নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, একজন সন্তান, একজন স্বামী, একজন পিতা। তারপর, একজন প্রজাতন্ত্রের কর্মচারি, একজন ভ্রমণকারী।

সুব্রত সরকার

আমি? কিছুই না। একটা স্বাধীন ভাবনার পরাধীন কেউ। আর একজন ভ্রমণকারী।

সুব্রত সরকার › বিস্তারিত পোস্টঃ

সাহায্য চাইছি

০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:১৪

ঈদের ছুটিতে দার্জিলিং যেতে চাচ্ছি। আমার অফিসিয়াল পাসপোর্ট। ভিসা সম্পর্কিত সহায়তা চাচ্ছি। ভিসা লাগবে কি? না লাগলে সঙ্গে প্রয়োজনীয় কি কি কাগজপত্র নেয়া লাগবে???

প্লিজ কেউ জানান..

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩

বিট বলেছেন: অফিসিয়াল পাসর্পোটে ভারত যেতে প্রথমত ভিসা লাগেনা। তবে যদি আপনি ৪৫দিনের বেশী অবস্থান করেন তবে আপনাকে ভিসা নিতে হবে। দ্বিতীয়ত আপনাকে জিও নিতে হবে। বর্ডার পার হবার সময় ইমিগ্রেশনে জিও দেখাতে হবে। ডলার এনর্ডোস করা থাকলে ভালো না থাকলে করিয়ে নিন প্রয়োজন মতো।
যদি হোটেল বুকিং দেয়া থাকে ভালো না থাকলে চেষ্টা করেন দিয়ে নিতে। কারণ দার্জিলিং এ দালালের সংখ্যা অনেক বেশী।
আর ঢাকা থেকে শিলিগুরির বাসে উঠবেন। কারণ এদিক দিয়ে সবচেয়ে কাছে।
আপনার আরো কিছূ জানার থাকলে কমেন্ট করবেন।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:০২

সুব্রত সরকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিট। জিও কি মন্ত্রনালয় থেকে নিতে হবে?
আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। ২য় শ্রেণীর কর্মকর্তা। এক্ষেত্রে কি দপ্তর প্রধান অর্থাৎ প্রধান প্রকৌশলী কি জিও দেবেন?

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:০৪

সুব্রত সরকার বলেছেন: আমি ময়মনসিংহ থেকে বুড়িমারী হয়ে যাবো।

২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:২৫

ভোরের সূর্য বলেছেন: @বিট ভাই আপনাকে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এর উপরে আর কোন উত্তর হয় না। আমি শুধু একটি বিষয় উল্লেখ করবো সেটা হল জিও। মানে সরকারী আদেশ বা অনুমতি। এটা মনে হয় খুব সহজে পাবেন না। ঈদের ছুটি আসতে আর মাত্র কয়েকদিন এত কম সময়ে মনে হয় অনুমতি পাবেন না আর খুব ঝামেলা পোহাতে হয়। তবে যদি আপনার রাজনৈতিক কোন কানেকশন থাকে তাহলে কথাই নেই। তাড়াতাড়ি হয়ে যাবে তার পরেও মনে হয় ১৫ দিনের মধ্যে পাওয়া খুব একটা সহজ হবে না। আপনি সবার আগে জিও পাবার চেষ্টা করুন।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:০৩

সুব্রত সরকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভোরের সূর্য। জিও কি মন্ত্রনালয় থেকে নিতে হবে?
আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। ২য় শ্রেণীর কর্মকর্তা। এক্ষেত্রে কি দপ্তর প্রধান অর্থাৎ প্রধান প্রকৌশলী কি জিও দেবেন?

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:০২

ভোরের সূর্য বলেছেন: আমি ঠিক জানিনা তবে আপনার অধিদপ্তরের প্রধানের কাছে আবেদন করতে হবে। তবে প্রথমে আপনার তত্বাবধায়ক প্রকৌশলীর কাছে আবেদন করতে হবে তিনি তার উপরের কর্মকর্তার কাছে রেকমন্ড করবেন এভাবেই ধাপে ধাপে এগুতে হবে। আপনার অফিসের কেউ যদি জিও নিয়ে থাকেন তাহলে তিনি কিভাবে নিলেন কথা বলে আবেদন করুন। তবে এটা জানি যে এই জিও পাওয়া খুব ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার। চিকিৎসার জন্য গেলে হয়তো একটু তাড়াতাড়ি হত কিন্তু বেড়াতে যাবার জন্য এমন কি আপনি জিও নাও পেতে পারেন। আপনাকে নিরুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু জিও পাওয়া যে খুব কষ্টের এটা সর্বজনবিদিত। চেষ্টা শুরু করে দিন যদি ঈদের আগে পেয়ে যান।

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৫

সুব্রত সরকার বলেছেন: ঈদের প্রোগ্রাম বাতিল করেছি। আর জানলাম এভাবে বেড়াতে যেতে চাইলে জিও না পাওয়ার সম্ভাবনাই বেশি। সামনে চেষ্টা করবো একটু সময় নিয়ে। বুঝে নেয়ার জন্য সময় নেবো।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভোরের সূর্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.