নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিন্ত মনে ছুড়ি চালিয়ে দেই তার তলপেটে
প্রতিবাদহীন।
মুরগীটি মৃত ছিল,আর প্রয়োজন ছিল মৃত্যুর কারণ অনুসন্ধানের
কৃষকটি খুশি মন নিয়ে চলে যায় তার গন্তব্যে-খামারে।
রাতের রাস্তাগুলি অযথা তাকিয়ে আছে আকাশের পানে।অবশ্য নিঃসঙ্গ এক তারা সেখানে
আমার মতই।
পথের মাঝে থেমে থাকা ট্রাকগুলি হাঁপাচ্ছে ক্লান্ত মহিষের মত
আঁধারকে অনাবৃত করে দেয় যন্ত্রদানবের আলো
আলো সরে যায়।- আবার আঁধার ভর করে
সেই আঁধারে আলাপ হলো কুঞ্জলতার ফুলের সাথে
এই আলো এই আঁধার তার কেমন লাগে,-প্রশ্ন ছিল তার কাছে
ফ্যাকাশে হেসে ফুলটি উত্তর দেয়-এখন তার জ্বর।
আমি চলছি।পথ চলছে।
আলো আলো।আঁধার আঁধার।
মৃত মুরগীটি নড়েচড়ে বসে আর বলে-আমি ডিম পাড়ার মেশিন
তবে অত্যধিক গরমে খাবারে আমার অরুচি
আমি মৃত পাখিটি কাঁধে নিয়ে মৃত্যুর মিছিলে সামিল হই।
০৮/০৭/২০১৮
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৬
সুদীপ কুমার বলেছেন: ঠিক নয়।
২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।"
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৬
সুদীপ কুমার বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
আক্ষেপ কিংবা হতাশা! সময় এমনি ক্লেদাক্ত!