নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

ইসলাম যখন ব্র্যান্ড

০৭ ই মে, ২০১৬ ভোর ৪:৩৩

মূলত রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা না থাকার সাথে বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িক পরিস্থিতির তেমন কোন সম্পর্ক নাই।

স্বৈরাচার এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে.. নিজের ধর্ম পালনের দায়িত্ব রাষ্ট্রের হাতে তুলে দিয়ে নিজেকে দায়িত্বমুক্ত করেন।

তখন থেকেই "রাষ্ট্র" ইসলাম ধর্ম পালন করে আসলেও রাস্ট্রের মুসলিমগন ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োগে চরম দায়িত্বহীন হয়ে যেতে থাকেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো অনেকদিন কোন রাষ্ট্রধর্ম ছিল না, কিন্তু তাতে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বৈষম্য কি ছিল না? ছিল তো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ছিল।

বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে সেকুলারিজম ছিলনা অনেকদিন। এখন আছে। কিন্তু সেকুলারিজমের এই উল্লেখ কি বিগত কয়েক বছরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন কমাইতে পারছে? না কি এইসব অপরাধের বিচার নিশ্চিত করতে পারছে? কোনটাই পারে নাই।

কিছু ইসলামিস্ট নেতা যে প্রশ্ন তুলেছেন 'রাষ্ট্র ভাষা', 'জাতীয় মাছ', 'জাতীয় পাখি' ইত্যাদি থাকলে 'রাষ্ট্র ধর্ম' থাকতে সমস্যা কি, এই প্রশ্নটা মোটেই অগুরুত্বপূর্ণ নয়। এতে 'রাষ্ট্র ভাষা', 'রাষ্ট্র ধর্ম' ইত্যাদির ব্র্যান্ড ভ্যালুর ব্যাপারটা সামনে চলে আসে।

রাষ্ট্রিয় অথবা জাতীয় ব্র্যান্ডিং-এর অংশ হলেই যে কোন কিছুর গুরুত্ব অথবা ক্ষমতা খুব বেড়ে যায় তা তো না। গুরুত্ব ও ক্ষমতা মূলত বাড়ে রাষ্ট্রের, যারা জাতীয়তা নিয়া রাজনীতি ও ব্যবসা করে তাদের।

ধর্ম বা ভাষা এইখানে ক্রিকেট দলের জার্সিতে বাঘের ছবির মতোই। বাঘ আমাদের জাতীয় পশু, কিন্তু তাতে তো বাঘের বিলুপ্তি রক্ষা করা যাচ্ছে না। জাতীয় খেলা কাবাডি.. সেটা কি বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে..!!!

রাষ্ট্র ভাষা বাঙলা হওয়া সত্ত্বেও প্রতি বছর ফেব্রুয়ারি আসলে বুদ্ধিজীবীদের বাঙলা ভাষার সর্বস্তরে ব্যবহার না হওয়া নিয়া দুঃখ করতে হয়।

রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলামের ব্যাপারটাও তেমনি। এইক্ষেত্রে সাম্প্রতিক কালের কিছু অনলাইন ম্যাগাজিন যারা মূলত যৌনতা মার্কেট করে নিজেদের হিট বাড়ান, তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে।

প্রায়ই ফেসবুকে এসব ম্যাগাজিনের বিভিন্ন পোস্টের লিংক শেয়ার হয় যেগুলার শিরনাম থাকে 'অধিক সময় সেক্স করার ইসলামি উপায়', 'ইসলামে স্বামী-স্ত্রীর সহবাসের নিয়ম (ভিডিও)', 'ইসলামের দৃষ্টিতে বাসর রাত (ভিডিও)' ইত্যাদি। আমি কিছু পড়ে দেখেছি। অনেকক্ষেত্রেই ভেতরের নিউজে ইসলাম বিষয়ে কিছুই থাকে না। আরেকটা উদাহরণ হইতে পারে ফেসবুকের বিভিন্ন যৌন সুরসুরি দেয়া পেজে মাঝে মাঝেই ইসলাম সম্পর্কৃত পোস্ট।

এরোটিক পেজের প্রোমোশনে 'ইসলামে'র যেমন ব্র্যান্ড ভেলু আছে, তেমন ব্র্যান্ড ভ্যালুর কারনে কোন স্বৈরচারের গদি রক্ষায় 'রাষ্ট্র ধর্ম' হিসাবে ইসলাম সংবিধানে অন্তর্ভুক্ত অথবা অন্য কোন স্বৈরচারের গদি রক্ষায় দৃষ্টি ভিন্ন দিকে নিতে সংবিধানের বহির্ভুত হইতেই পারে। তাতে ইসলামের গুরুত্ব বাড়ে বা কমে না।

রাষ্ট্র ধর্ম ইসলাম না থাকলে যে ইসলাম বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে তা না, আবার থাকলেই যে তার ভাগ্য সুন্দরবনের বাঘের মতো হবে না তাও বলা যায় না।!!!

Courtesy: AzaharUddin Shironamhin

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.