![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে অর্থনৈতিক অস্থিতিশীলতা চলছে। যদিও এটা চলছে অনেকদিন ধরেই কিন্তু গত তিনমাস হল এটা ব্যাপক আকার ধারণ করেছে।
একটি মাঝারী আকারের অর্থনীতির (GDP অনুসারে) দেশ হিসেবে, বৈদেশিক মুদ্রার “বিনিময় হার” এর প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে ভাল অবস্থায় আছে বা বলা যায় শক্ত অবস্থানে আছে। যদিও অর্থনৈতিক সূচক মাপার আরও অনেক টুলস আছে! তবুও এই সময়ে (জুন ২০১৩ থেকে) বৈদেশিক মুদ্রা বিনিময় হারে বাংলাদেশই সেরা।
আসুন দেখা যাক, বৈদেশিক মুদ্রা বিনিময় হারে এই সময়ে দক্ষিণ এশিয়ায় কে কেমন আছে। অর্থাৎ US DOLLAR - এর বিপরীতে INDIAN RUPEE (RS), PAK RUPEE (PKR), BANGLADESHI TAKA (TK), NEPALIESE RUPEE (NPR), SRI LANKAN RUPEE (LKR), MALDIVIAN RUFIYAA (MVR), BHUTANESE NGULTRUM (BTN) & MYANMAR KYAT (MMK) কেমন অবস্থানে আছে।
ভারত:
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ কিন্তু তারা এই মুহূর্তে মুদ্রার বিনিময় হারে ভয়াবহ বিপদে আছে। গত বছরের শেষের দিকে যেখানে 1 USD এর বিপরীতে আমি কার্ভ মার্কেটে পেয়েছিলাম 40-43 RS. এবং মানি এক্সচেঞ্জে পেয়েছিলাম 42 RS. আজ সেখানে 1 US Dollar এর বিপরীতে 68.70 RS (Bank Rate) পাওয়া যাচ্ছে। তারমানে কার্ভ মার্কেটে আরও একটু বেশী RUPEE পাওয়া যাবে। এই বছর ভারতীয় মুদ্রার মান কমেছে 20% (Ref. bbc.com).
শেষ ১২০ দিনের ভারতের মুদ্রা’র ওঠা নামার চিত্রটা দেখুন:
নেপাল:
নেপালি মুদ্রা ভারতীয় মুদ্রার সাথে 1.6 অনুপাতে বাঁধা ।; এর মানে হচ্ছে নেপালি মুদ্রার বিনিময় হার নির্ভর করে ভারতীয় মুদ্রার ওঠা-নামার উপর। এখানে USD DOLLAR বিবেচ্য নয়। এখন 1 RS = 1.60 NPR, হারে বিনিময় হচ্ছে অর্থাৎ আপনি এখন 100 RS দিয়ে 160 NPR পাবেন। আর যেহেতু ভারতীয় মুদ্রার মান পড়ে যাচ্ছে সেহেতু নেপালি মুদ্রার দামও সমপরিমাণে পড়ে যাচ্ছে।
ভুটান:
নেপালের মত ভুটানের মুদ্রাও ভারতীয় মুদ্রার সাথে প্রায় একই রকমভাবে এক সূত্রে গাঁথা কিন্তু এদের বিনিময় হারটা হয় একটু ভিন্নভাবে এবং আর কারো সাথে বোধহয় মিলবে না। ব্যাপারটা হল, যখন আপনি ভুটানি মুদ্রা, ভারতীয় মুদ্রার সাথে বিনিময় করবেন তখন আপনি আজকের রেট অনুযায়ী পাবেন 50 BTN = 48.20 RS আবার আপনি যদি গতকাল ভারতীয় মুদ্রা দিয়ে ভুটানি মুদ্রা কিনতে যেতেন, তাহলে পেতেন 50 RS = 51.80 BTN. আর বর্তমানে যেহেতু ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম কমে যাচ্ছে তাই একি হারে ভুটানি মুদ্রার দামও কমে যাচ্ছে।
বাংলাদেশ:
বর্তমানে 1 USD = 77.36 TK পাওয়া যাচ্ছে, কিছুকাল আগেও মানে এই বছরের প্রথম দিকে ছিল 1 USD = 85.00 TK অর্থাৎ ২০০৯ সাল থেকে টাকা’র মান কমে যেতে শুরু করলেও বর্তমানে ডলারের বিপরীতে টাকা ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে।
শেষ ১২০ দিনের বাংলাদেশের মুদ্রা’র ওঠা নামার আর একটা চিত্র দেখুন:
পাকিস্তান:
ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ক্রমেই কমে যাচ্ছে। ২০১৩ সালের ১২ মে’তে যেখানে 1 USD = 98.00 PKR ছিল, আজ (২৮ আগস্ট) সেখানে 1 USD = 103.93 PKR পাওয়া যাচ্ছে। অর্থাৎ বৈদেশিক বিনিময় হারে পাকিস্তানও স্বস্তি নেই।
শেষ ১২০ দিনের পাকিস্তানের মুদ্রা’র ওঠা নামার চিত্রটা দেখুন:
শ্রীলংকা:
ডলারের বিপরীতে শ্রীলঙ্কান মুদ্রার মানও ক্রমেই কমে যাচ্ছে। ২০১৩ সালের ১২ মে মাসে যেখানে 1 USD = 126.00 LKR ছিল, আজ (২৮ আগস্ট) সেখানে 1 USD = 133.18 LKR পাওয়া যাচ্ছে। অর্থাৎ বৈদেশিক বিনিময় হারে শ্রীলঙ্কাও বড় ধরনের বিপদে।
শেষ ১২০ দিনের শ্রীলংকান মুদ্রা’র ওঠা নামার চিত্রটা দেখুন:
মালদ্বীপ:
আসুন এবার দেখা যাক এই বিষয়ে মালদ্বীপের কি অবস্থা! মালদ্বীপের মুদ্রার বিনিময় হার মোটামুটি স্থিতিশীল। 1 USD = 15.435 MVR পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে কম বিনিময় হার হচ্ছে এদেশের। যদিও মালদ্বীপের অর্থনীতি খুবই ছোট এবং প্রায় তেমন কিছুই রফতানি করে না এদেশ এবং GDP ও খুব ছোট!
শেষ ১২০ দিনের মালদ্বীপের মুদ্রা’র ওঠা নামার চিত্রটা দেখুন:
মায়ানমার:
আমাদের প্রতিবেশী দেশটির মুদ্রার বিনিময় হারটা আসুন দেখে আসি। এবার একটু উল্টো ভাবে হিসেব করি! বর্তমানে 1,00,000 MMK = 103.09 USD = 7975.30 TK. হারে বিনিময় হচ্ছে। গত বছর আমি যখন ওখানে গিয়েছিলাম তখন পেয়েছিলাম 80,000 MMK = 100.00 USD = 8,000 TK. (কার্ভ মার্কেটে এটা পেয়েছিলাম)।
মিয়ানমার বিষয়ে সাবধানতা এই যে, উপরের বিনিময় হার বাস্তবে পাওয়ার সম্ভাবনা খুবই কম!
দখিন এশিয়ার সব কয়টা দেশের বিনিময় হার বিশ্লেষণ করে আমরা কি পেলাম? পেলাম, বর্তমানে বাংলাদেশের মুদ্রা TAKA ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং অর্থনীতি ভাল অবস্থায় আছে।
২৮/০৮/২০১৩, রাত: ১১.১১
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: দল মত বুঝি না! ভালকে ভাল বলতে দোষ কোথায়? আপনাকে ধন্যবাদ!
২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩
ওকাপী বলেছেন: দল মত বুঝিনা।
এটা অনেক বড় সুসংবাদ।
লেখককে ধন্যবাদ বিশ্লেষনধর্মী সংবাদ তুলে ধরার জন্য
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১
সুকান্ত কুমার সাহা বলেছেন: দল মত বুঝি না ভালকে ভাল বলবই! আপনাকেও ধন্যবাদ!
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩
আমি ব্লগার হইছি! বলেছেন: শহীদ পীর সাহেবের ছেলেরা লন্ডনে আর থাইল্যান্ডে না থেকে দেশে থাকলে এত ডলার আর জমতো না। সব বিদেশে পাচার হয়ে যেত।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০১
সুকান্ত কুমার সাহা বলেছেন: যার কাজ যা ...
পিপড়া অন্যের সম্পদ নিজের বাসায় এনে সঞ্চয় করে আর শেফালি ফুল সুগন্ধ বিলিয়ে দেয়!
বাংলাদেশ ভাল আছে, এটা একটা বড় সুসংবাদ!
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: এইটা কি পোস্ট দিছেন? বাকশালী ট্যাগ খাইলেন বইল্লা! সব উন্নতি হবে তারেক সাধুর আমলে। যে খাম্বা চুরি মোটেই করে না।