নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আপনি ভেনাস? না, এপোলো ?

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ২:১১

ছবি নেট।

আমরা আমাদের শরীর কে কতদূর চিনি। আসলে আমরা অনেক কিছু জানি আবার তেমন কিছুই হয়তো খেয়াল করি না।

আচ্ছা বলেন তো শরীরের ভেনাস হোল আর এপোলো হোল কি বা কাকে বলে? কি চিন্তায় পড়ে গেলেন? আরে যত মুশকিল তত আসান! উপর এর ছবি দেখছেন তা এইবার দাঁত ক্যালান !

বলছি, এই গর্তগুলি সেই জায়গায় অবস্থিত যেখানে দুটি হাড় পেলভিসকে সংযুক্ত করে। এগুলি কেবলমাত্র সেই ব্যক্তিদের মধ্যে পাওয়া যেতে পারে যাদের একটি নির্দিষ্ট লিগামেন্টের নির্দিষ্ট আকার রয়েছে।

এই হোল থাকা মানে আপনি শুধু সুস্বাস্থ্যের অধিকারী নন বিছানায় চিতকার দিয়ে ঝড় তোলার ক্ষমতা রাখেন। বিখ্যাত সান দৈনিকের মতে

" Dimples on the lower back don't just mean you're healthy, but they are also "indicators of good health and a screaming sex-life ! " according to The Sun. 31 th May 2017.

তাহলে দেরি কেন জলদি দুয়ারে খিল দিয়ে চেক করুন। আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী আর বুঝে নেন কতটা বিছানায় ঝড় তুলতে পারেন !

মনে রাখবেন এই হোল কিন্তু কোন এক্সারসাইজ করে বানানো যায় না। পুরোটা আপনার প্রকৃতির দেয়া বিশেষ উপহার। যা জন্মগত। সবার কপালে ইহা হয় না।

তবে ইহা বয়সের ভারে বা অতিরিক্ত মেদের কারণে বিলুপ্ত হয়ে যেতে পারে। যদি ডিম্পলগুলি দৃশ্যমান হয়, তাহলে এর অর্থ হল আপনি অতিরিক্ত ওজনের নন এবং সম্ভবত একটি স্বাস্থ্যকর জীবনযাপন করছেন৷

আর যাদের নাই তাদের মন খারাপের কিছু নাই অমন হোল যার আছে তাকে লাইফ পার্টনার বা বেড পার্টনার হিসেবে বেছে নিবেন। আজকাল এ জানা কোন বিষয় হলো? কি ভাবছেন, আপনার আছে? কি নাই? থাকলে আওয়াজ দিয়েন হা হা হা !

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:১৮

এপোলো বলেছেন: আমি এপোলো। চেক করা লাগেনি। আমি এমনেই এপোলো।

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৮

স্প্যানকড বলেছেন: তাহলে আপনার গুটি লাল ! ভালো থাকবেন।

২| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: নাহ কোন ডিম্পল নাই । খা খা মরুভূমি !!!!

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩০

স্প্যানকড বলেছেন: অসুবিধা নাই যার আছে তারে পছন্দ করে নিবেন ব্যালেন্স হয়ে যাবে। মরুতে ও ঘোড়া দৌড়াবে ! ভালো থাকবেন।

৩| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: কি জ্বালা ! এখন আয়না দিয়া পিছে দেখতে হবে । :-B





মোবাইলে ক্লিক করলেও দেখা যাবে এতক্ষন মাথায় আসেনি । B-))

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

স্প্যানকড বলেছেন: হা হা হা..... ভালো থাকবেন সব সময়।

৪| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চেক করে আর লাভ নাই ভ্রাতা!! যদিওবা থেকেও থাকে এই বস্তু এখন মেদের নিচে অদৃশ্য হয়ে যাওয়ার কথা।

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩২

স্প্যানকড বলেছেন: মেদ ঝরিয়ে ফেলুন ! মেদে নাই জেদ ! ভালো থাকবেন সব সময়।

৫| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

ফুয়াদের বাপ বলেছেন: কোমড়-নিতম্বজুড়ে মেদের অভায়রন্য। ডিম্পল দেখতে মেদের স্তর আগে সরাতে হবে।

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

স্প্যানকড বলেছেন: হুম ঘটনা সত্য ! ভালো থাকবেন নিরন্তর ।

৬| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: চেক করা হয়নি কখনো থাকলে থাকবে না থাকলে নাই।

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

স্প্যানকড বলেছেন: ঠিকই বলেছেন । ভালো থাকবেন।

৭| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: হাত দিয়া দেখলাম , বুঝি না।

১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

স্প্যানকড বলেছেন: হাতের কাম না। দর্পনে দেখেন। অনেক সময় মেদের কারণে নজরে পড়ে না। ভালো থাকবেন।

৮| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

মিরোরডডল বলেছেন:

:)

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৮

স্প্যানকড বলেছেন: কোনটা ??? সন্দেহ দূর করেন প্লিজ.... ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.