নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তুমি বসে আছ ভেতর ঘরে চুপচাপ
কথা কও না
আমিই একলা বকবক করি
বিড়ি ফুঁকি
জোছনা খুঁজি
তুমি আস্তে আস্তে হেঁটে যাও
ফিরে তাকাও না
আমিই তাকাই ছ্যাঁচড়ার মতন
প্রেমে মারা পড়া ইনসানের
জানি তো,
অত কিছু ধরতে হয় না।
তুমি কাছে আসলে আমি মালামাল
তুমি হাসলে বেসামাল
তুমি কাঁদলে
ডুবে যাই
ছুঁলে পড়ে কথাই নাই
পুরোপুরি দিশেহারা মাতাল!
তুমি রয়েছ আজকাল সব খবরে
আমার খবর
প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা একটাই
তোমাকে চাই
শুধু তোমাকেই চাই।
৮ অক্টোবর ২১।
০৯ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪১
স্প্যানকড বলেছেন: আপনি কোনটা করেন? পড়েন? দেখেন? না, হুদাই অলস সময় পাড় করেন?
২| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
আমি ছবি দেখি
০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৯
স্প্যানকড বলেছেন: যার যেই কাম ! তা ঝাপসা দেখেন? না, স্পষ্ট ? কোনটা রঙিন, সাদা কালো নাকি নীল ? ভালো থাকবেন।
৩| ০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪০
অধীতি বলেছেন: প্রথমে ছবি তারপরে নেমে এলাম কবিতার ছন্দ বেয়ে।
০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২০
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অধীতি। খুব ভালো থাকবেন এই দোয়া করছি।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩২
চাঁদগাজী বলেছেন:
লোকজন আপনার কবিতা পড়েন, নাকি পোষ্টের ছবি দেখেন?