নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এখন টিভি খুললে একটা খবর তারেক কি আসছে দেশে ? বি এন পি নেতাদের কথামতো তারেক প্রস্তুত কিন্তু কেমন প্রস্তুত তাই বুঝতাছি না মানে ক্লিয়ার না। তিনি না বাংলাদেশী পাসপোর্ট চাইছেন বা নো রিকয়ার্ড ভিসা !
তাইলে কি লন্ডন থেকে বাংলাদেশে উইড়া আসার কার্পেট পেয়ে গেছেন ? হয়তো পেয়ে গেছেন বিষয়টা পরীক্ষাধীন আছে। পরীক্ষায় পাস হলেই যেকোনো দিন উড়ে চলে আসবে সেই আলিফ লায়লার গল্পের মতন! আশায় আছি।
উনি কার্পেট দিয়ে আসবেন বুঝলাম কারণ উনার ঝামেলা আছে কিন্তু বউ বাচ্চাকে পাঠিয়ে দিলেই তো হয়। নাকি বউ শাশুড়ীর সম্পর্ক ভালো না? বি এন পি নেতাদের কথা খালেদার অবস্থা বাঁচে মরা দশা! অথচ কাম কাইজে হাসি তামাশা। আজিব! এসব করতে করতে আল্লাহ না করুক কিছু হয়ে গেলে দায়ী হবে কে ? আফসোস ! এই লবা এর রাজনীতি ! থু...
আচ্ছা, তারেক আসলে আপনার আমার কি লাভ? দ্রব্যমূল্য কমে যাবে ? বাস ভাড়া ? তেলের দাম ? আরও কতকিছু যে আছে এখন মাথা কাম করছে না। খালি চোখে ভাসছে তারেক আসছে।
কার কার লাভ হবে জানা নেই তবে আমার লাভ ও নাই লোকসান ও নাই। মানে যেই লাউ সেই কদু ! যেই কামলা দিতাছি তাই দিয়া যামু আর কি! লাভ তারেকের তিনি মা পাবেন। লাভ খালেদার তিনি ছেলেকে পাবেন।
আচ্ছা একটা জিনিস বুঝতাছিনা বি এন পি নেতারা বলছেন আন্দোলন করবেন নানান কর্মসূচি দিয়ে সরকার কে একরকম বাধ্য করাবেন যাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাইরে যেতে দেয়।
এই জায়গায় আমার মেজাজটা একটু চ্যাতে। বাংলাদেশের প্রতিটি দল নাকি দেশ আর দেশের মানুষের জন্য রাজনীতি করে। কেমন রাজনীতি করে বুঝিনা অথচ এদিকে দেশের মানুষের চিকিৎসার মান বলতে গেলে নাই।
তারা কিছু হলেই বাইরে চিকিৎসা করতে যায়। তাদের ক্ষমতা আছে তাই যেতে পারে। আপনার আমার নাই হয়তো গেলে যামু বড়জোর পি জি, বারডেম বা পংগু হাসপাতাল! এটা কেমন পদের রাজনীতি হইল বুঝিনা।
দেশে কি ভালো একটা ডক্টর নাই? এ তো দেখছি পুরা ডাক্তার সম্প্রদায়ের প্রতি গালি গালাজ এর সামিল। ডাক্তারদের উচিত আন্দোলন বা মামলা করে দেয়া বলে আমি মনে করি।
আচ্ছা উন্নত বিশ্বে চিকিৎসা কি? ভালো ডাক্তার উন্নত যন্ত্রপাতি আর সেবা এইতো! এসব সুবিধা কি আমাদের রাজনীতিবিদগন দেশে চালু করতে পারে না?
অন্তত একটা হাসপাতাল করুক। যে আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পারি। সে আমরা কি পারব না এই উন্নত আধুনিক হাসপাতাল গড়তে ?
তারেক আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু এই সুযোগে দেশে একটা উন্নত হাসপাতাল হলে মন্দ হয় না। কি বলেন সবাই ? ঠিক কইবেন না ? চিল্লাইয়া বলেন ঠিক !
উন্নত হাসপাতাল আর উন্নত ডাক্তার আর নেতাদের বিদেশ যেয়ে দেশের টাকায় চিকিৎসা বন্ধ হওয়া চাই। আর কত?দেশ তো স্বাধীন হইছে মেলাদিন হলো। প্লিজ এইবার কিছু করেন।
২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:০৮
স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! ভালো থাকবেন।
২| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল হসপিটাল করলেই কি ভাল চিকিৎসা হবে।যেখানে বেশির ভাগ ডাক্তার বলে আল্লার উপর ভরসা রাখুন সেখানে আপনি ডাক্তারের উপর ভরসা রাখবেন কি ভাবে।বহু ডাক্তার ছিল্লায় যায় মাদ্রাসার পরিচালক তারা হবে ভালো ডাক্তার ।এমনটা আছে প্রিথীবির কোথাও।পাকিস্তান আফগানে থাকতে পারে।
তারেক আসলে আপনার আমার কোন লাভ নাই ,লাভ হবে বিএনপির কিছু রংবাজ পোলা পানের ,বয়স্ক নেতাদের কপালে ঝাটার বারি।আসতে যাইতে লাথি- উশঠা।
৩| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! দেখি কি হয়। ভালো থাকবেন।
৪| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৪
গফুর মিয়া১৯১ বলেছেন: ভাই সাসুম আমার মনের কথা গুলে বলে দিলেন...........
