নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
যখন দুখী মুখ নিয়ে চুপচাপ বয় সময়
তখন তোমাকে নিয়ে লেখা
কবিতা পড়ি
বাদ যায়না এর কোন কমা দাড়ি
অত:পর যখন উচ্চারণ করি
এ কি ছেলেমানুষী !
পরক্ষনেই বলি,
না,
না,
এ হচ্ছে
লোকসানের ভীড়ে দারুণ হাসি।
হুম,
প্রেম এমনই
প্রেম মানে ভাংচুর ভরপুর পাগলামি
প্রেম এলে সত্যি
এর চেয়ে বেশী কিছু হয় !
লাটিমের মত ঘুরছে জীবন
জানি থেমে যাবে সকল ঘুর্নি
শরীর থেকে হৃদয়
সবকিছু তোমার
আমার কবিতায় যে বন্দী।
শুকনো ঠোঁটে দ্বিধাহীন এ বলতে হয়
এতো কিছুর পরেও
কেউ কারো হবার নয়।
এই ভালো
হয়তো এই মন্দ
এক অসুখে দুজন না ভুগলে
সেটা প্রেম নয়
শারীরিক চাহিদা তারে কয়।
মাঝেমধ্যে ইচ্ছে করে
তোমাকে নিয়ে যাই অনেক দূরে
যেথায় সবুজ আর সবুজ
পাখির ডাক
নক্ষত্রখচিত আসমান
ফুলের উপর ভ্রমরার গুন গুন সারাদিনময়।
তোমাকে বলার ছিল অনেক কথা
যে গুলো হেঁটে গেছে
শূন্য তাই বুকের খাঁচা
হাজার ডাকলেও আসে না
আসে না ফিরে
এ নিয়ে ভেতর বাহির
তামাম দিন খুনাখুনিতে মেতে রয়।
তোমাকে নিয়ে লেখা সমস্ত কবিতা পড়ি
বারবার পড়ি
ভীষণ ভালো লাগা ওতে
এ হারাবার নয়
এ আমার একান্ত অহংকার
তোমার নামে কত আসে জোয়ার
ভাটা কিন্তু নয় !
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ অরণি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন সব সময়।
২| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪
মিরোরডডল বলেছেন:
সঠিক বানান হবে দুঃখী, ভুগলে।
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯
স্প্যানকড বলেছেন: আইচ্ছা, ম্যাডাম ঠিক করতাছি । দুখী ই তো হয় মাঝখানে বিসর্গ আছে নাকি!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২২
স্প্যানকড বলেছেন: আসলে কনফিউজড ছিলাম। পোস্ট করার পর ভাবলাম আমার আয়না আছে না ! সো নো চিন্তা ডু ফুর্তি ! হা হা হা..
৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
মিরোরডডল বলেছেন:
আজকের লেখাটা মনে ধরেনি।
স্পার্ক নেই, এভারেজ হয়েছে।
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০
স্প্যানকড বলেছেন: মনে ধরে কি? মেয়ে মানুষের কোনদিন কি মনে ধরছে? খালি সব সময় মনে ধরেনি....
৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: এক অসুখে দুজনে ভুগলেই তবেই সেটা প্রেম!!! বাহ দারুন তো!!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২১
স্প্যানকড বলেছেন: হুম, তাই তো । ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আজকের লেখাটা মনে ধরেনি।
স্পার্ক নেই, এভারেজ হয়েছে।
রাজীবের পোস্টে যে ঝাল ঝেড়েছো । তোমার এখন স্পার্ক নয় আস্ত ভোলকানো দরকার আপা !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩
স্প্যানকড বলেছেন: তোর বইনের কাউরে দরকার নেই । সে নিজেই একখান...... কি বুইঝা ল। হা হা হা...
৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০২
বিজন রয় বলেছেন: শূন্য বানানটি ঠিক করে দিন।
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪
স্প্যানকড বলেছেন: ঠিক করে নিয়েছি। দু:খিত ভুলের জন্য। ধন্যবাদ।
৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮
মিরোরডডল বলেছেন:
গতকালের লেখাটা খুব ভালো ছিলো, পিচ্চু মিস করে গেছে।
আজকেরটা খারাপ না।
শেষের অংশটুকু ভালো লেগেছে।
তোমাকে নিয়ে লেখা সমস্ত কবিতা পড়ি
বারবার পড়ি
ভীষণ ভালো লাগা ওতে
এ হারাবার নয়
এ আমার একান্ত অহংকার
তোমার নামে কত আসে জোয়ার
ভাটা কিন্তু নয় !
