![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাত:
নিজস্ব অস্তিত্ব সম্বন্ধে পরিস্কার ধারণা পেতে চাইলে নিজের স্রষ্টার সাথে যোগাযোগ থাকা আবশ্যক৷স্রষ্টার উপস্থিতি সম্বন্ধে দ্বৈতস্বত্বার দ্বিধাগ্রস্থতা নিরসনের উদ্দেশ্যে স্রষ্টার সাথে সংযোগের চেষ্টাকে সালাত বলা যেতে পারে৷সালাত পড়ার বিষয় নয় বরং সালাত করার বিষয়, এজন্যই সালাত প্রতিষ্ঠা/ক্বায়েম করতে বলা হয়াছে৷
সালাত করার পূর্বশর্ত তিনটি - সৎকর্ম/ফালাহ, ধৈর্য্য/সবর এবংং পবিত্রতা/য়যু এই তিনটির কোনো একটি অনুপস্থিত থাকলে সালাত সফল ভাবে করা যাবেনা৷
সৎকর্ম: নিজের এবং অপরের জন্য উপকারী এমন সকল কাজই সৎকর্ম৷ প্রতিক্ষন সৎকর্ম করায় মনোযোগ নিজেকে শুদ্ধ করে৷
ধৈর্য্য: জাগতিক চাহিদার বিভ্রম নিজেকে স্রষ্টা হতে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে কিন্তু বিভ্রমকে আস্হার সাথে নিয়মিত অগ্রাহ্য করতে হবে৷
পবিত্রতা: স্রষ্টা হতে বিচ্ছিন্ন থাকাই অপবিত্রতা৷হৃদয়ের গভীর হতে নিজেকে স্রষ্টা হতে অবিচ্ছিন্ন/অজুদ স্বীকার করতে পারলে কর্ম এবং চিন্তায় পবিত্রতার সৃষ্টি হয়৷
দ্বিনী এলেম অর্জনের চারটি স্তরে (শরীয়ত,তরিক্কত,হাকিকত,মারেফত) সালাত ভিন্ন ভিন্ন রূপে প্রতিষ্ঠিত হয়৷
(চলবে......)
©somewhere in net ltd.