপঝাড় অথবা গুহা নিবাসী ছিল। তাঁদের মাঝেমধ্যে স্মরণ করতে হারিয়ে যাই তেমনি কোন একদিন হারিয়ে গিয়েছিলাম আর এ শতাব্দীর উন্নত প্রযুক্তি নিয়ে একটু মনে করার চেষ্টা করালাম আর কি !
হাঁটতে হাঁটতে ক্লান্ত বসত করে ভেতর এবং বাহিরে আবার ছুটি আর ভাবি ইশ! জীবন অনেক রোমাঞ্চকর আর ক্ষনে ক্ষনে রঙ বদলায়। যেমন টা এই পাতা !
আমি হাঁটি কথা কই পাগলের মতন নিজের সনে। এই যে পরীমনি এখন আউট হয়ে যাচ্ছে সেখানে তালেবান এসে গেছে এ চলবে কতদিন? তারপর আবার অন্যকিছু এ বুঝি জীবনের অংশ !
যাক ওসব। আমার এই জংগলেই মংগল যদিও কোন শরাব সাকি নাই। তবুও বাঁচার আনন্দ পাই।
শেকড় ধরে বেঁচে থাকার নিরন্তর প্রয়াস অটুট থাক। এ ভ্রমণ অব্যাহত থাক যতদিন দেহে রবে প্রাণ ।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন এ দোয়া করছি।
২| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৯
হাবিব বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে