|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট । 
বাংলাদেশে যে কোন বড় আকাম হলে সরকারি আর বিরোধী দুইটা ই ফায়দা লুটার চেষ্টা করে। জনগন ভোদাই এর মতন এরটা শোনে কতক্ষণ ওর টা শোনে কতক্ষণ শেষমেশ ক্লান্ত হয়ে বলতে থাকে খানকির পুত ! 
এই যে কুমিল্লায় যা হলো সেটা কোন মানুষের কাজ নয়। অমানুষ করতে পারে এমন কাজ। আচ্ছা,একটা জিনিস লক্ষ্য করছেন কি না যেমন হিন্দু ভাই দের আমরা সুন্দর একখান নাম দিয়ে রাখছি সংখ্যালঘু ! কেন? বাংলাদেশী বলতে সমস্যা কি? আচ্ছা, বুঝলাম এরা সংখ্যায় কম। তা এর চেয়ে কম তো অন্যরা নাকি? তাদেরকে এই ভাবে কি বলা হয় সংখ্যালঘু ? 
এখন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি পরিবেশ যেহেতু গরম! কয়েকটা প্রশ্ন মনে উদিত হইয়াছে বলা চলে যেমন পবিত্র কুরআন হিন্দু মন্দিরে কেন? হতে পারতো না গির্জা অথবা প্যাগোডায়?  কেন সেখানে নয়? আসলে ঐ টা করলে হিট হবে না যতটা না হিন্দু মন্দিরে করলে হবে! ইদানীং একটা জিনিস চলছে যা খুব সুকৌশলে বাড়িয়ে দেয়ার চেষ্টা চলছে সেটা হচ্ছে হিন্দু বিদ্বেষ ! নানান ভাবে ইহা হচ্ছে ওয়াজ মাহফিল থেকে দলীয় মিটিং সব খানে। এইতো ইদানীং নেটে কিছু পেইজে দেখছি হিন্দু ভাইদের বাংলাদেশ ছেড়ে দেবার মতন কথা খুব ঘটা করেই পাবলিশ হচ্ছে। সরকারের এদিকে বিশেষ নজর দেয়া উচিত। 
বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কিছু হলেই হিন্দু ভাইদের উপর চড়াও হতে দেখা যায় আবার এতে কিছু দাঁড়ি টুপি পড়া লোক সামিল হয়ে যায়! তাজ্জব! 
কয়দিন আগে একটা ছবি দেখছিলাম নেটে এক হিন্দু বন্ধু তার মুসলিম বন্ধুর জানাযায় এসেছে পিছনে বসে কাঁদছে। এটাই তো হওয়া উচিত মিলেমিশে সবে। সবার বাংলাদেশ। 
টিভিতে খবর দেখছিলাম আর হাসছিলাম।পাশে বসা ছিল আমার এক বন্ধু। আমার হাসি দেখে ও জিগ্যেস করল কিরে কি হইছে? হাসছ কে? 
কইলাম বিহাইন্ড দ্যা সিন মনে কইরা হাসি। বললাম এই যে দেখ, মির্জা, রিজভী বা অন্যরা এত চিল্লাচ্ছে এরা কি আসলে হিন্দু ভাইদের জন্য দরদী হয়ে চিল্লাচ্ছে?মোটেও না। 
কেমনে সরকারকে ফেলে দিয়ে নিজেরা ওখানে যাবে সেই জন্য এত মাতম! আর হাসতাছি হয়তো লন্ডন থেকে গাদন দিছে তাই চ্যাঁচাচ্ছে এর বেশী কিছু না। এই সকল নেতার বহিরবিশ্বে কতদূর গ্রহণ যোগ্যতা আছে বল? খবর নিয়া দেখ বউ এর কাছে ঠিকমতো যাইতে পারে না! 
আরও হাসি কেন জানিস? এখন যেহেতু খালি এদের ফোনালাপ ফাঁস হয় তাই দেখ বেনামে ফেসবুক আইডি খুলে রাখছে সেখান থেকে কোডিং ল্যাংগুয়েজ এ আলাপ হয়। আমার বন্ধু কইল কেমনে? 
ধর রিজভীর ফেসবুক একাউন্ট নাম " বিষে ভরা শরীর " তারেকের " খাইছি তোরে " এহন ওদিক থেইকা ম্যাসেজ দিছে " ও নদীরে একটা কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ?  তোমার নেই কি চলার শেষ? " সবাই ভাববে ইহা তো গান। 
কিন্তু এ দিয়া যদি বুজায় " কি কাম কাইজ কতদূর আগাইলা?খালি কি বইসা বইসা ডিমে তা দাও? জলদি কিছু কর নইলে খাইছি তোরে! " হা হা হা। এই মনে কইরা হাসি। এমনিতেই এগুলারে দেখলে হাসি পায়। 
এখন আরেকটু গভীরে ঢুকি। কেন বি এন পি জামাতি চাপাতি সন্দেহের তালিকায় বারবার পড়ে? আমার বন্ধু কইল কেন? 
এদের পূর্বের কাম কাইজের কারণে। ৭১ বাদই দিলাম। আমি বলতে লাগলাম, শাহবাগ আন্দোলনের সময় দেখ মহা চুদুর বুদুর মানে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় ছাপিয়ে দিল " মক্কার ঈমাম রা যুদ্ধ অপরাধী দের মুক্তির দাবিতে মিছিল করছে ! " অথচ আসল কাহানী কি ছিল " মক্কা শরীফের গিলাফ পরিবর্তন করা হচ্ছে! " যারা পবিত্র কাবা ঘরের গিলাফ কে নিয়ে রাজনীতি করতে পারে তাদের পক্ষে কি ইহা করা সম্ভব নয়? তারপর সাঈদীর চন্দ্র গমন! এসব এর জন্য একটা প্রশ্ন কিন্তু দাঁড়ায় যায়? 
