নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আরেকটু ধাক্কা দাও
কিছুটা বড় হই
হুশ পাই ফিরে
যাতে এতো সামনে যাই
যেন সবকিছু পিছনে থাকে পড়ে
যাতে সবকিছু বালুর মতো ক্ষুদ্র লাগে
কেউ যেন না পায় নাগাল মোর
তুমি থেকে
দেশের আইন
এমনকি রোগ বালাই !
ক্ষতগুলি যাক সেরে।
আরেকটু চুমু খাও
যেন বহুদিনের উপোষী ঠোঁটে লেগে থাকুক
দীর্ঘ জ্যাম
যেন ঠোঁট দুটি পালাবার জন্য
খুঁজে না পায় কোন সড়ক, পাতাল, আসমান, ব্রিজ
এমন কি রিক্সা, অটো, ট্যাক্সি
বড় মাঝারি ক্ষুদ্র যেকোন যান।
আরেকটু ধাক্কা দাও
চোখে লাগুক ঘোর
এক করে ফেলি সাইবেরিয়া ঢাকা
আমৃত্যু করি যেন
তোমার প্রেমের তরজমা
ঠেলাঠেলি করুক
কবিতার সমস্ত পংক্তি, বই, পুস্তক, পেন্সিল, কলম, খাতা।
০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩
স্প্যানকড বলেছেন: এই আর কি দিলাম ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভুত্নির ছবি ক্যারে রে ভাই। আপনি ছবি খুঁজে পান না হুহ
০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫
স্প্যানকড বলেছেন: এহন ভুত পেত্নীর প্রেমে পড়ে গেছি। মানুষ ভালো না। হা হা হা.... আপনি ভালো ছবি তোলেন দুই চারটা পাঠাইয়া দেন প্লিজ। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০০
হাসান জামাল গোলাপ বলেছেন: কবিতা সুন্দর, ছবিটা দেয়া কি খুব দরকার ছিলো?