![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
আচ্ছা পাকিস্তানিরা যখন ৭১’এ বাঙ্গালিদের উপর গণহত্যা চালিয়েছিল তখন জাতিসংঘ কি করেছিল ! কোন প্রতিষ্ঠিত মুসলিম দেশ কি এটার তীব্র বিরোধীতা করেছিল, কিংবা তীব্র নিন্দা ? কোন দেশ কি পাকিস্তানের সাথে কোন সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল ! পাকিস্তানের পণ্য কি বর্জন করেছিল কেউ ? আমার জানা মতে আমেরিকা, চীন আমাদের সরাসরি বিরোধীতা করেছিল । কারণ, পাকিস্তান ছিল এদের বন্ধু রাষ্ট্র । স্বভাবতই পাকিস্তানের বিভাগ এরা চাইবে না । আর কোন মুসলিম দেশই চাইনি বাংলাদেশ নামে কোন দেশের জন্ম হোক । মূলত ধর্মীয় গোঁড়ামির কারণেই তারা এটা করতে পারেনি বা করেনি । বাংলাদেশের দুটি প্রধান সাহায্যকারী দেশ ছিল ভারত এবং রাশিয়া । ভারতের নিজস্ব কিছু স্বার্থ থাকতে পারে কিন্তু তারা আমাদের প্রায় ১ কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছিল । রাশিয়া বেশ স্পষ্টতই স্বার্থহীনভাবে আমাদের সাহায্য করেছিল । প্রায় ৪৩৬০০ কিলোমিটার দূর থেকেই সর্বাত্মক সাহায্য করেছিল । এদিক থেকে রাশিয়ার মানবতাবাদের প্রশংসা করতেই হবে । বাংলাদেশে যুদ্ধ চলেছিল নয় মাস ! নয় দিন বা নব্বই দিন নয় । মানুষ মারা গিয়েছিল ৩০ লক্ষ । ৩ শত বা ৩ হাজার নয় । আবার ধর্ষিত হয়েছিল প্রায় ৪ লক্ষ মেয়ে । অথচ তখন যদি সারা বিশ্ব পাকিস্তানের উপর একসাথে চাপ প্রয়োগ করতো তাহলে সেই গণহত্যার বিস্তৃতি কখনোই এত বেশি হত না । তখনকার এই মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশকে কিছু সিম্প্যাথি জুগিয়েছিল বটে কিন্তু সেই অপরাধের বিচার করতে গেলে এখন নানান ধাপে আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হয় ! এইসব খুনিদের বাঁচানোর জন্য আরো অনেক খুন হয় ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫১
াহো বলেছেন:
Very good comment