নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : জাকির নায়েক

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

জাকির নায়েক সাহেবকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক তর্ক বিতর্কও হয়েছে কিন্তু নায়েক সাহেবের অনুসারীদের চটকদার বক্তব্য কেবল পানি ঘোলা করেছে আর সেই ঘোলা পানিতে উত্থাপিত যুক্তির বিপরীতে সুফীবাদীদের পক্ষ হতে উপযুক্ত উত্তর কমই দেয়া সম্ভব হয়েছে ,তাই বাধ্য হয়ে আমাকে আবার লিখতে হচ্ছে। জাকির নায়েক সাহেবের গোমরাহীর চারটা প্রমান দিচ্ছি এবং কথা দিচ্ছি আমার যুক্তি ভুল প্রমাণ করতে পারলে আমি তওবা করে জাকির নায়েককে ফলো করা শুরু করবো।

০১. জাকির নায়েক নিজেকে সুন্নাত এর অনুসারি হিসেবে দাবি করলেও তার নিজের পোষাকে সুন্নাতের ছিটে ফোঁটাও নেই। অর্থাৎ তিনি কথায় এবং কাজে আলাদা যা গোমরাহীর প্রধান লক্ষণ।

০২.জাকির নায়েক কতৃক রাসূল করিমের উছিলাকে অস্বীকার করা মানে রাসূল পাকের শাফায়াতকেও অস্বীকার করা। রাসূল পাকের শাফায়াতের বাইরের কেউ কোনোদিন উম্মতে মোহাম্মদীতে স্হান পাবে না এবং হাশরে মুসলমানদের অন্তর্ভুক্তও হবে না।

০৩.জাকির নায়েকের কোনো বক্তব্যে তাসাউফ বা আধ্যাত্মিকতার কথা কেউই শোনেনি, তবে কি ইসলামে আধ্যাত্মিকতার কোনো স্থান নেই? যে ধর্মে আধ্যাত্মিকতার স্থান নেই তা আদৌ কি কোনো ধর্ম হতে পারে?

০৪.যে আহলে বায়তকে রাসূল সর্বাধিক গুরুত্ব সহ আমানত দিয়ে গেলেন সেই আহলে বায়তের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে জাকির নায়েক কোনোদিন কোনো বক্তব্য দেয়নি। এর মাধ্যমে রাসূল এবং রাসূলের পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব প্রমাণিত হয় আর কুরআন নিশ্চিত করেছে যে রাসূলকে ভালোবাসতে পারেনি সে কোনোদিন আল্লাহকে ভালোবাসতে পারবে না।

এখন বাকি সিদ্ধান্ত বিদগ্ধ পাঠকদের উপরেই ছেড়ে দিলাম আর জাকির নায়েকের অন্ধ ভক্তদের আমাকে ভুল প্রমান করার অপেক্ষায় রইলাম।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪

সুন্দর পৃথিবী/হাসান বলেছেন: ভাই আমার একটি প্রশ্ন দয়া করে জানালে উপকৃত হবো। প্রশ্নটি আমাকে একজন করেছে তাই জানার জন্যই প্রশ্নটি করা। প্রশ্নটি হলো-'"আমি আমার জাত ও সিফত দিয়ে আদমকে সৃষিট করেছি। "এ ধরণের কোন বিষয় কি কুরআনে বা হাদিসে আছে, থাকলে কোথায় আছে কুরআনে না হাদিসে এবং কত পৃষ্টায়।

২| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

দেশপ্রেমিক পোলা বলেছেন: জাকির নায়েক মাস দুয়েক আগে কিসানগঞ্জে ৩ দিনব্যাপী ৩ টি বক্তৃতা দিয়েছেন, যার বেশিরভাগই প্রশ্নোত্তর ছিলো। পাঁচ লক্ষ মানুষ হয়েছিলো কিসানগঞ্জে মাঠে। ইউটিউবে Zakir Naik, Kishanganj লিখে সার্স দিলে পাবেন Part 1 এখানে ক্লিক করুন, Part 2 এবং Part 3। সেখানে দেখুন উনি লম্বা পোষাক পরেছেন যেটি সুন্নতি। তবে বিদেশ সফরের সময়ে উনি বেশিরভাগ ক্ষেত্রেই কোট-টাই পরেন। নবী (সাঃ) পাজামা পায়ের গোড়ালীর উপরে পরতে বলেছেন, তাই উনি সবসময় গোড়ালীর উপরে প্যান্ট/পাজামা পরেন। উনি সুন্নতি পোষাক নিয়েও অনেকবার আলোচনা করেছেন। এখন আমার কথা হলো, আপনি কি এমন একটি হাদিস বা কোরআনের আয়াত দেখাতে পারবেন যে লম্বা জামা না পরলে সুন্নতের খেলাপ হবে, বা নবী বলেছেন লম্বা জামা পরো? যদি দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনার বাকী ৩টি প্রমানও সঠিক।

৩| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫১

আহলান বলেছেন: কোন সহীহ হাদিসে আছে কোট টাই পর? @ দেশপ্রেমি। রাসুল যা পরেছেন করেছেন সেটা মানাই সুন্নাত। সেটা না মানলেও সুন্নাত পালন হয় কি করে। যে যে গোত্রের সাজ পোশাক অবলম্বন করবে তাকে সেই জাতির অনুসারী বলেই গন্য করা হবে। সুতরাং টাই ধূতি এগুলো ইসলামের সাথে নয় খ্রীষ্টান হিন্দুদের সাথেই মানায়। সুতরাং জাকের সাব প্রায়শই সুন্নাতের খেলাফ পোশাক পরেন, এটাই সাব্যস্ত

৪| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: @ আহলান, ভাইরে এখনো অনেক কিছু জানার আছে। কোন হাদিসে আছে কোট-টাই পরলে অমুসলিম হয়ে যাবে, বা পাপ হবে? কোট পরে বলে জাকির নায়েক অমুসলিম হয়ে গেছে, এটা বলা কি ইসলামের নামে বাড়াবাড়ি নয়? লম্বা জুব্বা পরে পীর সাজলেই মুরিদদের বেহেস্তে নিয়ে যাওয়া যাবে? সারা বিশ্বে ১৫০কোটি মুসলিম আছে, তারা কি মুসলিম নাকি শুধুই পান্জামি পরা হুজুরেরা মুসলিম?