ভাটা আসতে কতক্ষণ!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮
স্প্যানকড বলেছেন: একবার কয় এভারেজ আরেকবার কয় খারাপ না। যাই কই ? ঘুম হইছে ঠিকঠাক? আমি ভালো ঘুম পারাতে পারি। চাইলে আসতে পারো।আসন সংখ্যা সীমিত। তোমার জন্য বিশেষ ছাড় ! হা হা হা....
৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গতকালের লেখাটা খুব ভালো ছিলো, পিচ্চু মিস করে গেছে।
মিস করিনি আপা । পড়েছি । তবে এই ব্যাটার ওপর ক্ষ্যাপে আছি আমি । সেই অন্য বিষয় হাহাহাহা !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮
স্প্যানকড বলেছেন: কার উপর ???
৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাটা আসতে কতক্ষণ!
এসে গেছেও হয়তো !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯
স্প্যানকড বলেছেন: ভাটা হয়ে গেছে টা টা...
১০| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮
মিরোরডডল বলেছেন:
তাই? কি বিষয়, আমি শুনবো নাহ?
কেউ জানবে, কেউ জানবে না
তা হবে না, তা হবে না
আমাকেও বলবে পিচ্চু।
১১| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বললে আপা কেয়ামত হয়ে যাবে ।
এই ব্যাটা আমার বয়সি এটা ঠিক । একদম প্রথম শ্রেণীর ফাজিল !!
সে আমাকে বলেছে তোমার সাথে নাকি তার কথা হয় মেসেঞ্জারে !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১
স্প্যানকড বলেছেন: ঐ কারে কি কস???
১২| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাটা হয়ে গেছে টা টা...
@মিরোরডডল আপা , কৈছিলাম না চাকরি থাকবো না !
১৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঐ কারে কি কস???
ক্যান আপারে আসল কথা কৈ !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬
স্প্যানকড বলেছেন: তোর আপারে যা খুশী ক। কইতে কইতে গলা শুকাইলে পানি পান করিছ কিন্তু ! হা হা হা...
১৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
মিরোরডডল বলেছেন:
সে আমাকে বলেছে তোমার সাথে নাকি তার কথা হয় মেসেঞ্জারে !!
এই বলাটাই বা কোথায় বলেছে?
ব্লগে তো না।
তারমানে কি দুজনের মাঝে ব্লগের বাইরে কন্টাক্ট হয়?
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২
স্প্যানকড বলেছেন: ভাই বইন দুইটার গেছে....
১৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫
মিরোরডডল বলেছেন:
এই ব্যাটা আমার বয়সি এটা ঠিক। একদম প্রথম শ্রেণীর ফাজিল !!
বয়সে পিচ্চুই মনে হয়, সো মাই গেইজ ইজ রাইট কিন্তু তাই বলে ফাজিল? এটা কিন্তু মনে হয় না।
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮
স্প্যানকড বলেছেন: হা হা হা.. মজা পাইলাম। মানুষ কত কনফিডেন্টলি কয়। আসলে যা কয় উহা বাস্তবসম্মত নয় । ফাজিল কামেল পাস বহু আগে করছি। হা হা হা..
১৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তারমানে কি দুজনের মাঝে ব্লগের বাইরে কন্টাক্ট হয়?
হয়তো । অনেক ভাব নিয়ে কথা বলে ! এবং ওর সাথে তোমার অনেক মিল !!!
বয়সে পিচ্চুই মনে হয়, সো মাই গেইজ ইজ রাইট কিন্তু তাই বলে ফাজিল? এটা কিন্তু মনে হয় না।
তোমার সব মনে হওয়াটাই কী ঠিক হবে নাকি ? আর তোমাকে সেটা বলবোই বা কী করে ব্লগে আজকাল মন খুলে কিছু বলা যায় না । সবাই উল্টাপাল্টা একটা অর্থ দাঁড় করায় । নইলে আজকে এই ব্যাটার একটা হেস্ত ন্যস্ত করেই ছাড়তাম !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪
স্প্যানকড বলেছেন: ঐ কি হইছে তোর? সেই কি কি কইয়া যাইতাছত হুনতাছি খালি। কি? কি এতো কথা? তোর লগে আমার কি শত্রুতা? মেজাজ খারাপ হচ্ছে কিন্তু !
১৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩
মিরোরডডল বলেছেন:
পিচ্চু কোথায় গেলো?
কবি কি পিচ্চুকে এ কথা সত্যি বলেছে, নাকি পিচ্চু ফান করেছে?