আমার বন্ধু তখন বলল, এটা তো আওয়ামী লীগের বেলায় ও হতে পারে? আমি ওরে কইলাম হতে পারে দুধে ধোঁয়া তুলসীপাতা কেউ না!তবে একটা জিনিস লক্ষ্য কর আওয়ামী লীগের যত আন্দোলন আছে তার কোনটায় ইসলাম এর ব্যবহার নাই বা ইসলাম কে সামনে উপস্থিত করে পিছন থেকে গেম খেলছে। খেলে নাই কিন্তু। 
ওরাই একবার হেফাজত দিয়া খেলে।সেইটা না হলে ইউটিউব চ্যানেলে ওয়াজ মারফত কথিত হুজুর দিয়ে বলায় মানে ইসলাম কে ব্যবহার করা চাই। 
এই প্যাঁচাল পারতে পারতে বিগ বস শুরু হয়ে গেল। আমরা দুজন ভুলে গেলাম কুমিল্লায় কিসের কি ! আপনারাও ভুলে যাবেন দুই দিন পর নতুন আরেকটা আকাম ঘটার আশায়। যদিও এর শেষ কামনা করছি আর নয় ব্যস! এই কি স্বাধীন  বাংলাদেশ? 
 ১৫ টি
    	১৫ টি    	 +০/-০
    	+০/-০  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫১
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫১
স্প্যানকড বলেছেন: আপনি মুরুব্বি ! আপনার জন্য একটা বানাইছি হুনবেন? সমস্যা হইল হুনলেই ভাসায় দিবেন ধরে রাখতে পারবেন না। শীতের সময় কয়বার গোসল করবেন আর কাপড় বদলাইবেন? কন? তাই দিচ্ছি না। তয় জোরাজোরি করলে দিয়া দিমু তহন কিন্তু মাইন্ড খাইয়েন না। তাছাড়া আপনার যে বয়স এ বয়সে এই ভরসা নতুবা ভায়াগ্রা ! তাও নিতে পারেন কি না সন্দেহ ! অবশ্য এক কাজ করতে পারেন সেক্স শপ থেকে একটা কালো মোম্বাসা ডিলডো কিনে নিজেরটায় ট্রাই করতে পারেন। ফ্রিতে এডভাইস দিলাম আর কি যদিও আমি আপনার চেয়ে ছোট। ভালো থাকবেন। শুভ সকাল!
২|  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৪
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৪
কামাল১৮ বলেছেন: এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়।যে কয়টা হিন্দু আছে নমঃ নমঃ করে তারা ভারতে চলে যাক আর বাংলা ভাষী যে কয়টা মুসলমান আছে সালাম দিয়ে তারা বাংলাদেশে চলে আসুক।সমস্যার এখানেই সমাপ্তি।নয়তো এমন চলতেই থাকবে।বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসলে এটাই হবে।
  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫৪
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫৪
স্প্যানকড বলেছেন: সামনে ইহা হতে যাচ্ছে। ওদিকে মুসলিম হটাও এদিকে হিন্দু ! খেইল তামাশা চলবে কারণ কেউ হিন্দু কেউ মুসলিম কিন্তু মানুষ হিসেবে কেউ বিবেচিত নয়। ভালো থাকবেন।
৩|  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৪৯
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: েএকটার পর একটা ইস্যু তৈরি হয় তারপর শেষ আবার শুরু, এভাবে চলছে দেশ।
  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫৫
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫৫
স্প্যানকড বলেছেন: চলতে দেন বিনা পয়সায় সারকাস দেহেন ! ভালো থাকবেন।
৪|  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:২০
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:২০
বংগল কক বলেছেন: পপকর্ন
  ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫৮
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৫৮
স্প্যানকড বলেছেন: হুদা পপকর্ন ভালো লাগছে? চাইলে অন্য মাল আছে। ঢেলে দেই মজা পাইবেন ইটটু কটা কটা লাগবে আর কি ! হা হা হা...
৫|  ১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ১২:৪০
১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সব ঝড় থেমে যায় মাঝখান দিয়া কিছু দুর্ঘটনা মনে দাগ কেটে যায়
  ১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৫২
১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৫২
স্প্যানকড বলেছেন: আর ঝড় চাই না শান্তি চাই! শান্তি চাই! শান্তি । ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৬|  ১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:২২
১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:২২
মরুর ধুলি বলেছেন: 
৭|  ১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:২৪
১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:২৪
মরুর ধুলি বলেছেন: ইহা পরম শ্রদ্ধেয় জাতির জনক মরহুম শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনী হতে নেয়া। তার লিখনীর একটি খন্ডাংশ।
  ১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৫০
১৭ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৫০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৮|  ১৭ ই অক্টোবর, ২০২১  সন্ধ্যা  ৭:১৪
১৭ ই অক্টোবর, ২০২১  সন্ধ্যা  ৭:১৪
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, "... ফ্রিতে এডভাইস দিলাম আর কি যদিও আমি আপনার চেয়ে ছোট। ভালো থাকবেন। শুভ সকাল! "
-শুধু বয়সে ছোট নন, মগজের দিক থেকেও ছোট।
  ১৭ ই অক্টোবর, ২০২১  রাত ৮:৩২
১৭ ই অক্টোবর, ২০২১  রাত ৮:৩২
স্প্যানকড বলেছেন: আপনি তো আইনস্টাইন ! এত বড় হইছেন যে এখন আর কি কমু ভাষা খুঁজে পাই না। মাথা ঠান্ডা রাখেন ভালো থাকবেন। বি কুল ব্রো.....
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:১৯
১৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
পর্ণ কবিতা শেষ?