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:২৬
সাসুম বলেছেন: আপনার পোস্টে একটা মন্তব্য করি। এই যে খালেদা জিয়া বিদেশ যাওয়ার জন্য চিকিৎসা নেয়ার জন্য কান্নাকাটি করছে- এই অসহায় অবস্থা আর কান্নাকাটি আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। একদম পিউর অর্গাজম ফিল করার মত অবস্থা। কেন জিজ্ঞেস করতে পারেন। উত্তর দিচ্ছি-
খালেদা জিয়া কিংবা বি এন পি কি বাংলাদেশে ক্ষমতায় ছিল না কখনো? তারা এডূকেশান সেক্টর বা মেডিকেল সেক্টর এর উন্নতি করেছিল কোন যাতে করে বিদেশে গিয়ে বসে থাকতে না হয়? যাতে করে পেট ব্যাথার জন্য মাউন্ট এভারেস্ট এ দৌড়াতে না হয়? করে নাই। তারা ক্ষমতায় থাকা অবস্থায় কোনদিন এমন এডূকেশান সিস্টেম করেছিল যাতে আমাদের দেশের পোলাপাইন শিক্ষা দীক্ষায় এগিয়ে গিয়ে জ্ঞান গরিমায় উন্নত বিশ্বের সাথে তাল মিলাবে? করে নাই। তারা ক্ষমতায় থাকা অবস্থায় একটা উন্নত হেলথ সিস্টেম করতে পেরেছিল? করে নাই। এখানেই কস্ট টা ধরা পড়ে। তাদের টাকা আছে, বিদেশী পাস্পোর্ট আছে, চাইলে যে কোন দেশের ভিসা আছে। লাইন ঘাট আছে। যখন তখন মাউন্ট সিনাই বা মাউন্ট এলিজাবেথ এ আমরা তো যেতে পারিনা, আমাদের জন্য কি রেখে গেছেন তারা? এখন ভোগ করুক এই সাফার। আল্লাহর বিচার নাকি মরার আগেই হয়ে যায়, এই বিচার টাও সেরকম।
এবার আসেন আরো অন্য যায়গায়। এই দেশে গনতান্ত্রিক সরকার এর আমলে যৌথ বাহিনী নাম দিয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল কে? বিশেষ বাহিনী করে লাইসেন্স টু কিল কার্ড ধরিয়ে দিয়েছিল কে? খালেদা জিয়া আর বি এন পি। এখন এই একই জিনিষ গুলো পই পই করে তাদের উপর প্রয়োগ করছে বর্তমান সরকার। শুরু করেছিল যারা অন্যায়, তাদের কেই সব চেয়ে বেশি সাফার করতে হচ্ছে। এটা অনেকটা শোধ বোধ না হতে কেয়ামত নাই এর মত ব্যাপার।
এইবার আসেন- আমাদের বর্তমান সরকারের কথায়। আজ হোক আর কাল হোক, ১০ বছর হোক আর ৫০ বছর হোক- একদিন না একদিন ক্ষমতা চেঞ্জ হবেই হবে। এটা দুনিয়ার নিয়ম। ঠিক এখনকার সরকার এর নিয়মে বিপক্ষ দল তাদের দেখানো পথে পই পই করে দুনিয়া ছাড়া করবে। একদম সুদে আসলে তুলে নিবে যুগের পর যুগ ধরে চলা অন্যায় আর অত্যাচার এর প্রতিশোধ। এই যে আজকের ডি এস এ আইন- এই আইনেই পই পই করে ঢুকানো হবে জেলে সকল বর্তমান সরকার আর তার সমর্থক দের । এই যে আজকের অন্যায় আর অপরাধ এর চর্চা ও প্রতিষ্ঠা এটা একদম হাজার গুণ হয়ে ফেরত আসবে। এই যে আজকের রাস্ট্রের মাফিয়া রাস্ট্র হয়ে যাওয়া- বিপক্ষ দল ক্ষমতায় আসলেও সেইম চর্চা বজায় থাকবে এবং এই মাফিয়া গিরী চলবে বর্তমান ক্ষমতায় থাকা ও লুটপাটে অংশ নেয়াদের উপর। কারন- আমাদের পলিটিকাল দল গুলা সবাই একই রকম লুটপাটে বিলিভ করে।
এবং সেই সুদূর অতীতে আজকের খালেদা জিয়ার মতই কেউ কেউ বিদেশে চিকিৎসা নেয়ার জন্য কান্নাকাটি করবে কিন্তু সেই সরকার যেতে দিবেনা বরং আরো ভয়াবহ শাস্তি দিবে। খালেদা জিয়া কে অন্তত জেল থেকে বের করে বাড়িতে আর হাস্পাতালে থাকতে দিছে, বি এন পি কখনো ক্ষমতায় এলে - তার বিপক্ষ টিম কে জীবিত রাখবেনা এটা সিউর।
এবং আমাদের বর্তমান সরকার ও এমন কোন চিকিতসা বা হেলথ সিস্টেম গড়ে তুল্বে না যাতে করে আর একজন বাংলাদেশীকেও চিকিতসার জন্য দেশের বাইরে যেতে না হয় ।
মোট কথা- যা কিছু আসবে যাবে সব আমাদের কর্মফল। বি এন পি তাদের ব্যার্থতা , করাপ্সান আর অদক্ষ দেশ পরিচালনা করেছিল একসময়- তার ফল ভোগ করছে এখন।
আর এখন যেসব মাফিয়ারা আমার সোনার বাংলা কে মাফিয়া রাস্ট্রে আর অর্থব রাস্ট্রে পরিণত করেছে- তারাও ভোগ করবে সাম্নের দিনে। হয়ত ১ বছর পর না হয় ১ যুগ পর না হয় ১ শতাব্দী পর। সময় কাউকে ছেড়ে কথা বল্বেনা। অত্যাচারীর পতন হবেই- একদিন না একদিন।