নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
যখন মগজে উঠে ঝড়
পাড়ি দেই স্মৃতির সাগর
সাঁতরে সাঁতরে ক্লান্ত
আগের মতন বুক করে না ধড়ফড়।
আমি সম্পর্ক এবং প্রেম নিয়ে
ভীষণ ভাবনায় ডুবি
যেতে হয় না খুব বেশী দূর
মিলে যায় চেনা কিছু কালো পাথর।
পাথর ঘষলে আগুন
সে আগুনে কত কিছু
আমার বাসার সম্মুখের গলি ঢুকে গেছে
আরেক গলির ভিতর।
ইদানীং গা ঘেঁষে কেউ দাঁড়ালে
অথবা খুব কাছে আসতে চাইলে
হাত দূটি ট্রাফিক সার্জন
থামিয়ে দেয় অথবা ঘুরিয়ে দেয় মোড়।
যে পাখিটি ডানা ঝাপটায়
যে পাখিটি নীড়ে ফিরে একলা
যে পাখিটির গলায় বিষাদ সুর
ও ভীষণ শক্তিধর।
২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৬
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাধু। ভালো থাকবেন খুব।
২| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৯
আঁধারের যুবরাজ বলেছেন: যদিও পদ্য আমি ভালো বুঝি না ,কিন্তু পড়ে ভালো লেগেছে।
২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৯
স্প্যানকড বলেছেন: এখানে বিরহ ফুটে উঠেছে। ঠকে যাওয়া মানুষ কত শক্তিধর তাই বলা। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
৩| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৪
মিরোরডডল বলেছেন:
ইদানীং গা ঘেঁষে কেউ দাঁড়ালে
অথবা খুব কাছে আসতে চাইলে
হাত দূটি ট্রাফিক সার্জন
থামিয়ে দেয় অথবা ঘুরিয়ে দেয় মোড়।
যে পাখিটি ডানা ঝাপটায়
যে পাখিটি নীড়ে ফিরে একলা
যে পাখিটির গলায় বিষাদ সুর
ও ভীষণ শক্তিধর।
লেখা ভালো হয়েছে।
প্রিয় এই গানটার সাথে যায়।
৪| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ২:২১
স্প্যানকড বলেছেন: অনেকদিন পর ফুয়াদের গান শুনলাম যদিও আজকাল গান একদম শুনি না! অথচ এক সময় আমি ছিলাম গান পাগল মানুষ। মনে পড়ে একবার ২০০১/২ এর দিকের কথা সারা রাত কম্পিউটারে গান ছেড়ে শীর্ষেন্দুর পার্থিব উপন্যাস শেষ করেছি। ভোরের দিকে আম্মা যখন ফজর পড়তে উঠছে আমার রুমে ঢুকে বলে ঘুমুসনি এখনো যা জলদি ঘুমুতে যা তোর আব্বা এই ওয়েস্টার্ন কালচার পছন্দ করে না। চোখের নীচে কালি জমে গেছে। আজ এসব দিন সোনার দিন মনে হয়। আব্বা কে খুব মিস করছি। যাইহোক মেলা বকবক করলাম।সত্যি বলতে কি এখন শুধু মৃত্যু ডাকে আমায়। আমিও আছি ওর অপেক্ষায় ! ভালো থেকো গান পাগলী !
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার এই কবিতাটা কিন্তু দারুণ হয়েছে।