নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নারী নির্যাতনের আরবীয় সংংস্কৃৃতি

০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গত পহেলা বৈশাখের কথা মনে আছে নিশ্চয়ই, যেদিন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম নারী নির্যাতন ঘটেছিল টিএসসিতে|কিভাবে কি ঘটেছিল মিডিয়ার কল্যাণে তা সবাই জেনেছেন, কিন্তু ঘটনাটি কারা ঘটিয়েছিল? দুটি উত্তর আমরা জনমুখে শুনতে পেয়েছিলাম- এক. সরকারী দলের মদদপুষ্ট ছাত্র সংগঠন দুই. ইসলামী মৌলবাদী|কিন্তু প্রথম দলের প্রতিই বেশিরভাগের আঙুল উঠেছিল, দুয়েকজন মৌলবাদীদেরকে দায়ী করলেও তা তখন ধোপে টেকেনি! এরপর বিষয়টির আর কোনো সুরাহা হয়নি|যে দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী সেই দেশে নারীরা প্রকাশ্য দিবালোকে নিরাপদ থাকবে না তা মেনে নেয়া যায়না|পহেলা বৈশাখ বাঙালীর রক্তের অধিকার, সেখানে আমার কন্যা, আমার বোন যেতে পারবেনা কেন? কারা এর জন্য দায়ী?
কারা এ জন্য দায়ী তা প্রকাশ পেয়েছে যদিও তা আমাদের দেশের কেউ ধরতে পারেনি, ধরতে পেরেছে জার্মানীর গোয়েন্দা পুলিশ!এটা আসলে মধ্যযুগীয় বর্বর আরব জাতির অতি পুরাতন একটি নোংরা খেলা যার নাম তাহারুশ|
তাহারুশ কী? এটি এক ধরনের ঘৃণ্য কাজ, যাকে ‘ধর্ষণ-খেলা’ বলা যেতে পারে। এতে একজন মেয়েকে মাঝখানে ঘিরে রাখা হয়। চারদিকে থাকে তরুণদের দল। আরমেয়েটিকে ইচ্ছেমতো শারীরিক ও মানসিকভাবে নাজেহাল করা হয়। শরীরের বিভিন্ন অংশ ধরে টানাটানি করবে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা ইত্যাদি। এদেরই মধ্যে কয়েকজন অভিনয় করবে যে তাঁরা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এটাও আসলে তাহারুশের একটা অংশ। এক সময় ওরাও মেয়েটির কাছ থেকে সুযোগ নেবে।সম্প্রতি ইংরেজী নববর্ষের রাতে জার্মানীর বার্লিন, হামবুর্গ, ফ্রাংকফুর্ট, ডুসেলডর্ফ এবং স্টুটগার্টে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কেবল জার্মানি নয় অস্ট্রিয়া, সুইজারল্যান্ডেও আরব শরণার্থীরা এমন ঘটনা ঘটিয়েছে ।আরব দেশের তরুণরা তাহারুশের প্রবর্তন ঘটায় আশির দশকে। ২০১৩ সালের কায়রো তাহরির স্কয়ারে ঘটার পর ভয়াবহ এ ঘটনাটি পশ্চিমাদের নজরে আসে। যদি আমরা আমাদের মা বোনেকে সুরক্ষিত রাখতে চাই তবে আমাদের দায়ীত্ব হবে সমাজের চিহ্নিত মৌলবাদী ক্যানসারগুলিকে সমূলে উচ্ছেদ করা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.