নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মাছের মৃত্যুতে ফাইটোফ্লাজিলেটের ভূমিকা

০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯


ফাইটোফ্লাজিলেট হলো এমন একদল ফ্লাজিলেট প্রোটোজোয়া যাদের অনেকগুলি বৈশিষ্ট্য এলগি অর্থাৎ শৈবালের মত।এদের কারণে মৎস্য সেক্টরে প্রতিবছর আট বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্য ক্ষতি হয়।
ফাইটোফ্লাজিলেট উৎপত্তির কারণ:
১। আবহাওয়ার পরিবর্তন জনিত কারণ।
২।পানিতে পুষ্টির আধিক্য (Eutrophication)।
৩।পুকরে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি।
ক্ষতিকর ফাইটোফ্লাজিলেট:
১। Raphidophytes- 3 types
২। Dictyochophyte- 1 type
৩। Dinoflagellates- 7 types
৪। Prymnesiophytes- 3 types
৫। Euglenophyte – 1 type


ফাইটোফ্লাজিলেটের জন্যে কিভাবে মাছের মৃত্যু হয় :
১। অক্সিজেন ঘাটতির ফলে: এলগাল ব্লুম ও ব্যাক্টেরিয়ার দ্বারা এলগির পচনের কারণে ওয়াটার কলামে অক্সিজেন হ্রাস পায়।এই ফাইটোফ্লাজিলেটের কারণে মাছের অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমে যায়।
২।যান্ত্রিক বাধা:ফাইটোফ্লাজিলেট মাছের ফুলকায় বসে এক্সোএনজাইম সিক্রেট করে ক্ষত তৈরি করে খুব সহজেই গিল টিস্যুতে প্রবেশ করে মিউকাস নিঃসরণ করে।ফুলকার অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমে যায়।এরা যে মিউকাস নিঃসরণ করে তা গিল ইরিটেশন বৃদ্ধি করে।ফলে মাছের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে।কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়।মাছের হোয়াইট ব্লাড সেল কাউন্ট কমে যায়।
৩। রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বৃদ্ধি পায়।
৪।টক্সিন নিঃসরণ: ফাইটোফ্লাজিলেট বিভিন্ন ধরণের টক্সিন নিঃসরণ করে-এদের মধ্যে নিউরো টক্সিন,হেপাটোটক্সিন,সাইটোটক্সিন,ইকথায়োটক্সিন ও হেমোলাইসিন অন্যতম।এই টক্সিনগুলি লিভার,কিডনী,ইনটেসটাইন নষ্ট করে। রেড ব্লাড সেল কাউন্ট হ্রাস করে।


এই সকল কারণে মাছের মৃত্যু হয়।সুতরাং মাছ চাষের ক্ষেত্রে মাছের রোগের সঠিক কারণ না জেনে চিকিৎসা দিলে খরচ ও মৃত্যুহার বৃদ্ধি পায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ কুতুব বলেছেন: অনেক কিছু জানলাম।

২| ০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.