নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড ।
এখন মৃত্যু নয়
মৃত্যু নয়
কপালে তোমার
বারবার চুলের লাগামহীন অবাধ্যতা।
এখন মৃত্যু নয়
মৃত্যু নয়
তুমি এক শান্ত মেঘ
ভিজে যাব আমি
হঠাৎ শুরু দমকা হাওয়া।
এখন মৃত্যু নয়
মৃত্যু নয়
বিপথগামী মানুষ পেয়েছে খাবার
এবং
নিরাপদ আস্তানা।
এখন মৃত্যু নয়
মৃত্যু নয়
হাত ধর প্রিয়
পুরুষ আমি
প্রেমিক তোমার
নইতো দাবার ঘুঁটি
মা কসম
সত্য
হ্যাঁ।
এখন মৃত্যু নয়
মৃত্যু নয়
চেপে ধর রক্তিম ঠোঁট
ককিয়ে উঠে ভেতর যেন
আহ : ছাড়ো
বিদ্ধ হতে কত বাকী ?
আমি তোমার কল্পিত এক যীশু
শুষে নিব সমস্ত ঘা।
০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫
স্প্যানকড বলেছেন: হা হা হা.... ডরায় গেছেন গা... ! ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০
মিরোরডডল বলেছেন:
বলছে এখন মৃত্যু নয়, মৃত্যু নয়
লোবানের ঘ্রাণ মৃত্যু মনে হয়
০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! লোবান তো অমন সুগন্ধি যা কিনা যীশুর জন্মের পর ব্যবহার করা হয়েছে। আমাদের দেশের সাহিত্যিক গন উহাকে মৃতব্যক্তির শরীরে ব্যবহৃত সুগন্ধি হিসেবে উপস্থাপন করেছে। পাগলী, আমি সব সময় পজিটিভ। জীবন এবং প্রেমের সুরায় মাতাল! কিস্যু বোঝে না। ভালো থেকো।
৩| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯
মিরোরডডল বলেছেন:
সিরিয়াসলি আমার লোবান, আগরবাতির ঘ্রাণ ভালো লাগে না।
কেমন যেনো, মৃত বাড়ি, মাজার, কবর ওরকম লাগে।
ভেরি ডিপ্রেসিভ
তবে এই সিরিজের পোষ্টের প্রোফাইল ছবি ভালো হয়েছে।
কিউট! আজকের লেখাটাও ভালো।
০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
স্প্যানকড বলেছেন: মরার জন্য সকলের জন্ম এ সত্য মেনে নিতে হবে। মন খারাপ হলে চলবে ! আমার গ্রামের এক খালাও এরকম কথা বলতেন। উনি আগরবাতি জ্বালালে রীতিমতো রেগে যেতেন। জীবন খুব লিমিটেড একটা সময়ের ফ্রেমে বন্দী। সে যাই হোক। চিন্তা করতাছি যদি কোনদিন কবিতার বই বের করি তাহলে ইহা প্রচ্ছদ হিসেবে ব্যবহার করব। আবার কি বই বের করমু আমার সব কবিতা সামুতে দেয়া। সবাই পড়ে ফেলেছে। আর মরে গেলে কেউ খোঁজও নিবেনা কে ছিল স্প্যানকড ! একটা বোকাসোকা প্রেমিক পুরুষ। ধন্যবাদ। ভালো থেকো।
৪| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
মিরোরডডল বলেছেন:
আমি আমার কবর রেডি করি, আর আমাকে বোঝায়!
আমিতো অনেকের চেয়ে বেশি রেডি আছি, যদিও যেতে চাইনা এতো তাড়াতাড়ি।
আরো কিছু সময় থাকতে চাই। চলে গেলেইতো গেলাম!
মৃত্যুভয় বা মন খারাপ কোনটাই না, ওটা একধরণের ডিস্টার্বেন্স।
ঘ্রানটা আমার জাস্ট ভালো লাগে না।
সামুতে কবিতা প্রকাশ হলে বই হবে না কেনো?
অনেকেই সামুর লেখা নিয়ে বই করেছে।
মনে রাখবো, বইও কালেক্ট করবো।
তবে বোকা এটা একদম সত্যি কথা।
০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:১১
স্প্যানকড বলেছেন: তোমারে বোঝাই নিজের স্বার্থে আমার কবিতার স্বার্থে। পাগলী বোঝে না কিস্যু ! আমিও এতো জলদি যেতে চাই না ট্রাজেডি আরও দেখা বাকী আরো ধ্বংসের মুখোমুখি হতে বাকী। যা! আজ কি শুরু করছি দুজনে?টপিকস চেঞ্জ করা দরকার। আমার মা একই কথা বলে আমি এক্কেবারে বোকা! আসলেই কি? আজ বললে তুমি। যাক এ শুনে খুশী লাগছে আমি কাছে না থাকলেও আমার বই কবিতা থাকবে তোমার কাছে। থাকুক না পড়ে ধুলোপড়া সেলফে ! ভালো থেকো। তুমি অনেক কিউট!
৫| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনবদ্য কমরেড ।
এবারের কবিতা দেখছি সবকটাকে ছাড়িয়ে যাচ্ছে । আপনি মাশাআল্লাহ দারুণ লিখেছেন !
আচ্ছা সবাই যীশুকেই কেন টেনে আনে দ্রোহের কবিতায় ? যীশু কিন্তু দ্রোহবিরোধী ছিলেন ।
০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬
স্প্যানকড বলেছেন: হা হা হা... ধন্যবাদ। যীশুর মাঝ পথে চলে যাওয়া ব্যথিত করে সবাইকে তাই হয়তো দ্রোহ মানে যীশু। ভালো থাকবেন খুব খুব
৬| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১২:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ।
০২ রা নভেম্বর, ২০২৩ রাত ২:৩৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৭| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবি হে, এ যে দারুণ কবিতা!
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৮| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ, সুন্দর হয়েছেতো কাব্যটা।
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কি সাংঘাতিক কবিতা!