নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
শরীর থেকে হৃদয় কে বিচ্ছিন্ন করে দেখতে চেয়েছি
তুমি কোথায় বাস করো?
জানতে চেয়েছি বারবার
দেহে ,
না,
হৃদয়ে?
টের পাই
দুই জায়গাতে সমান উপস্থিতি তোমার।
তোমার শায়িত শরীরে
নেমে আসি আমি
যেমনটি
জানালার কাঁচকে তোয়াক্কা না করে
তোমার সমস্ত শরীরে ঘুরে বেড়ায়
রাস্তার বাতির আলো
অথবা
চাঁদ জোছনা
ঠিক তেমনি।
এখন থেকে একটি রাতও যেন নিরলস
এবং
নিরুত্তাপ না মনে হয়
তাই তো এ কবিতাখানি
যদিও আমি
প্রেম এবং কামনাকে
দু টুকরো করে আলাদা করেছি
শুধু তোমার ক্ষেত্রে খাটে না এ সুত্র
এ একটা কথা নানান ছন্দে বলে বলে
ছটফটিয়ে মরছি।
২৯ শে মে, ২০২৪ বিকাল ৩:১৮
স্প্যানকড বলেছেন: আসলে সত্য হচ্ছে সমস্ত চিন্তাভাবনার মূল জায়গা হচ্ছে মগজ । এখন আমাদের সুখ দুখ প্রেম কামনা এ সমস্ত কিছুর যে হরমোন রয়েছে তা কি করে সোজা হৃদপিণ্ডে হানা দেয় । শরীরের জন্য কোন অংশে হানা দেয় না । তাই কেউ কষ্ট পেলে বা খুব বেশী সুখ পেলে হৃদপিণ্ড অন্য আচরণ করে । হাত ,পা বা শরীরের অন্য অংশ এসবে ভুমিকা রাখে না । তাই মগজ এবং হৃদয় দুটি আলাদা ।
তবে হৃদয় এবং মগজ এ দুই জায়গা আলাদা করতে পারলে বেশ ভালো হতো ।অন্তত বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পেতুম । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
২| ২৮ শে মে, ২০২৪ রাত ৮:৩৮
জিনাত নাজিয়া বলেছেন: আমিও হ্রদয় সার্জারী করে দেখেছি,কই সেই যে কিশোর বেলা থেকে যাকে হ্রদয়ে লালন করেছি, কোথাও তাকে খুঁজে পাইনি।
২৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২০
স্প্যানকড বলেছেন: সত্যি পাননি ? নাকি সে এসে ঘুরে গেছে আপনি টের পাননি। আমিও পাইনি তেমন কাউকে তবে ভুল মানুষ প্রচুর পেয়েছি এ ক্ষুদ্র জীবনে । ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ২৮ শে মে, ২০২৪ রাত ৮:৪০
জিনাত নাজিয়া বলেছেন: সুন্দর সাব্জেক্ট নিয়ে কবিতা পোস্ট করার জন্য কবিকে অসংখ্য ধন্যবাদ।
২৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২১
স্প্যানকড বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবিতাটি পাঠ করার জন্য । ভালো থাকবেন সব সময়
৪| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪৩
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
২৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২২
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ? ভালো থাকবেন সব সময়
৫| ২৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৩
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ছবি আপু ভালো থাকবেন সব সময়
৬| ০১ লা জুন, ২০২৪ রাত ৯:৫৯
মিরোরডডল বলেছেন:
এ একটা কথা নানান ছন্দে বলে বলে
ছটফটিয়ে মরছি।
আলাদা করতে হবে না, বেশি ছটফট করলে হৃদয় এমনিতেই আলাদা হয়ে যাবে।
তাই ছটফট কম কম।
০২ রা জুন, ২০২৪ রাত ৩:১৭
স্প্যানকড বলেছেন: প্রাণ এবং প্রেম এখনো আছে বলেই ছটফটানি আছে ।উহা না থাকলে কিসের জীবন ? বেশী ছটফট করলে হৃদয় আলাদা হয়ে যাবে ? তুমি কি নিশ্চিত মেয়ে ? ধন্যবাদ ভালো থাকবে
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২৪ রাত ৮:০৫
কামাল১৮ বলেছেন: শরীর থেকে হৃদপিন্ডকে আলাদা করা যায় কিন্তু চিন্তা বা হৃদয়কে আলাদা করা যায় না।এটা একটা বৈজ্ঞানিক ভুল।ভাববাদিরী বিশ্বাস করে করে,দেহ থেকে ভাব বা আত্মাকে আলাদা করা যায় কিন্তু বস্তুবাদিরা প্রমান নাই বলে মানে না।
কবিতা ভালো হয়েছে।