নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। চ্যাপ্টার ১৪।

১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

ছবি নেট।

মানুষে মানুষে যখন বেড়ে যায় ব্যবধান
মানুষ কমিয়ে দেয় মানুষের মান
মানুষ সব পারে
মানুষ সুখ দিতে জানে
দুখ দিতে জানে
মানুষ মানুষের লাশের উপর দিয়ে দিব্যি হেসে চলে যেতে পারে
বলতে পারে বিজয়ের কথা ।

মানুষ দুই পায়ের প্রাণী
কিন্তু এরা নানান পায়ে দাঁড়াতে শুনি
মানুষ বোকা বলেই ইশ্বর হতে চায়
তাই প্রতিক্ষণ ডুবে যায়
ইশ্বরকে ইশ্বরের জায়গায় মানায়
ইশ্বর এতো করে হাসায়
এতো করে কাঁদায়
তবুও সে ইশ্বর থেকে যায় !

মানুষ মানুষকে বেঁধে ফেলে নানান মায়ায়
মানুষ মানুষকে আটকায় কতরকম কায়দায়
তাই তো মানুষ প্রতি কদমে বদলায়
আজ ভালো
কাল ভীষণ কালো
মানুষ মানুষকে নাচায়
মানুষ যতটা যায় উপরে
ততটা আবার নীচে
মানুষ মানুষকে যাচে
মানুষ ,
মানুষ ছাড়া কি বাঁচে? 
বাঁচলে কতদিন বাঁচে?
প্রশ্ন দুটি মগজে ভীষণ গোত্তা খায়।







































মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: মানুষ নিয়ে ব্যবচ্ছেদ করলেন। যে ব্যবচ্ছেদের কোন সীমানা নেই।

ভাল।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

স্প্যানকড বলেছেন: একদম । ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন, আনন্দে থাকবেন সব সময়। :)

২| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩

কর্পূর বলেছেন: মানুষ দুই পায়ের প্রাণী এরা নানান পায়ে দাঁড়াতে শুন<<<< অসাধারন।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন খুব। :)

৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

অধীতি বলেছেন: খুব সুন্দর অর্থবহ কবিতা। মানুষ আসলেই মনে মনে ইশ্বর হতে চায়।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

স্প্যানকড বলেছেন: এ জন্য এতো বিশৃঙ্খলা দেখা যায়। মানুষ যদি শুধু মানুষ হতে চাইত তাহলে দুনিয়ার চেহারা অন্য হতো। ভালো থাকবেন খুব :)

৪| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:




মানুষ মানুষকে বেঁধে ফেলে নানান মায়ায়
মানুষ মানুষকে আটকায় কতরকম কায়দায়
তাই তো মানুষ প্রতি কদমে বদলায়



আজকের কবিতা এক কথায় 'অসাম' হয়েছে।
এ ধরণের লেখা আরও অনেক অনেক বেশি লিখবে।

very well done.

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি! কই থাকা হয় পাইনা হইলে সময় :) হা হা হা :)

৫| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: হিংস্র পশু হিংস্র হয় অল্প সময়ের জন্য। কিন্তু মানুষ হিংস্র হতে পারে দীর্ঘ সময়ের জন্য।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

স্প্যানকড বলেছেন: অনেক দেখেছি.. এখন ক্লান্ত... ধন্যবাদ, ভালো থাকবেন :)

৬| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫০

মিরোরডডল বলেছেন:




কই থাকা হয় পাইনা হইলে সময়

কে কা কে বলে?

আমি আরও ভাবছিলাম লিখবো সব ঠিক আছে কিনা।

সবাই আছে, কবি কোথায়!



১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি সুইটহার্ট ! আসলে এক কাজিনের বাসায় দাওয়াতে আছি। বহুদিন পর মাইকেল জ্যাকসন এর গান শুনছি Just beat it. ভালো থেকো, আনন্দে থেকো :) আমি আলহামদুলিল্লাহ আছি :) ধন্যবাদ :)

৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩৫

কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.