নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দুরারোগ্য রোগ !

০৪ ঠা মে, ২০২২ সকাল ৯:৪৮

ছবি নেট ।

হয়তো তোমার ঠোঁটে ছিল চুমুর দাগ
অথবা কোন কবিতার স্তবক
ছুঁতে যাবার পুর্বেই
তুমি উড়াল দেয়া পক্ষী বক !

নিশ্চিত সুরুজের লালচে আভায়
ফিরবে তুমি চেনা ডেরায়
ভরাট জোসনায় বদল হয় সব
ফুল ফুটেনি এখনো
সাজিয়ে চলেছি সারি সারি টব।

এমনই বেছে নিলাম জীবন
দাগের ভয়ে দূরত্ব যোজন
বসন্তের রাত একলা কাটে
বহু পানসী নৌকা এখনো ঘাটে।

হ্যাঁ এ সত্যি
সত্যি প্রিয়
তৃষিত আমার তোমার চোখ
প্রেম মানে, শালা !
বেলাইনে চলা
দুরারোধ্য কোন রোগ !

৪ মে ২২।




মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:




অস্বাস্হ্যকর টানের কবিতা।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ২:৩২

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! মনে তো হচ্ছে আপনার মরা গাঙে কে আর ঝাঁপ দিবে তাই জ্বলে যাচ্ছেন। প্রেম সবার সহ্য হয়না। আপনার নসিবে প্রেম নাই আছে নানান পদের রচনা !

২| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: ভালবাসার এই রূপ দেখা ভাল বেশি পূর্ণ হওয়া যায়।
ভালবাসায় না পড়ে কেউ ভালবাসা বোঝে কি করে?

০৪ ঠা মে, ২০২২ দুপুর ২:৩৬

স্প্যানকড বলেছেন: প্রেমে তো মজে আছি তাই তো প্রেম ! প্রেম ! এই করে জীবন শেষ করছি। ভালো থাকবেন।

৩| ০৪ ঠা মে, ২০২২ সকাল ১১:০১

এম ডি মুসা বলেছেন: কবিতার ভাষায় কবিতা পড়লাম

০৪ ঠা মে, ২০২২ দুপুর ২:৩৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভালো থাকবেন ।

৪| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

ইসিয়াক বলেছেন: দাগ থেকে যদি ভালো কিছু হয় তো দাগই ভালো। তবে কেন অকারণ দেরি?

০৫ ই মে, ২০২২ রাত ১২:৪৪

স্প্যানকড বলেছেন: সার্ফ এক্সেল আছে না ! ধুঁয়ে একদম চকচকা করে দিবে.... হা হা হা। ভালো থাকবেন। ধন্যবাদ।

৫| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:০৫

রেজাউল৯৬ বলেছেন: বহু পানসী নৌকা এখনো ঘাটে।

চমতকার হয়েছে।

০৫ ই মে, ২০২২ রাত ১২:৪৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ভালো থাকবেন।

৬| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৩৬

কালো যাদুকর বলেছেন: এ রোগ সারার নয় ৷ কেমন আছেন?

০৫ ই মে, ২০২২ রাত ১২:৪৬

স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনি ? ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৫ ই মে, ২০২২ সকাল ৯:১৩

নূর আলম হিরণ বলেছেন: এটাতে সুর দিলে ভালো একটা গীতি কবিতা হবে। ব্লগে ভালো কোনো সুরকার থাকলে তাঁকে বলা যেতো।

০৫ ই মে, ২০২২ সকাল ১০:৪০

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ, সোনাবীজ ভাই আছে তো। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.