![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি ভাড়া নিয়ে একটা বিহিত হওয়া দরকার। ভাড়াটিয়াদের উপর বাড়ি মালিকদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশে এই সম্পর্কিত যথেষ্ট পরিমাণে আইন–কানুন থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এর কোন প্রয়োগ আমার দৃষ্টি গোচর হয়নি। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যাদের এই আইন প্রয়োগ করার কথা, তারাও এই বিষয়ে কোন নজর দিচ্ছে না।
আমি যতদূর জানি আইন প্রয়োগকারী সংস্থায় কর্মরত ব্যক্তিবর্গও এর ভুক্তভোগী কিন্তু তারপরেও এর কোন প্রতিকার হচ্ছে না, কারণটা কি?
আর আমাদের রাজনৈতিক দলগুলো- যাদের কেউ কেউ বর্তমানে ক্ষমতায়, আবার কেউ কেউ অতীতে ক্ষমতায় ছিল, তারা নাকি সবাই মানুষের জন্য কাজ করেন! কিন্তু তাদেরও তো এই বিষয়ে একটাও কথা বলতে শুনি না কখনো? যদি তারা সত্যিই ভোটের রাজনীতি করত, তাহলে তো এই বিষয়টি তাদের দৃষ্টিগোচর হওয়ার কথা ছিল, কিন্তু তার তো কোন লক্ষণ দেখছিনা?
আমার মতে- যেকোন রাজনৈতিক দল বা ব্যক্তি এটা নিয়ে খুব অল্পতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারত কিন্তু আমি বুঝতে পারছি না, তারা সেটা না করে এই সূবর্ণ সুযোগটা হাতছাড়া করছে কেন?
এটা তো সত্যি! ঢাকা শহরে ভোটের সংখ্যায় ভাড়াটিয়ারা, বাড়িমালিকদের চেয়ে অনেক গুন বেশী। তারপরেও বাড়ি মালিকদের ভাড়া বৃদ্ধির এই অপ্রতিরোধ্য মনোবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ এগিয়ে আসছে না কেন?
আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি আচিরেই এর একটা বিহিত করুন এবং যারা কর্মসূত্রে ও অপারগ হয়ে ঢাকায় অবস্থান করে ভাড়া বাসায় বসবাস করছে, তাদের বাড়িমালিকদের অত্যাচার থেকে রক্ষা করুন!
মূল লেখা...
আপডেটঃ ৮/১১/২০১৩, বিকালঃ ৫.১০
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আরিফ আরাফাত রুশো ভাই আপনি বললেন "বিদেশে বাড়ি ভাড়া এতো বেশি যে ওরা ভাড়া না নিয়ে কিস্তিতে কিনে ফেলা শ্রেয় মনে করে"
বিদেশে যারা বেতন পাই তারা কি বাংলাদেশের মত বেতন পাই? বাংলাদেশে যা বেতন পাওয়া যায় তার ৭০% বাড়ীভাড়া দিতে চলে যায়। একবার কি ভাবেন তার বাকী সংসার কিভাবে চলে?
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১২
কালীদাস বলেছেন: ডাউনটাউনে চলে যান, সস্তায় বাড়ি ভাড়া পাবেন। দুনিয়ার যেকোন মেট্রোপলিটনে কমার্শিয়াল এরিয়ার যত কাছে যাবেন, বাড়ি ভাড়া তত বাড়ে সেই অনুপাতে, ঢাকাও এর ব্যাতিক্রম না। প্রফিট, ট্যাক্স সব মিলিয়েই পুরা ব্যাপারটা, রেয়ার দুইচারটা গলাকাটা পাবলিক বাদ দিলে।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
নিষ্কর্মা বলেছেন: বাড়িভাড়া আইন পড়ে দেখবেন দয়া করে। সেই আইন অনুযায়ী লেকসিটি কনকর্ডের ফ্ল্যাটের ভাড়া হতে হবে ৪৫ হাজার টাকা! কিন্তু ভাড়া সবচেয়ে বেশি হলে ১৩ হাজার টাকার বেশি না। তা হলে কে, কাকে অত্যাচার করছে?
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আরিফ আরাফাত রুশো বলেছেন: শোনেন একটা কথা- যদিও খারাপ লাগবে।
আমাদের ঢাকায় একটা ফ্লাটের দাম যদি ৫০ লাখ টাকা হয় তবে তার ভাড়া কত??সর্বোচ্চ১৫০০০ সব বাদ দিয়ে??
অথচ ব্যাঙ্কে বা অন্য কোন নিশ্চিত বিনিয়োগে ৫০ লাখে টাকায় মাসে ৩০ হাজার তাকার বেশি আসে।
বিদেশে বাড়ি ভাড়া এতো বেশি যে ওরা ভাড়া না নিয়ে কিস্তিতে কিনে ফেলা শ্রেয় মনে করে।
কি আর করা যায় বলুন।ঢাকা র লোক কম হলে প্রপার্টির দাম এতো বাড়ত না।