নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সাতমাথায় একটি সন্ধ্যায়

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

দীর্ঘ একটি দিনের শেষ।
আধ খাওয়া বিষণ্ণ চাঁদ
ঝুলে আছে সাতমাথার ঠিক উপরে।
আর সাত বীরশ্রেষ্ঠ তাকিয়ে আছে
সাতটি রাস্তার দিকে।

বিশাল বিলবোর্ডে একাকী দাঁড়িয়ে রয়েছে
শেখ হাসিনা-হাতে তার শ্বেত কপোত
যে কিনা উড়ছে
যেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতীকী চিত্র।
ডাকঘরের পাশে চুপচাপ দাঁড়ানো রিক্ত কৃষ্ণচূড়া
শীতকাল তারে করেছে বিমর্ষ।

তৃতীয় লিঙ্গের তিনজন
বসে আছে-চুপচাপ;
তারা দেখছে?-কী দেখছে?
জানি না ।তবে কল্পনা যদি করি
মানুষ-মানুষ দেখছে তারা।চলমান মানুষ
হাসিখুশি মানুষ
নেশাখোর মানুষ
কৃপণ মানুষ
খরুচে মানুষ
বিষণ্ণ মানুষ
উৎফুল্ল মানুষ
জুয়ার আসর হতে উঠে আসা মাতাল মানুষ।

বগুড়া শহরের সাতমাথা সন্ধ্যার পরে
মানুষের কল্পচিত্র আঁকে।
আমি?-এক হতাশ যুবক
কর্মহীন।শিল্পী?-তবে,কেন আছি বসে
খাতা,কলম আর ফাঁকা হৃদয় নিয়ে?

আজ রাতে চাঁদ কী আরও বিষণ্ণ হবে?
কলমের আঁধার পদচিহ্ন রেখে যায় খাতার পাতায় পাতায়
নাকি সময়ের পাষাণ হৃদয়ে।

সাতমাথার সন্ধ্যা সে তো সবার জন্য।

17/01/2016

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুদীপ কুমার বলেছেন: সতত ভালবাসা।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

কল্লোল পথিক বলেছেন: একি কবি বগুড়া সাতমাথা?
বেশ হয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সুদীপ কুমার বলেছেন: হ্যাঁ,কল্লোল ভাই।বগুড়ার সাতমাথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.