নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মানব জৈবচৈতন্য পরিশোধন

০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৩০

নফস পরিশোধন :
নফস মূলত পাঁচটি মানব ইন্দ্রিয়ের সমষ্টিক অনুভুতি আর সকল অনুভুতির মধ্যে ছয়টি বিশেষ ধরনের অনুভব মানুষের জৈব চৈতন্যের ক্ষতি সাধন করে থাকে যা ছয় রিপু নামে পরিচিত৷এই ছয় রিপুর সাথে লড়াই করতে গিয়ে কত বীর পরাস্ত হয়েছে, কত মহামানব সংসার ত্যাগ করেছেন তার হিসাব নেই৷ ছয় রিপু হতে রক্ষা পাবার কৌশল নিয়ে অসংখ্য কিতাবও লিখা হয়েছে কিন্তু তা মানব চরিত্র পরিবর্তনে বিশেষ ফলদায়ক হয়নি৷অথচ রাসুল করিম সাঃ ছয় রিপু নিয়ে অধিক আলোচনা করেননি বরং তিনি বারবার ছয়টি সৎকর্মের আদেশ করে গেছেন অর্থাৎ এই ছয়টি সৎকর্ম /ফালাহই ছয় রীপুকে পরাস্ত করার কৌশল৷অসৎ কে অসৎ কর্ম দ্বারা প্রতিহত করা যায়না, অসৎকে সৎ কর্ম দ্বারাই প্রতিরোধ করা সম্ভব৷সালাত, সিয়াম, যাকাত,জিহাদ, কুরবানী এবং হাজ্জ্ব এই ছয়টি সৎকর্মের সমন্বয়ে নফসকে পরিশোধনের আহকাম প্রতিষ্ঠিত হয়েছে৷দ্বীনী এলেম শিক্ষার চারটি স্তর রয়েছে শরীয়ত, তরিক্বত, হাক্বিকত, মারিফত৷ এই চারটি পর্যায়েই উপরোক্ত ছয়টি সৎকর্ম প্রতিষ্ঠিত করতে হয়, এলেম শিক্ষার স্তরভেদে ইবাদতের আহকাম সমূহের কোনোই পরিবর্তন হয়না বরং একই আহকামের অনুধাবন স্তর অনুযায়ী ভিন্ন ভাবে অনুভুত হয় মাত্র৷ পরবর্তী লিখা গুলিতে পর্যায়ক্রমে প্রতিটি আহকাম পালনের উপায় এবং আহকামের নফস কেন্দ্রীক প্রভাব বিশ্লেষন করা হবে৷
শুকরিয়া৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.