কথা হয় মেসেঞ্জারে !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯
স্প্যানকড বলেছেন: বেকুব একটা আস্ত বেকুব ! সেই কখন থাইকা বলদ বানাইয়া যাইতাছে বোঝে না। অবুঝের লগে প্রেম আসলেই জমে না।
১৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কথা হয় মেসেঞ্জারে !!
হ্যাঁ হয় !!
তবে এই ব্যাডা কথা কম বলতে চায় । অনেক ভাব তো তাই
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
স্প্যানকড বলেছেন: তোর বইনের তো ঘুম হারাম হইয়া গেছে পরে কি না কি করে বিদেশে কে জানে? আমি কাছে থাকলে না হয় ঠিক ছিল। ইয়া মাবুদ আয়নারে ঠিক রাইখ। কোনদিন যাতে না ভাংগে! আমীন। হা হা হা... তবে মজা পাইছি। চালাইয়া যা..
১৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবির মেজাজ খারাপ ?
আচ্ছা তবে চুপ হলাম !!
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
স্প্যানকড বলেছেন: হুম, ওদিকে দেখ যাইয়া কি হইয়া গেছে আবার কিছু হয় নাই এইভাব! দিব্যি কফি গিলছে।
২০| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
মিরোরডডল বলেছেন:
মেজাজ খারাপ হচ্ছে কিন্তু !
cool down!
এতো অল্পতে মাথা গরম করলে হবে!
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
স্প্যানকড বলেছেন: হুম, ঝগড়া করমু তোমার লগে....
২১| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
স্প্যানকড বলেছেন: What is a friend? A single soul dwelling in two bodies ---- Aristotle.
Bonne Nuite !
২২| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
মিরোরডডল বলেছেন:
এই কাজটা চেষ্টা করলেও পারবে না, আই মিন আমার সাথে ঝগড়া করা।
কারণ আমি ঝগড়া করতে পারি না, সিরিয়াসলি
আরেকটা কথা, আমি জানি পিচ্চু ওটা ফান করে বলেছে কবিকে খ্যাপানোর জন্য।
you two are my friends, that's why I don't care.
But remember, trust is most important in friendship.
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
স্প্যানকড বলেছেন: আমি জানি, সব সম্পর্কে বিশ্বাস প্রথম। উহা না থাকলে কিছুই থাকে না। যাক বেশী কথা বলছি না। আমিও ঝগড়া করতে পারি না । সরে যাই দূরে। কোনদিন কথাই বলি না। একবার ক্লাস সেভেনে থাকতে এক কাছের বন্ধুর সাথে ঝগড়া হয় শেষমেশ ক্লাস টেনে পড়ার সময় স্যারদের সহায়তায় মিউচুয়াল হয়। ওর সাথে কথা বলা বন্ধ করে দেই। আমার কোন দোষ ছিল না তাই আমি দুরত্ব বাড়িয়ে নিয়েছিলাম। আর ইহা আমি খুব ভালো পারি। ভালো থেকো, আনন্দে থেকো।
২৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
শেরজা তপন বলেছেন: বাপুরে এইখানে দেখি দুই পিচ্চুর সাথে আয়না বিবির রোমান্স জমে দই হয়ে আছে টেরই পাইনি
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
স্প্যানকড বলেছেন: দই হয় নাই ক্ষীর ও হয় নাই ! তবে কিছু একটা বোধহয় আছে। ধন্যবাদ। ভালো থাকবেন তপন ভাই।
২৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেকটা কথা, আমি জানি পিচ্চু ওটা ফান করে বলেছে কবিকে খ্যাপানোর জন্য।
আপা একটা কথা মনে রেখো আমি তোমাকে মিথ্যা এখানে কিছুই বলিনি ।
সব সময় সব অনুমান সঠিক হয় না এটা মনে রেখো ।
তোমার এই মন্তব্য দেখবার সত্যিই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম । চললাম ভালো থেকো !!
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
স্প্যানকড বলেছেন: তোর অনুমানের মান খারাপ ! ভালো থাকিছ।
২৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাপুরে এইখানে দেখি দুই পিচ্চুর সাথে আয়না বিবির রোমান্স জমে দই হয়ে আছে টেরই পাইনি
@শেরজা তপন ভাই , আমার সাথে মিরোরডডলের কোন রোমান্স নাই !! একদমই না , যা আছে কবির সাথে !!
১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
স্প্যানকড বলেছেন: কবির ও কিচ্ছু নাই ! আছে কি ?
২৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২০
মিরোরডডল বলেছেন:
oh God! help me!
কি হচ্ছে কি এসব!
যেদিন থেকে এই দুইজন একে অপরকে তুই তুমি করে বলে, খুব ইনটিমেইট হয়ে গেলো,
তখনই মনে হয়েছিলো ভেরি সুন দুটোর মধ্যে ঝগড়া হবে।
হচ্ছেও তাই!
সবাই এত সেনসিটিভ কেনো!
আমি কিন্তু একবারও বলিনি কেউ মিথ্যা বলেছে।
বরং উল্টোটা, আমি ধরেই নিয়েছি এসব কিছুই ফান।
যেহেতু সবাই সবার বন্ধু, আমি কারো কথাতেই কিছু মনে করিনি।
শুধু মনে করিয়ে দিলাম যেনো বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে।
লুক, এসব তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করবে না আশা করি।
এই প্রসঙ্গ এখানেই শেষ, যেভাবে চলছিলো সবাই সেভাবে ব্লগিং করবে।
কেউ যদি ভুল করেও ডুব মারার কথা চিন্তা করে, রেজাল্ট ভালো হবে না বলছি!
ডুব কিন্তু আমিও দিতে জানি।
১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮
স্প্যানকড বলেছেন: ডুবিয়ে তুলতে আমি জানি। ওর সাথে ঝগড়া হয় নাই। ও আন্দাজে ঢিল ছুঁড়ছে। আমি তো কিছুই করিনি। আমি একবার যারে বন্ধু করি তারে বন্ধুই ভাবি যদি না সে নিজের ইচ্ছে সে সম্পর্কের ইতি টানে। এ সত্যি তোমারে আমি অনেক কিছু বলি অনেকটা প্রেমিকের মতো আচরণ করি। ইচ্ছে করেই করি। ক্যান করি জানি না। আমি কথা বলতে চেয়েছি তুমি মানা করে দিয়েছ। আমিও আর জোরাজোরি করি নাই। কি লাভ? তোমার আমার রাস্তা সম্পুর্ন ভিন্ন। কোনদিন এক হওয়া সম্ভব না। যাক ভাল লাগছে না কিছু। অস্ট্রেলিয়ার Mill cellars রেড ওয়াইন পাঠাইও তো। পান করে ডুব মারি। হা হা হা... ভালো থেকো, আনন্দে থেকো
২৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাববাদী দ্রোহের কবির সাথে প্রেমের কবির মারামারি লেগেছে মনে হচ্ছে। দ্রোহ না প্রেমের জয় হউক।
১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২
স্প্যানকড বলেছেন: কিছুই হয় নাই হুদাই। ও ওর জগতে আমি আমার জগতে। সম্পর্কে দুইজন এক না হলে উহা টিকে না সত্যি। জগতে বেঁচে থাকার নানা উপায় আছে। কেউ যদি কমেন্টস বা কথা না কয় তাতেও আমার কিচ্ছু আসে না। আমি কবিতার প্রেমে পড়েছি উহা ছাড়া আমি বাঁচি না। রচনা লিখে ফেললাম। মাফ কইরেন প্লিজ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন
২৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০১
মিরোরডডল বলেছেন:
কেনো ভালো লাগছে না কিছু?
ভালো লাগতে হবে।
ডুব মারার কথা বলতে না করেছি নাহ?
পিচ্চু একটু সেনসিটিভ কিন্তু অনেক ভালো মানুষ।
যদি পসিবল হয়, কন্টাক্ট করে ঝামেলা মিটিয়ে ফেলবে।
ভুল বুঝে রাগ করেছে।
বন্ধুত্ব অনেক বড় একটা ব্লেসিং।
ক্ষুদ্র তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুত্ব যেনো নষ্ট না হয়।
ভালো থাকবে কবি।
হ্যাপি ব্লগিং।
২৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৬
স্প্যানকড বলেছেন: আজব ! ওর সাথে কথা হয় নাই। সম্ভব ও না। ওর কোন ফোন নাম্বার কিছু নেই আমার কাছে। আসলেই পিচ্চি ! তোমার ভাই তুমি কথা বল। আমি কিছুই করি নাই। ফাজিল, ব্যাটা এগুলো বলে গেল। আমি তো মজা করেছি কিছুই বলি নাই বলেছি কি? হুম, কি আর কমু। কারো লাগবে না আমার ওকে। ভালো থেকো আনন্দে থেকো
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯
অরণি বলেছেন: চমৎকার কবিতা।