এবার বলি টাই ধুতি নিয়ে। টাই খৃষ্টানদের পোষাক - এটির সম্পুর্ণ বানোয়াট, কিসের ভিত্তিতে একথা বলেন? কোটি কোটি মুসলমান টাই পরে। সবার মাঝে কমন কিছু পোষাক থাকতে পারে, ধর্মীও পোষাক না হলেই হলো। কোটিকোটি খৃষ্টানরা গেন্জি পরে বলে মুসলিমরাও গেন্জি পরতে পারবে না - এটি কোন যুক্তি হলো? ভারতের সব হিন্দু মেয়েরা কানের দুল, নাকের ফুল, গলার হার পরে বলে মুসলিম মেয়েরাও পরতে পারবে না - এটি বলা যাবে? ধুতি জাকির নায়েক পরেন না বা কোন মুসলমানও পরেননা, এটা নিয়ে কথা বলার কোন মানে হয় না।

৫| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @দেশপ্রেমিক পোলাঃ +++++++++++++

৬| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আহলান বলেছেন: জনাব দেশ প্রেমিক, কোট প্যান্ট পরেছে বলে জাকির অমুসলিম হয়েছেন, এমন কথা কেউই বলেন নি। কথাটা যে কারণে বলা হয়েছে সেটা আপনিও বুঝেন। আমাদের সহ সব মুসলিম দেশে মসজিদের কোন মসজিদে ইমাম সাহেব দেখেছেন যে কিনা কোট টাই পরেই ইমামতি করে? দেখেন নাই আর দেখবেনও না, কোন মন্দিরের পুরোহিতকে দেখেছেন কোট টাই পারে বা পাজামা পাঞ্জাবী টুপি পাগড়ী পারে যজ্ঞ করতে। দেখেননি আর দেখবেনও না, কারণ সব প্রোফেশনেরই একটি পরিচিত পোশাক থাকলে। ইসলামে যারা আল্লাহ রাসুলের কথা বলে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, তাদেরকেও আগে পরিপূর্ণ ভাবে হেদায়েত লাভ করতে হয়। আল্লাহর নবীর সুন্নাতকে পরিপূর্নভাবে অনুসরণ অনুকরণ করতে হয়, তারপর মানুষকে সঠিক পথে আহবা করতে হয়। রাসুল (সাঃ) এর মিষ্টি খাওয়া কমানোর কাহিনী জানেন তো, আগে নিজে খাওয়া কমিয়ে তারপর তিনি ছোট বালককে মিষ্টি কম খেতে বলেছিলেন। এটাই ইসলাম ... আমি পোশাকে লেবাসে সুন্নাতের ধার ধারলাম না, অথচ মানুষকে বড় বড় হেদায়েতের বাণী প্রচার করতে শুরু করলাম, এটা কথা ও কাজের সাথে মিলে না, তাই মানুষ সমালোচনা করে। তাই বলে কোট প্যান্ট পারে যে হেদায়েতের কথা বলা যাবে না, তাও নয়, বলা যাবে, তবে এটাযে অসামঞ্জস্য সেটাকে মানতে হবে। এটাকেই সঠিক বলে গোয়ার্তুমি করা ইসলাম নয়! ভালো থাইকেন ব্রাদার!

৭| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪

দেশপ্রেমিক পোলা বলেছেন: @ আহলান: এই তো, আগে এই লাইনে কথা বললে তো আমি এতো কথা খরচ করতাম না। একজন মানুষের এতো এতো অর্জনকে কখনোই ছোট করে দেখা যায় না শুধুমাত্র কোট-টাই পরে বলে। তাকে অনেকে ইহুদীদের দালাল বলে কোট-টাই পরে বলে। আমি বলতে চেয়েছি কোট-টাই পরে বলে সেটাকে ইস্যু করার কোন কারণ নেই, কারণ ইসলামে কোট-টাইয়ের বিরুদ্ধে কোন দলিল নেই। একজন দায়ী হিসেবে পান্জামী পরলে হয়তো আরেকটু ভাল হতো, তবে তিনি যে শুধুই কোট-টাই পরেন না, পান্জামীও পরেন সেটি দেখানোর জন্যই উপরের লিংকগুলি দিয়েছিলাম। একমাত্র কোট-টাই পরাই যে সঠিক একথা আমি বলিনি, কোট-টাই পরা নিষেধ না এটা বলেছি মাত্র। আমরা অনেকসময় ফরমাল অফিসিয়াল কাজ করার সময় কোট-টাই পরি, কিন্তু এটাকে সুন্নত মনে করে পরি না, ফরমালিটি মেইনটেইন করার জন্য পরি। তেমনি জাকির নায়েকও পাবলিকে লেকচার দেয়ার সময় কোট-টাই পরেন, এমনটিও হতে পারে। আল্লাহ ভাল জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.